ETV Bharat / sports

Aus vs SL : 'লঙ্কা জয়' করে সেমিফাইনালের পথে অজিবাহিনী

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল অস্ট্রেলিয়া ৷ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সাত উইকেট জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল অজিবাহিনী ৷ অস্ট্রেলিয়ার পরের ম্যাচ শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৷

Aus vs SL
'লঙ্কা জয়' করে সেমিফাইনালের পথে অজিবাহিনী
author img

By

Published : Oct 28, 2021, 10:50 PM IST

দুবাই, 28 অক্টোবর : প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল অস্ট্রেলিয়া ৷ দ্বিতীয় ম্যাচে 'লঙ্কা জয়' করে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল অজিবিগ্রেড ৷ এদিন শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারায় অ্যারন ফিঞ্চের দল ৷ 18 বল বাকি থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া ৷

আইপিএলে চূড়ান্ত অফ-ফর্মের জন্য শেষ পর্যন্ত দল থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলেন ৷ ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে মাত্র 1 রান করে ডাগ-আউটে ফিরেছিলেন ৷ এখানেই শেষ নয় ৷ বিশ্বকাপের সুপার 12-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল জিততেও ব্যাটে রান ছিল না ডেভিড ওয়ার্নারের ৷ তবে দ্বিতীয় ম্যাচেই তাঁর ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে হারাল অস্ট্রেলিয়া ৷ 42 বলে 10টি বাউন্ডারির সাহায্যে 65 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ওয়ার্নার ৷

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটি 70 রান যোগ করে জয়ের ভিত তৈরি করে ফেলেছিল অস্ট্রেলিয়া ৷ দলকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্বে দেন ক্যাপ্টেন অ্য়ারন ফিঞ্চ ৷ তবে মাত্র 23 বলে পাঁচটি বাউন্ডারি ও 2টি ছক্কা-সহ 37 রান করে আউট হন তিনি ৷ ফিঞ্চ ফিরলেও তাঁর কাঙ্খিত হাফ-সেঞ্চুরি পান ওয়ার্নার ৷ তাঁকে সঙ্গে দেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ৷ তাঁর ব্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে 155 রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া ৷ 26 বলে 28 রানে অপরাজিত থাকেন স্মিথ ৷ আর মাত্র 7 বলে 16 রানে অপরাজিত থাকেন মার্কাস স্টওনিস ৷

আরও পড়ুন : ফাইনালেও ভারত-পাক মহারণ চাইছেন সাকলিন

এর আগে প্রথমে ব্যাটিং করে 6 উইকেটে 154 রান তুলেছিল দ্বীপরাষ্ট্র ৷ তবে শ্রীলঙ্কাকে দেড়শোর মধ্যে বেঁধে রাখতে বড় ভূমিকা নেন অ্যাডাম জাম্পা ৷ প্রথম ম্যাচেও প্রোটিয়াদের বিরুদ্ধে দারুণ বোলিং করেছিলেন অজি লেগ-স্পিনার ৷ কুশল পেরেয়া 25 বলে 35 রানের ইনিংস খেলেন ৷ তাঁকে সঙ্গে দেন প্রথম ম্যাচে দুরন্ত হাফ-সেঞ্চুরি করা চরিত্র আসালঙ্কা ৷ বাংলাদেশের বিরুদ্ধে 80 রানের অপরাজিত ইনিংসকে খেলে দলকে জিতিয়েছিলেন তিনি ৷ এদিন অজি বোলারদের বিরুদ্ধে 27 বলে চারটি চার ও একটি ছয়-সহ 32 রান করেন আসালঙ্কা ৷

দুবাই, 28 অক্টোবর : প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল অস্ট্রেলিয়া ৷ দ্বিতীয় ম্যাচে 'লঙ্কা জয়' করে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল অজিবিগ্রেড ৷ এদিন শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারায় অ্যারন ফিঞ্চের দল ৷ 18 বল বাকি থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া ৷

আইপিএলে চূড়ান্ত অফ-ফর্মের জন্য শেষ পর্যন্ত দল থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলেন ৷ ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে মাত্র 1 রান করে ডাগ-আউটে ফিরেছিলেন ৷ এখানেই শেষ নয় ৷ বিশ্বকাপের সুপার 12-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল জিততেও ব্যাটে রান ছিল না ডেভিড ওয়ার্নারের ৷ তবে দ্বিতীয় ম্যাচেই তাঁর ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে হারাল অস্ট্রেলিয়া ৷ 42 বলে 10টি বাউন্ডারির সাহায্যে 65 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ওয়ার্নার ৷

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটি 70 রান যোগ করে জয়ের ভিত তৈরি করে ফেলেছিল অস্ট্রেলিয়া ৷ দলকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্বে দেন ক্যাপ্টেন অ্য়ারন ফিঞ্চ ৷ তবে মাত্র 23 বলে পাঁচটি বাউন্ডারি ও 2টি ছক্কা-সহ 37 রান করে আউট হন তিনি ৷ ফিঞ্চ ফিরলেও তাঁর কাঙ্খিত হাফ-সেঞ্চুরি পান ওয়ার্নার ৷ তাঁকে সঙ্গে দেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ৷ তাঁর ব্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে 155 রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া ৷ 26 বলে 28 রানে অপরাজিত থাকেন স্মিথ ৷ আর মাত্র 7 বলে 16 রানে অপরাজিত থাকেন মার্কাস স্টওনিস ৷

আরও পড়ুন : ফাইনালেও ভারত-পাক মহারণ চাইছেন সাকলিন

এর আগে প্রথমে ব্যাটিং করে 6 উইকেটে 154 রান তুলেছিল দ্বীপরাষ্ট্র ৷ তবে শ্রীলঙ্কাকে দেড়শোর মধ্যে বেঁধে রাখতে বড় ভূমিকা নেন অ্যাডাম জাম্পা ৷ প্রথম ম্যাচেও প্রোটিয়াদের বিরুদ্ধে দারুণ বোলিং করেছিলেন অজি লেগ-স্পিনার ৷ কুশল পেরেয়া 25 বলে 35 রানের ইনিংস খেলেন ৷ তাঁকে সঙ্গে দেন প্রথম ম্যাচে দুরন্ত হাফ-সেঞ্চুরি করা চরিত্র আসালঙ্কা ৷ বাংলাদেশের বিরুদ্ধে 80 রানের অপরাজিত ইনিংসকে খেলে দলকে জিতিয়েছিলেন তিনি ৷ এদিন অজি বোলারদের বিরুদ্ধে 27 বলে চারটি চার ও একটি ছয়-সহ 32 রান করেন আসালঙ্কা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.