ETV Bharat / sports

Meer Ranjan Negi: 7 গোল খেয়ে পাশে পাননি সহ-খেলোয়াড়দেরও, শামির পাশে মীররঞ্জন নেগি - T20 WC

পাকিস্তান ম্যাচ হারের দায় ভারতীয় সমর্থকদের একাংশ মহম্মদ শামির উপর চাপিয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যা নিয়ে এবার শামির পাশে দাঁড়ালেন ভারতীয় হকি দলের প্রাক্তন গোলকিপার মীররঞ্জন নেগি ৷

Meer Ranjan Negi Stands for Mohammad Shami
‘‘সিবিআই তদন্তের ভয় দেখানো হয়েছিল’’, শামির পাশে দাঁড়ালেন মীর রঞ্জন নেগি
author img

By

Published : Oct 28, 2021, 5:48 PM IST

Updated : Oct 28, 2021, 6:12 PM IST

কলকাতা, 28 অক্টোবর : পাকিস্তানের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে নাস্তানাবুদ হতে হয়েছে ভারতীয় দলকে ৷ 13 বল বাকি থাকতে 10 উইকেটে হারতে হয়েছে মেন ইন ব্লু-কে ৷ আর সোশ্যাল মিডিয়ায় গুটিকতক সমালোচক সেই হারের সব দায় চাপিয়েছে ভারতীয় দলের পেসার মহম্মদ শামির উপর ৷ দেশদ্রোহী থেকে পাকিস্তানি, এমন কোনও মন্তব্য নেই যা শামিকে উদ্দেশ্য করে বলা হয়নি ৷ সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার শামির পাশে দাঁড়িয়েছে তাঁর সতীর্থ থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং অগুণিত ভারতীয় ৷ কিন্তু, 1982 সালে দিল্লিতে হকি এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে হারের সব দায় গিয়ে পড়েছিল গোলকিপার মীররঞ্জন নেগির উপর ৷ সেদিন গোটা দেশ তাঁকে সমালোচনার তিরে বিদ্ধ করেছিল ৷ তফাত একটাই সমালোচনার সঙ্গে শামি তাঁর সতীর্থ, বোর্ড এবং অসংখ্য মানুষকে পাশে পেয়েছিলেন ৷ কিন্তু, মীররঞ্জন নেগির সতীর্থরাও সেদিন তাঁর হয়ে কথা বলেননি ৷

মহম্মদ শামির মনে মধ্যে কী চলছে, তা তিনি বুঝতে পারছেন বলে জানিয়েছেন নেগি ৷ তিনি বলেন, ‘‘সামাজিকভাবে একঘরে হওয়ার পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল আমাকে ৷ বাড়ি থেকে বেরোলেই লোক আমার বিরুদ্ধে পাকিস্তানের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করত ৷ ট্যাক্সিচালক, অফিসের সহকর্মী এবং আত্মীয়স্বজন সকলেই আমাকে বিশ্বাসঘাতক হিসেবে দেখত ৷ অসহ্য হতাশাজনক পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হয়েছিল ৷’’ আর শামির প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দেশের হয়ে এতদিন ঘাম রক্ত ঝড়ানো পারফরমেন্সের মূল্যায়ন একদিনের খারাপ বোলিং দিয়ে করা হচ্ছে ৷ আঁতসকাচের তলায় ফেলা হচ্ছে শামির পারফরমেন্সকে ৷’’

আরও পড়ুন : Mohammed Shami : কঠিন সময় বোর্ডকে পাশে পেলেন শামি

যা 39 বছর আগের দিনগুলিতে ফিরিয়ে নিয়ে গিয়েছে ভারতীয় দলের প্রাক্তন গোলকিপারকে ৷ 1982 সালে দিল্লি এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজয়ের যাবতীয় দায় সেদিন তাঁর উপর চাপানো হয়েছিল ৷ ড্রেসিংরুমের সমালোচনা নয়, তাঁকে ক্ষতবিক্ষত করেছিল বাইরের জগতের নিরন্তর সমালোচনা ৷ তাঁরই জীবন নিয়ে তৈরি হয়েছিল কবীর খানের চরিত্র ৷ যেখানে অভিনয় করেছিলেন শাহরুখ খান ৷

আরও পড়ুন : ICC T20 Rankings : বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের পর ব়্যাঙ্কিংয়ে পিছলেন বিরাট

সে নিয়ে প্রাক্তন হকি তারকা বলেন, ‘‘সিনেমায় দেখে আপনাদের সেদিনের পরিস্থিতি আন্দাজ করা সম্ভব নয় ৷ রিল এবং রিয়েলের মধ্যে যে বিস্তর ফারাক ৷ লোকে ধরেই নিয়েছিল পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে ম্যাচ ছেড়ে ছিলাম ৷ সেইসময় গোলরক্ষকদের মাথায় হেলমেট থাকলেও মুখ ঢাকা থাকত না ৷ সেবার রঙিন টিভিতে খেলা দেখানো হয়েছিল ৷ ছবি বেরিয়েছিল সংবাদপত্রে ৷ ফলে সহজেই আমাকে চিনে নিত পথচলতি মানুষ ৷ ট্যাক্সিতে চড়লে ট্যাক্সিচালক বলত কত টাকা নিয়েছি ? কাজ করার দরকার কি, পাকিস্তানের কাছ থেকে প্রচুর অর্থ পেয়েছি ৷ কাস্টমসে চাকরি করতাম ৷ অফিসে সহকর্মীরা কথা তো বলতেন না ৷ বরং সিবিআই তদন্তের মুখে পড়তে হবে বলে আতঙ্কের মধ্যে ফেলে দিতেন ৷ আত্মীয়স্বজনরা পরিচয় দিতেন না ৷ এমনকি ভারতীয় দলের সহ-খেলোয়াড়রাও কেউ পাশে দাঁড়াননি ৷’’

আরও পড়ুন : Waqar Younis : কারও ভাবাবেগে আঘাত করা উদ্দেশ্য ছিল না, নমাজ-মন্তব্যে ক্ষমা চাইলেন ওয়াকার

আর টি-20 বিশ্বকাপে ভারতের হারের পর শামির উপরে ব্যর্থতার দায় চাপিয়ে দিচ্ছে ভারতীয়দের একাংশ ৷ এনিয়ে নেগির মত, ‘‘সেদিন কি শুধু শামি খারাপ খেলেছে ? তা তো নয় ৷ পুরো দলটা ব্যর্থ হয়েছিল ৷ প্রথমেই দু’টো উইকেট দ্রুত পড়ে যাওয়ার ধাক্কা ভারতীয় দল সামলাতে পারেনি ৷ বলুন তো কোনও খেলোয়াড় হারতে মাঠে নামে ৷ তাই শামিকে দোষ দেওয়া ঠিক হচ্ছে না ৷ ওর বিরুদ্ধে খেলার বাইরের যে অভিযোগ করা হচ্ছে, সেটাও অন্যায় হচ্ছে ৷ সম্মেলিত প্রতিবাদ দরকার ৷’’ প্রায় একই সঙ্গে যোগ করলেন, ‘‘শামি তুমি যদি সঠিক থাক এইসব সমালোচনায় পাত্তা দিও না ৷ একটা ম্যাচে খারাপ হয়েছে ৷ দুঃস্বপ্নের মতো ভুলে যাও ৷ হাতে সময় রয়েছে, ম্যাচ রয়েছে ৷ বল হাতে প্রত্যয়ের সঙ্গে ঘুরে দাঁড়াও ৷ রান আপ থেকে দৌড় শুরু করো আত্মবিশ্বাসী ভঙ্গিতে ৷ দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে ৷’’ মিথ্যা অভিযোগ সরিয়ে ঘুরে দাঁড়ানো মানুষটি সহমর্মিতার হাত বাড়িয়ে দেন ভারতীয় পেসারের দিকে ৷

কলকাতা, 28 অক্টোবর : পাকিস্তানের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে নাস্তানাবুদ হতে হয়েছে ভারতীয় দলকে ৷ 13 বল বাকি থাকতে 10 উইকেটে হারতে হয়েছে মেন ইন ব্লু-কে ৷ আর সোশ্যাল মিডিয়ায় গুটিকতক সমালোচক সেই হারের সব দায় চাপিয়েছে ভারতীয় দলের পেসার মহম্মদ শামির উপর ৷ দেশদ্রোহী থেকে পাকিস্তানি, এমন কোনও মন্তব্য নেই যা শামিকে উদ্দেশ্য করে বলা হয়নি ৷ সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার শামির পাশে দাঁড়িয়েছে তাঁর সতীর্থ থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং অগুণিত ভারতীয় ৷ কিন্তু, 1982 সালে দিল্লিতে হকি এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে হারের সব দায় গিয়ে পড়েছিল গোলকিপার মীররঞ্জন নেগির উপর ৷ সেদিন গোটা দেশ তাঁকে সমালোচনার তিরে বিদ্ধ করেছিল ৷ তফাত একটাই সমালোচনার সঙ্গে শামি তাঁর সতীর্থ, বোর্ড এবং অসংখ্য মানুষকে পাশে পেয়েছিলেন ৷ কিন্তু, মীররঞ্জন নেগির সতীর্থরাও সেদিন তাঁর হয়ে কথা বলেননি ৷

মহম্মদ শামির মনে মধ্যে কী চলছে, তা তিনি বুঝতে পারছেন বলে জানিয়েছেন নেগি ৷ তিনি বলেন, ‘‘সামাজিকভাবে একঘরে হওয়ার পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল আমাকে ৷ বাড়ি থেকে বেরোলেই লোক আমার বিরুদ্ধে পাকিস্তানের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করত ৷ ট্যাক্সিচালক, অফিসের সহকর্মী এবং আত্মীয়স্বজন সকলেই আমাকে বিশ্বাসঘাতক হিসেবে দেখত ৷ অসহ্য হতাশাজনক পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হয়েছিল ৷’’ আর শামির প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দেশের হয়ে এতদিন ঘাম রক্ত ঝড়ানো পারফরমেন্সের মূল্যায়ন একদিনের খারাপ বোলিং দিয়ে করা হচ্ছে ৷ আঁতসকাচের তলায় ফেলা হচ্ছে শামির পারফরমেন্সকে ৷’’

আরও পড়ুন : Mohammed Shami : কঠিন সময় বোর্ডকে পাশে পেলেন শামি

যা 39 বছর আগের দিনগুলিতে ফিরিয়ে নিয়ে গিয়েছে ভারতীয় দলের প্রাক্তন গোলকিপারকে ৷ 1982 সালে দিল্লি এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজয়ের যাবতীয় দায় সেদিন তাঁর উপর চাপানো হয়েছিল ৷ ড্রেসিংরুমের সমালোচনা নয়, তাঁকে ক্ষতবিক্ষত করেছিল বাইরের জগতের নিরন্তর সমালোচনা ৷ তাঁরই জীবন নিয়ে তৈরি হয়েছিল কবীর খানের চরিত্র ৷ যেখানে অভিনয় করেছিলেন শাহরুখ খান ৷

আরও পড়ুন : ICC T20 Rankings : বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের পর ব়্যাঙ্কিংয়ে পিছলেন বিরাট

সে নিয়ে প্রাক্তন হকি তারকা বলেন, ‘‘সিনেমায় দেখে আপনাদের সেদিনের পরিস্থিতি আন্দাজ করা সম্ভব নয় ৷ রিল এবং রিয়েলের মধ্যে যে বিস্তর ফারাক ৷ লোকে ধরেই নিয়েছিল পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে ম্যাচ ছেড়ে ছিলাম ৷ সেইসময় গোলরক্ষকদের মাথায় হেলমেট থাকলেও মুখ ঢাকা থাকত না ৷ সেবার রঙিন টিভিতে খেলা দেখানো হয়েছিল ৷ ছবি বেরিয়েছিল সংবাদপত্রে ৷ ফলে সহজেই আমাকে চিনে নিত পথচলতি মানুষ ৷ ট্যাক্সিতে চড়লে ট্যাক্সিচালক বলত কত টাকা নিয়েছি ? কাজ করার দরকার কি, পাকিস্তানের কাছ থেকে প্রচুর অর্থ পেয়েছি ৷ কাস্টমসে চাকরি করতাম ৷ অফিসে সহকর্মীরা কথা তো বলতেন না ৷ বরং সিবিআই তদন্তের মুখে পড়তে হবে বলে আতঙ্কের মধ্যে ফেলে দিতেন ৷ আত্মীয়স্বজনরা পরিচয় দিতেন না ৷ এমনকি ভারতীয় দলের সহ-খেলোয়াড়রাও কেউ পাশে দাঁড়াননি ৷’’

আরও পড়ুন : Waqar Younis : কারও ভাবাবেগে আঘাত করা উদ্দেশ্য ছিল না, নমাজ-মন্তব্যে ক্ষমা চাইলেন ওয়াকার

আর টি-20 বিশ্বকাপে ভারতের হারের পর শামির উপরে ব্যর্থতার দায় চাপিয়ে দিচ্ছে ভারতীয়দের একাংশ ৷ এনিয়ে নেগির মত, ‘‘সেদিন কি শুধু শামি খারাপ খেলেছে ? তা তো নয় ৷ পুরো দলটা ব্যর্থ হয়েছিল ৷ প্রথমেই দু’টো উইকেট দ্রুত পড়ে যাওয়ার ধাক্কা ভারতীয় দল সামলাতে পারেনি ৷ বলুন তো কোনও খেলোয়াড় হারতে মাঠে নামে ৷ তাই শামিকে দোষ দেওয়া ঠিক হচ্ছে না ৷ ওর বিরুদ্ধে খেলার বাইরের যে অভিযোগ করা হচ্ছে, সেটাও অন্যায় হচ্ছে ৷ সম্মেলিত প্রতিবাদ দরকার ৷’’ প্রায় একই সঙ্গে যোগ করলেন, ‘‘শামি তুমি যদি সঠিক থাক এইসব সমালোচনায় পাত্তা দিও না ৷ একটা ম্যাচে খারাপ হয়েছে ৷ দুঃস্বপ্নের মতো ভুলে যাও ৷ হাতে সময় রয়েছে, ম্যাচ রয়েছে ৷ বল হাতে প্রত্যয়ের সঙ্গে ঘুরে দাঁড়াও ৷ রান আপ থেকে দৌড় শুরু করো আত্মবিশ্বাসী ভঙ্গিতে ৷ দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে ৷’’ মিথ্যা অভিযোগ সরিয়ে ঘুরে দাঁড়ানো মানুষটি সহমর্মিতার হাত বাড়িয়ে দেন ভারতীয় পেসারের দিকে ৷

Last Updated : Oct 28, 2021, 6:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.