ETV Bharat / sports

কোরোনা আতঙ্ক, US ওপেন থেকে সরে দাঁড়ালেন অ্যাশ বার্টি - রাফায়েল নাদাল

বিশ্বজুড়ে কোরোনা সংক্রমণের জেরে US ওপেন থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যাশ বার্টি। আগামী 31 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর অবধি এই টুর্নামেন্ট চলবে।

Ash barty
অ্যাশ বার্টি
author img

By

Published : Jul 30, 2020, 3:40 PM IST

ব্রিসবেন, 30 জুলাই : কোরোনা ভাইরাস প্যানডেমিকের জের। US ওপেন থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার টেনিস তারকা অ্যাশ বার্টি। 31 অগাস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এই গ্র্যান্ড স্ল্যামের দিন নির্ধারণ করা হয়েছে । কিন্তু, বর্তমান পরিস্থিতিতে ভ্রমণ এড়াতে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান 24 বছর বয়সি এই অস্ট্রেলিয়ান টেনিস তারকা । একটি বিবৃতিতে বার্টি জানান, " এবছর US, ওয়েস্টার্ন এবং সাদার্ন ওপেনের জন্য ভ্রমণ করব না বলে সিদ্ধান্ত নিয়েছি।"

তিনি বলেন, "প্রতিযোগিতাগুলিকে আমি অত্যন্ত ভালোবাসি, তাই এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। কিন্তু কোরোনা ভাইরাসের কারণে আমি নিজেকে ও দলকে বিপদের মুখে ফেলতে চাই না। আসন্ন টুর্নামেন্টের জন্য USTA-কে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি পরের বছর অ্যামেরিকায় ফিরতে পারব। " গতবছর ফরাসি ওপেন সিঙ্গেলস মেজরে শিরোপা জিতে নেন বার্টি ।

বুধবার প্রাথমিক নাম নথিভুক্তকরণের তালিকায়- সেরেনা উইলিয়ামস, কোকো গফ, নোভাক জকোভিচ, রাফায়েল নাদালের নাম থাকলেও, তালিকায় নাম ছিল না দুইবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাওমি ওসাকা, 2019 এর ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিয়াংকা এন্ড্রয়েডস্কু এবং অ্যাশ বার্টির । তবে এই তালিকায় নাম না থাকলেই যে খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নেবেন না, এমন নয় ।

প্রসঙ্গত, কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে অস্ট্রেলিয়ায় সমস্ত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রাখা হয়েছে এবং অত্যন্ত সীমিত বিমান চলাচল করছে। এই পরিস্থিতিতে বার্টি টুর্নামেন্টে যোগ দিতে চাইলে, তাঁকে সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে । এবং নিয়ম অনুযায়ী সফর শেষে অস্ট্রেলিয়ায় ফিরে দুই সপ্তাহ কোয়ারানটিনে থাকতে হবে।

ব্রিসবেন, 30 জুলাই : কোরোনা ভাইরাস প্যানডেমিকের জের। US ওপেন থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার টেনিস তারকা অ্যাশ বার্টি। 31 অগাস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এই গ্র্যান্ড স্ল্যামের দিন নির্ধারণ করা হয়েছে । কিন্তু, বর্তমান পরিস্থিতিতে ভ্রমণ এড়াতে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান 24 বছর বয়সি এই অস্ট্রেলিয়ান টেনিস তারকা । একটি বিবৃতিতে বার্টি জানান, " এবছর US, ওয়েস্টার্ন এবং সাদার্ন ওপেনের জন্য ভ্রমণ করব না বলে সিদ্ধান্ত নিয়েছি।"

তিনি বলেন, "প্রতিযোগিতাগুলিকে আমি অত্যন্ত ভালোবাসি, তাই এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। কিন্তু কোরোনা ভাইরাসের কারণে আমি নিজেকে ও দলকে বিপদের মুখে ফেলতে চাই না। আসন্ন টুর্নামেন্টের জন্য USTA-কে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি পরের বছর অ্যামেরিকায় ফিরতে পারব। " গতবছর ফরাসি ওপেন সিঙ্গেলস মেজরে শিরোপা জিতে নেন বার্টি ।

বুধবার প্রাথমিক নাম নথিভুক্তকরণের তালিকায়- সেরেনা উইলিয়ামস, কোকো গফ, নোভাক জকোভিচ, রাফায়েল নাদালের নাম থাকলেও, তালিকায় নাম ছিল না দুইবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাওমি ওসাকা, 2019 এর ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিয়াংকা এন্ড্রয়েডস্কু এবং অ্যাশ বার্টির । তবে এই তালিকায় নাম না থাকলেই যে খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নেবেন না, এমন নয় ।

প্রসঙ্গত, কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে অস্ট্রেলিয়ায় সমস্ত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রাখা হয়েছে এবং অত্যন্ত সীমিত বিমান চলাচল করছে। এই পরিস্থিতিতে বার্টি টুর্নামেন্টে যোগ দিতে চাইলে, তাঁকে সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে । এবং নিয়ম অনুযায়ী সফর শেষে অস্ট্রেলিয়ায় ফিরে দুই সপ্তাহ কোয়ারানটিনে থাকতে হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.