ETV Bharat / sports

অ্যামেরিকার জেলে কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যু, প্রতিবাদ টেনিস তারকা কোকোর - টেনিস তারকা কোকো গাফ

জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় অ্যামেরিকাজুড়ে ৷ একটি ভিডিয়ো টুইট করে ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে করতে দেখা গেল টেনিস তারকা কোকো গাফকে ৷

image
কোকো গাফ
author img

By

Published : May 30, 2020, 8:05 PM IST

নিউ ইয়র্ক, 30 মে : জেলের মধ্যে আফ্রিকাজাত অ্যামেরিকানের মৃত্যু নিয়ে উত্তাল অ্যামেরিকা ৷ কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় অ্যামেরিকাজুড়ে ৷ এবার সেই বিক্ষোভের নতুন মাত্রা পেল ৷ অ্যামেরিকার নতুন টেনিস সেনশেসন অষ্টাদশী কোকো গাফের একটি ভিডিয়ো টুইট করার পর ৷

পুলিশ অফিসার ডেরেক চৌভনের বিরুদ্ধে পুলিশ কাস্টডিতে জর্জ ফ্লয়েডকে হত্যা করার অভিযোগ ওঠে ৷ একটি সেল ফোনের ফুটেজ সামনে আসে ৷ সেখানে দেখা যায় ওই অফিসার ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে আছেন ৷ এরপরই প্রতিবাদের ঝড় ওঠে অ্যামেরিকজুড়ে ৷

এদিন কোকো একটি ভিডিয়ো টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ এই কারণেই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আমার কণ্ঠস্বর ব্যবহার করি ৷ ‘‘ তাঁর টুইট করা ভিডিয়োতে ফ্লয়েডের ছবি দেখা যায় ৷ অ্যামেরিকায় আর এক কৃষ্ণাঙ্গ আহমাউদ আরবেরিকেউ নিরস্ত্র অবস্থায় গুলি করে হত্যা করা হয় ৷ অভিযোগ ওঠে তিন জন শেতাঙ্গ মানুষের বিরুদ্ধে ৷

গাফের ভিডিয়োতে আরও এক কৃষ্ণাঙ্গ ট্রায়ভন মার্টিনের ছবিও দেখা যায় ৷ এই অষ্টাদশী হত্যার পরই ‘‘ব্লাক লিভস ম্যাটার‘‘ মুভমেন্টে হাওয়া পায় ৷

ভিডিয়োর একেবারে শেষে দেখা যায় লেখা আছে ‘‘এর পরে কি আমি‘‘ ৷ তখনই গাফকে দেখা য়ায় কালো হুডি পরে ক্যামারার দিকে তাকিয়ে আছেন ৷

তবে শুধু গাফ নন, ফ্লয়েডের ঘটনা সামনে আসতেই প্রতিবাদ করেছেন বাস্কেটবল তারকা লিবর্ন জেমস ও লিসা লেসলি ৷

নিউ ইয়র্ক, 30 মে : জেলের মধ্যে আফ্রিকাজাত অ্যামেরিকানের মৃত্যু নিয়ে উত্তাল অ্যামেরিকা ৷ কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় অ্যামেরিকাজুড়ে ৷ এবার সেই বিক্ষোভের নতুন মাত্রা পেল ৷ অ্যামেরিকার নতুন টেনিস সেনশেসন অষ্টাদশী কোকো গাফের একটি ভিডিয়ো টুইট করার পর ৷

পুলিশ অফিসার ডেরেক চৌভনের বিরুদ্ধে পুলিশ কাস্টডিতে জর্জ ফ্লয়েডকে হত্যা করার অভিযোগ ওঠে ৷ একটি সেল ফোনের ফুটেজ সামনে আসে ৷ সেখানে দেখা যায় ওই অফিসার ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে আছেন ৷ এরপরই প্রতিবাদের ঝড় ওঠে অ্যামেরিকজুড়ে ৷

এদিন কোকো একটি ভিডিয়ো টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ এই কারণেই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আমার কণ্ঠস্বর ব্যবহার করি ৷ ‘‘ তাঁর টুইট করা ভিডিয়োতে ফ্লয়েডের ছবি দেখা যায় ৷ অ্যামেরিকায় আর এক কৃষ্ণাঙ্গ আহমাউদ আরবেরিকেউ নিরস্ত্র অবস্থায় গুলি করে হত্যা করা হয় ৷ অভিযোগ ওঠে তিন জন শেতাঙ্গ মানুষের বিরুদ্ধে ৷

গাফের ভিডিয়োতে আরও এক কৃষ্ণাঙ্গ ট্রায়ভন মার্টিনের ছবিও দেখা যায় ৷ এই অষ্টাদশী হত্যার পরই ‘‘ব্লাক লিভস ম্যাটার‘‘ মুভমেন্টে হাওয়া পায় ৷

ভিডিয়োর একেবারে শেষে দেখা যায় লেখা আছে ‘‘এর পরে কি আমি‘‘ ৷ তখনই গাফকে দেখা য়ায় কালো হুডি পরে ক্যামারার দিকে তাকিয়ে আছেন ৷

তবে শুধু গাফ নন, ফ্লয়েডের ঘটনা সামনে আসতেই প্রতিবাদ করেছেন বাস্কেটবল তারকা লিবর্ন জেমস ও লিসা লেসলি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.