কলকাতা, 13 জানুয়ারি: মহেন্দ্র সিং ধোনি, সচিন তেণ্ডুলকর, মেরি কমের বায়োপিক রিল দুনিয়ায় এসেছে । অপেক্ষায় ঝুলন গোস্বামী, সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বায়োপিক । শনিবার কলকাতায় সেন্ট্রাল অফ এক্সিলেন্সের উদ্বোধন করতে এসে যুবরাজ সিং জানিয়ে দিলেন, তাঁর বায়োপিকও আসতে চলেছে । সম্প্রতি অ্যানিম্যাল সিনেমাটি দেখেছেন বিশ্বজয়ী প্রাক্তন তারকা। সেখানে ভালো অভিনয় করেছেন রণবীর কাপুর । রুপোলি পর্দায় তাঁর ভূমিকায় রণবীরকে দেখলে খুশি হবেন । যদিও নাম ভূমিকায় কে অভিনয় করবেন সে ব্যাপারটি পরিচালকের উপরেই ছাড়তে চান তিনি ।
টি-20 দলে ফেরানো হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিকে । কুড়ি-বিশের ফরম্যাটে দু’জনকে ফেরানোর সিদ্ধান্তে অনেকেই খুশি নন, তবে সম্মতি রয়েছে যুবরাজের । বিরাট, রোহিতকে টি-20 দলে ফেরানোর কোনও ভুল নেই ? প্রতিক্রিয়ায় ‘কুছ তো লোগ কেহেঙ্গে, লোগোকা কাম হ্যায় কেহেনা’ গেয়ে সমালোচকদের একহাত নিলেন যুবি ।
2013 সালের পর কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারত । সেমিফাইনালে, ফাইনালে পৌঁছেও হেরে যাচ্ছে । 2023 ক্রিকেট বিশ্বকাপ ফাইনালেও একই অবস্থা হয়েছে । এদিন যুবরাজ সিং ইঙ্গিত দিলেন, তিনি ভারতীয় দলের মেন্টর হতে চান, ক্রিকেটারদের মানসিকভাবে তৈরি করার জন্য । যাতে ভারত নক-আউট ম্যাচে চাপ সামলাতে পারে । তিনি আরও বলেন, "অস্ট্রেলিয়া ছ’টা বিশ্বকাপ জিতেছে । আমরা মাত্র দু'টাে । চ্যাম্পিয়নশিপ কীভাবে জিততে হয়, এবার সময় এসেছে এটা নিয়ে কাজ করার ।" গোটা প্রতিযোগিতায় দুরন্ত খেলছে ভারত । কিন্তু সেমিফাইনাল, ফাইনালে গিয়ে আর পারছে না । "কিছু একটার অভাব নিশ্চয় হচ্ছে, শারীরিকভাবে সবাই প্রস্তুত । মানসিকভাবে প্রস্তুত কি না, সেই সিদ্ধান্ত তা দেখতে হবে", ব্যখ্যা বিশ্বজয়ীর ৷
আরও পড়ুন: