ETV Bharat / sports

IND vs SCO Preview : স্কটিশদের বিরুদ্ধে রান রেট বাড়ানোর লক্ষ্যে মাঠে নামবেন কোহলিরা - টিম ইন্ডিয়া

সুপার 12-র প্রথম চারটি ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে পাকিস্তান ৷ সম সংখ্যক ম্যাচ খেলে 2টি জিতে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান ৷ চার ম্যাচে 2টি জিতে তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড ৷ আর 3 ম্যাচের একটি জিতে চারে রয়েছে টিম ইন্ডিয়া ৷

IND vs SCOT Preview
স্কটিশদের বিরুদ্ধে রান রেট বাড়ানোর লক্ষ্যে মাঠে নামবেন কোহলিরা
author img

By

Published : Nov 4, 2021, 9:43 PM IST

দুবাই, 4 নভেম্বর : আফগানদের বড় ব্যবধানে হারিয়ে স্কটিশদের বিরুদ্ধে মাঠে নামছে কোহলি অ্যান্ড কোং ৷ সেমিফাইনালের লড়াইয়ে ভেসে থাকতে বিরাটদের প্রতিটি ম্য়াচই এখন 'ডু অর ডাই' ৷ দুবাইয়ে প্রথম দুটি ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত ৷ শুক্রবারই এখানেই স্কটল্যান্ডের মুখোমুখি টিম কোহলি ৷

মরু শহরে বিশ্বকাপে সুপার 12-র প্রথম দুটি ম্যাচে হেরে খাদের কিনারায় ছিল ভারতীয় দল ৷ প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 10 উইকেটে পর্যুদস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও কিউয়িদের কাছে হারে কোহলি অ্যান্ড কোং ৷ তবে বুধবার আবু ধাবিতে তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে 66 রানে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া ৷ সেই সঙ্গে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকে বিরাটবাহিনী ৷

প্রথম দুটি ম্যাচে খেলার সুযোগ না-পেলেও আফগানদের বিরুদ্ধে সুযোগ পেয়েই দারুণভাবে কাজে লাগান রবিচন্দ্রন অশ্বিন ৷ চার ওভারে মাত্র 14 রান দিয়ে 2টি উইকেট তুলে নিয়ে সমালোচনার জবাব দেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অফ-স্পিনার ৷ ম্যাচের পর অশ্বিনের দলে ফেরাকে ইতিবাচক বলে মন্তব্য করেন ক্যাপ্টেন কোহলি ৷ বিরাট জানিয়েছিলেন, "অশ্বিনের দলে ফেরাটা অত্যন্ত ইতিবাচক ৷ ও দারুণ পারফর্ম করেছে ৷ আইপিএলের ছন্দও বিশ্বকাপে ধরে রেখেছে ৷" অশ্বিন শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে ৷ সাড়ে চার মাস পর ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন অশ্বিন ৷

আফগানিস্তানকে 66 রানে হারিয়ে রান-রেটে কিছুটা হলেও বাড়িয়েছে টিম কোহলি ৷ তবে সেমিফাইনালের দৌড়ে থাকতে হলে শেষ দুটি ম্যাচ অর্থাৎ স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারালেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে ৷ গ্রুপ ওয়ান থেকে সুপার 12-র প্রথম চারটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান ৷ এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে যাওয়ার লড়াইয়ে ভারতের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান ৷

আরও পড়ুন : আফগান-বধের নায়ক রোহিত-রাহুলকে ফুল মার্কস লিটল মাস্টারের

সুপার 12-র প্রথম চারটি ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে পাকিস্তান ৷ সম সংখ্যক ম্যাচ খেলে 2টি জিতে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান ৷ চার ম্যাচে 2টি জিতে তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড ৷ আর 3 ম্যাচের একটি জিতে চারে রয়েছে টিম ইন্ডিয়া ৷ আফগানদের বিরুদ্ধে বিরাট জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে কোহলিদের ৷ ব্যাট ও বলে দারুণ পারফর্ম করেছে ৷ দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে 200 রানের গণ্ডি টপকেছিল ভারত ৷ 47 বলে 74 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন হিটম্য়ান ৷ আর 48 বলে 69 রান করেন রাহুল ৷ স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার ব্যাটারদের নিয়ে চিন্তায় থাকবে স্কটিশ বোলাররা ৷

দুবাই, 4 নভেম্বর : আফগানদের বড় ব্যবধানে হারিয়ে স্কটিশদের বিরুদ্ধে মাঠে নামছে কোহলি অ্যান্ড কোং ৷ সেমিফাইনালের লড়াইয়ে ভেসে থাকতে বিরাটদের প্রতিটি ম্য়াচই এখন 'ডু অর ডাই' ৷ দুবাইয়ে প্রথম দুটি ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত ৷ শুক্রবারই এখানেই স্কটল্যান্ডের মুখোমুখি টিম কোহলি ৷

মরু শহরে বিশ্বকাপে সুপার 12-র প্রথম দুটি ম্যাচে হেরে খাদের কিনারায় ছিল ভারতীয় দল ৷ প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 10 উইকেটে পর্যুদস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও কিউয়িদের কাছে হারে কোহলি অ্যান্ড কোং ৷ তবে বুধবার আবু ধাবিতে তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে 66 রানে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া ৷ সেই সঙ্গে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকে বিরাটবাহিনী ৷

প্রথম দুটি ম্যাচে খেলার সুযোগ না-পেলেও আফগানদের বিরুদ্ধে সুযোগ পেয়েই দারুণভাবে কাজে লাগান রবিচন্দ্রন অশ্বিন ৷ চার ওভারে মাত্র 14 রান দিয়ে 2টি উইকেট তুলে নিয়ে সমালোচনার জবাব দেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অফ-স্পিনার ৷ ম্যাচের পর অশ্বিনের দলে ফেরাকে ইতিবাচক বলে মন্তব্য করেন ক্যাপ্টেন কোহলি ৷ বিরাট জানিয়েছিলেন, "অশ্বিনের দলে ফেরাটা অত্যন্ত ইতিবাচক ৷ ও দারুণ পারফর্ম করেছে ৷ আইপিএলের ছন্দও বিশ্বকাপে ধরে রেখেছে ৷" অশ্বিন শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে ৷ সাড়ে চার মাস পর ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন অশ্বিন ৷

আফগানিস্তানকে 66 রানে হারিয়ে রান-রেটে কিছুটা হলেও বাড়িয়েছে টিম কোহলি ৷ তবে সেমিফাইনালের দৌড়ে থাকতে হলে শেষ দুটি ম্যাচ অর্থাৎ স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারালেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে ৷ গ্রুপ ওয়ান থেকে সুপার 12-র প্রথম চারটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান ৷ এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে যাওয়ার লড়াইয়ে ভারতের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান ৷

আরও পড়ুন : আফগান-বধের নায়ক রোহিত-রাহুলকে ফুল মার্কস লিটল মাস্টারের

সুপার 12-র প্রথম চারটি ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে পাকিস্তান ৷ সম সংখ্যক ম্যাচ খেলে 2টি জিতে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান ৷ চার ম্যাচে 2টি জিতে তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড ৷ আর 3 ম্যাচের একটি জিতে চারে রয়েছে টিম ইন্ডিয়া ৷ আফগানদের বিরুদ্ধে বিরাট জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে কোহলিদের ৷ ব্যাট ও বলে দারুণ পারফর্ম করেছে ৷ দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে 200 রানের গণ্ডি টপকেছিল ভারত ৷ 47 বলে 74 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন হিটম্য়ান ৷ আর 48 বলে 69 রান করেন রাহুল ৷ স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার ব্যাটারদের নিয়ে চিন্তায় থাকবে স্কটিশ বোলাররা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.