ETV Bharat / sports

T-20 World Cup: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া - West Indies

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেট রান রেটের বিচারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া ৷ অজিদের এই সেমিফাইনালে ওঠর ক্ষেত্রে এদিন বড় ভূমিকা পালন করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার পরের ম্যাচেটির রান রেট ও ফলাফল ৷ ম্যাচের সেরা ডেভিড ওয়ার্নার ৷

T-20 World Cup
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া, শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন গেইল
author img

By

Published : Nov 7, 2021, 7:56 AM IST

আবুধাবি, 7 নভেম্বর : শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া ৷ যদিও এক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার পরের ম্যাচেটির রান রেট ও ফলাফল নির্ণায়ক ভূমিকা পালন করেছে ৷ দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হারলেও, তাদের নির্দিষ্ট রানের মধ্যে বেঁধে রাখতে পারেনি প্রোটিয়ারা ৷ ফলে হিসেবের অঙ্কে লাভ হয় অস্ট্রেলিয়ার ৷ দিনের শেষে অজিরা পৌঁছে যায় সেমিফাইনালে ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 157 রান করে ওয়েস্ট ইন্ডিজ ৷ দলের হয়ে এদিন সর্বোচ্চ 31 বলে 44 রান করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড ৷ এই ম্যাচে 9 বলে মাত্র 15 রান করে আউট হন ক্রিস গেইল ৷ এভিন লুইস করেন 26 বলে 29 রান ৷ শিমরান হেটমেয়ার করেন 28 বলে 27 রান ৷

আরও পড়ুন : Eden Gardens : ইডেনের ব্যবস্থাপনায় খুশি নিউজিল্যান্ডের প্রতিনিধিরা

জবাবে ব্যাট করতে নেমে, 16 ওভার 2 বলে 161 রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া ৷ ডেভিড ওয়ার্নার করেন 56 বলে 89 রান ৷ মিচেল মার্শ করেন 32 বলে 53 রান ৷ ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার ৷

আবুধাবি, 7 নভেম্বর : শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া ৷ যদিও এক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার পরের ম্যাচেটির রান রেট ও ফলাফল নির্ণায়ক ভূমিকা পালন করেছে ৷ দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হারলেও, তাদের নির্দিষ্ট রানের মধ্যে বেঁধে রাখতে পারেনি প্রোটিয়ারা ৷ ফলে হিসেবের অঙ্কে লাভ হয় অস্ট্রেলিয়ার ৷ দিনের শেষে অজিরা পৌঁছে যায় সেমিফাইনালে ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 157 রান করে ওয়েস্ট ইন্ডিজ ৷ দলের হয়ে এদিন সর্বোচ্চ 31 বলে 44 রান করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড ৷ এই ম্যাচে 9 বলে মাত্র 15 রান করে আউট হন ক্রিস গেইল ৷ এভিন লুইস করেন 26 বলে 29 রান ৷ শিমরান হেটমেয়ার করেন 28 বলে 27 রান ৷

আরও পড়ুন : Eden Gardens : ইডেনের ব্যবস্থাপনায় খুশি নিউজিল্যান্ডের প্রতিনিধিরা

জবাবে ব্যাট করতে নেমে, 16 ওভার 2 বলে 161 রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া ৷ ডেভিড ওয়ার্নার করেন 56 বলে 89 রান ৷ মিচেল মার্শ করেন 32 বলে 53 রান ৷ ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.