ETV Bharat / sports

T20 World Cup : নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে নিউজিল্যান্ড - Namibia

সুপার-12 এর ম্য়াচে 52 রানে নামিবিয়াকে পরাস্ত করল কেন উইলিয়ামসনরা ৷

T20 World Cup
নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছাকাছি নিউজিল্যান্ড
author img

By

Published : Nov 5, 2021, 6:53 PM IST

Updated : Nov 5, 2021, 7:21 PM IST

শারজা, 5 নভেম্বর : নামিবিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের আরও কাছে পৌঁছে গেল নিউজিল্যান্ড ৷ এদিন শারজায় টসে জিতে কিউয়িদের ব্যাট করতে পাঠায় নামিবিয়া ৷ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 163 রান তোলে নিউজিল্যান্ড ৷ তিন ওভার হাত ঘুরিয়ে মাত্র 15 রান দেন নামিবিয়ার বোলার বার্নার্ড স্কল্চ ৷ তুলে নেন ভয়ঙ্কর হতে বলা ড্যারেল মিচেলের উইকেট ৷

আরও পড়ুন : আফগান-বধের নায়ক রোহিত-রাহুলকে ফুল মার্কস লিটল মাস্টারের

পরে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল নামিবিয়া ৷ ওপেনিং জুটিতে মাত্র 7 ওভারে 47 রান তোলে তারা ৷ 22 বলে 21 রান করেন স্টেফান বার্ড, 25 বলে 25 করেন ভ্য়ান লিনগেন ৷ তাঁরা প্যাভিলিয়নে ফেরার পর জ্যান গ্রিন (27 বলে 23) খানিক চেষ্টা করলেও বোল্ট-সাউদির দাপটে ম্যাচ ততক্ষণে কিউয়িদের পকেটে ঢুকে গিয়েছে ৷

সুপার 12-এর বি গ্রুপে চার ম্য়াচ শেষে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন কেন উইলিয়ামসনরা ৷ অন্য়দিকে 3 ম্যাচের একটি জিতে চারে রয়েছে টিম ইন্ডিয়া ৷ আফগানদের বিরুদ্ধে বিরাট জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে কোহলিদের ৷ সেমিফাইনালের দৌড়ে থাকতে আজ স্কটল্যান্ডকে বড় ব্য়বধানে হারাতেই হবে বিরাট-রোহিতদের ৷ নয়তো বি-গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিতে পৌঁছে যাবে নিউজিল্য়ান্ড-আফগানিস্তান ম্য়াচের বিজয়ী ৷

শারজা, 5 নভেম্বর : নামিবিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের আরও কাছে পৌঁছে গেল নিউজিল্যান্ড ৷ এদিন শারজায় টসে জিতে কিউয়িদের ব্যাট করতে পাঠায় নামিবিয়া ৷ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 163 রান তোলে নিউজিল্যান্ড ৷ তিন ওভার হাত ঘুরিয়ে মাত্র 15 রান দেন নামিবিয়ার বোলার বার্নার্ড স্কল্চ ৷ তুলে নেন ভয়ঙ্কর হতে বলা ড্যারেল মিচেলের উইকেট ৷

আরও পড়ুন : আফগান-বধের নায়ক রোহিত-রাহুলকে ফুল মার্কস লিটল মাস্টারের

পরে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল নামিবিয়া ৷ ওপেনিং জুটিতে মাত্র 7 ওভারে 47 রান তোলে তারা ৷ 22 বলে 21 রান করেন স্টেফান বার্ড, 25 বলে 25 করেন ভ্য়ান লিনগেন ৷ তাঁরা প্যাভিলিয়নে ফেরার পর জ্যান গ্রিন (27 বলে 23) খানিক চেষ্টা করলেও বোল্ট-সাউদির দাপটে ম্যাচ ততক্ষণে কিউয়িদের পকেটে ঢুকে গিয়েছে ৷

সুপার 12-এর বি গ্রুপে চার ম্য়াচ শেষে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন কেন উইলিয়ামসনরা ৷ অন্য়দিকে 3 ম্যাচের একটি জিতে চারে রয়েছে টিম ইন্ডিয়া ৷ আফগানদের বিরুদ্ধে বিরাট জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে কোহলিদের ৷ সেমিফাইনালের দৌড়ে থাকতে আজ স্কটল্যান্ডকে বড় ব্য়বধানে হারাতেই হবে বিরাট-রোহিতদের ৷ নয়তো বি-গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিতে পৌঁছে যাবে নিউজিল্য়ান্ড-আফগানিস্তান ম্য়াচের বিজয়ী ৷

Last Updated : Nov 5, 2021, 7:21 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.