ETV Bharat / sports

Virat Kohli : শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন বিরাট - Mohammed Shami

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত ৷ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার পাকিস্তানের কাছে হার ৷ সমালোচিত হন বিরাটররা ৷ রবিবার নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কোহলি অ্যান্ড কোং ৷

Virat Kohli
শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন বিরাট
author img

By

Published : Oct 30, 2021, 7:33 PM IST

দুবাই, 30 অক্টোবর : বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পর্যুদস্ত হওয়ার পর সোশ্যাল মিডিয়া মহম্মদ শামির ধর্মের প্রসঙ্গ তুলে আক্রমণ করেছিল অনেকে ৷ কিউয়ি ম্যাচের প্রাক সাংবাদিক বৈঠকে সতীর্থদের পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন বিরাট কোহলি ৷ সমালোচকদের মেরুদণ্ডহীন অ্যাখ্যা দেন ক্যাপ্টেন কোহলি ৷

বিশ্বকাপের সুপার 12-র প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 10 উইকেটে হারে ভারত ৷ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ৷ এর আগে ওয়ান ডে এবং টি-20 বিশ্বকাপ মিলিয়ে 12 বারের সাক্ষাতে প্রতিবারই জিতেছিল ভারত ৷ কিন্তু গত রবিবার দুবাইয়ে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয়ের স্বাদ পায় পাকিস্তান ৷ সমালোচিত হন বিরাটরা ৷ শামির ধর্ম নিয়ে সোশ্যাল মিডিয়া দাঁত-নখ বের করতে দেখা যায় কয়েকজনকে ৷

আরও পড়ুন : রবিবার 'কিউয়ি বধ' করতে মরিয়া বিরাটবাহিনী

তাদের উদ্যেশেই শনিবার কোহলি বলেন, "মানুষ হিসেবে কারওর ধর্ম নিয়ে আক্রমণ করা অত্যন্ত নীচু মানসিকতার পরিচিয় ৷ আমাদের মাঠে নেমে ক্রিকেট খেলার যথেষ্ট কারণ রয়েছে। এক দল মেরুদণ্ডহীন মানুষ কী বলল তাতে আমাদের যায় আসে না। ওদের কোনও দিন সামনে এসে কিছু বলার ক্ষমতা নেই। মানবিকতার সব থেকে নিচু স্তর দেখতে পেলাম। মানুষ সব থেকে খারাপ কাজ যদি কিছু করতে পারে, তা হলে সেটা হল ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা।”

রবিবার নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কোহলি অ্যান্ড কোং ৷ টি-20 বিশ্বকাপে এখনও পর্যন্ত নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে জয়ের স্বাদ পায়নি ভারত ৷ আড়াই বছর আগে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছিল বিরাট কোহলিদের ৷ রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে কোহলিদের সামনে সেই কিউয়িবাহিনী ৷ টি-20 বিশ্বকাপের প্রথম ম্য়াচে পাকিস্তানের কাছে হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে জেতাটা অত্যন্ত জরুরি কোহলিদের ৷

দুবাই, 30 অক্টোবর : বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পর্যুদস্ত হওয়ার পর সোশ্যাল মিডিয়া মহম্মদ শামির ধর্মের প্রসঙ্গ তুলে আক্রমণ করেছিল অনেকে ৷ কিউয়ি ম্যাচের প্রাক সাংবাদিক বৈঠকে সতীর্থদের পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন বিরাট কোহলি ৷ সমালোচকদের মেরুদণ্ডহীন অ্যাখ্যা দেন ক্যাপ্টেন কোহলি ৷

বিশ্বকাপের সুপার 12-র প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 10 উইকেটে হারে ভারত ৷ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ৷ এর আগে ওয়ান ডে এবং টি-20 বিশ্বকাপ মিলিয়ে 12 বারের সাক্ষাতে প্রতিবারই জিতেছিল ভারত ৷ কিন্তু গত রবিবার দুবাইয়ে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয়ের স্বাদ পায় পাকিস্তান ৷ সমালোচিত হন বিরাটরা ৷ শামির ধর্ম নিয়ে সোশ্যাল মিডিয়া দাঁত-নখ বের করতে দেখা যায় কয়েকজনকে ৷

আরও পড়ুন : রবিবার 'কিউয়ি বধ' করতে মরিয়া বিরাটবাহিনী

তাদের উদ্যেশেই শনিবার কোহলি বলেন, "মানুষ হিসেবে কারওর ধর্ম নিয়ে আক্রমণ করা অত্যন্ত নীচু মানসিকতার পরিচিয় ৷ আমাদের মাঠে নেমে ক্রিকেট খেলার যথেষ্ট কারণ রয়েছে। এক দল মেরুদণ্ডহীন মানুষ কী বলল তাতে আমাদের যায় আসে না। ওদের কোনও দিন সামনে এসে কিছু বলার ক্ষমতা নেই। মানবিকতার সব থেকে নিচু স্তর দেখতে পেলাম। মানুষ সব থেকে খারাপ কাজ যদি কিছু করতে পারে, তা হলে সেটা হল ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা।”

রবিবার নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কোহলি অ্যান্ড কোং ৷ টি-20 বিশ্বকাপে এখনও পর্যন্ত নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে জয়ের স্বাদ পায়নি ভারত ৷ আড়াই বছর আগে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছিল বিরাট কোহলিদের ৷ রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে কোহলিদের সামনে সেই কিউয়িবাহিনী ৷ টি-20 বিশ্বকাপের প্রথম ম্য়াচে পাকিস্তানের কাছে হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে জেতাটা অত্যন্ত জরুরি কোহলিদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.