দুবাই, 28 অক্টোবর : বিশ্বকাপে ভারতকে প্রথমবার হারানোর স্বাদ পেয়েছে পাকিস্তান ৷ বিরাট কোহলিদের হারিয়ে দেশকে জয় 'উপহার' দিয়েছে বাবর অ্যান্ড কোং ৷ টি-20 বিশ্বকাপ ফাইনালেও ভারত-পাক মহারণ চাইছেন বাবরদের কোচ সাকলিন মুস্তাক ৷
বিশ্বকাপে পাকিস্তান দলের কোচ সাকলিন বৃহস্পতিবার বলেন, "ফাইনালেও দুই দেশের দেখা হলে দারুণ হবে ৷ দুই দেশ আরও বেশি করে ম্যাচ খেলুক। এই ম্যাচের হাত ধরে সংহতির বার্তা দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে ৷" লিগের প্রথম ম্যাচেই ভারতকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান।
বিরাটদের ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাবরবাহিনী। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পেয়েছে পাকিস্তান ৷ ওয়ান ডে ও টি-20 বিশ্বকাপ মিলিয়ে মোট 13 বারের সাক্ষাতে ভারতের বিরুদ্ধে প্রথম জয়ের স্বাদ পায় 'মেন ইন গ্রিন'। এর আগে 12 বারের লড়াইয়ে প্রতিবারই হেরেছে পাকিস্তান ৷ স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পাকব্রিগেড। বিশ্বকাপের পাকিস্তানের কাছে লজ্জার হার সত্ত্বেও বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা ২২ গজে লড়াইয়ের বাইরে সংহতির বার্তা দিয়েছেন ৷
ম্যাচের পর পাক ক্রিকেটারদের 'বিরাট' অভিনন্দন এবং বাবরদের সঙ্গে ধোনির ছবি সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ কুড়িয়েছে ৷ যা দেখে উচ্ছ্বসিত পাকিস্তান কোচ সাকলিন। তিনি মনে করেন, ফাইনালেও ভারত-পাকিস্তান লড়াই হলে দারুণ হবে ৷
আরও পড়ুন : ভারত-পাক ম্যাচ নিয়ে সারারাত সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি ভাজ্জি-আমিরের
আফগানিস্তান ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সাকলিন বলেন, "আগের ম্যাচে বিরাট কোহলি, এমএস ধোনি ও আমাদের খেলোয়াড়দের আলোচনা বার্তা দিয়েছে, আমরা সবাই মানুষ ৷ আমরা একে অপরকে ভালবাসি ৷ আর এটা কেবলমাত্র একটা ম্যাচ ৷ এটা বন্ধুত্বের জয় এবং শত্রুতার হার ৷" শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে পাকিস্তান ৷ আর রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত ৷