হায়দরাবাদ, 17 নভেম্বর: প্রতি বিশ্বকাপেই অস্তাচলে যান কিছু তারকা । তাঁদের জায়গা নিতে উদয় হয় নতুন তারার । কালের নিয়মে যুগ যুগ ধরে একই ছবি দেখে আসছে ফুটবলবিশ্ব । এই উদিত তারারা যে প্রতিষ্ঠা পেয়েই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আসেন তা নয় । অনেক সময় বিশ্বকাপের আসরই তাঁদের পাদপ্রদীপে নিয়ে আসে (FIFA World Cup Qatar 2022) ।
ফুটবল সম্রাট পেলে কিশোর বয়সেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আত্মপ্রকাশ করেছিলেন । সেইসময় নিতান্তই কিশোর । 1958 সালের বিশ্বকাপে নেমেই নজর কেড়েছিলেন তিনি । 2006 বিশ্বকাপের আগে জাত চেনালেও ক্রেসপো, স্যাভিল্লাদের ভীড়ে মাথা তুলেছিলেন লিও মেসি । তাঁকে ঠিকমতো ব্যবহার না-করায় কোচ পেকারম্যানকে 'পাকারম্যান' বলতেও ছাড়েননি ফুটবলবোদ্ধারা । গত বিশ্বকাপে প্রথমবার ফ্রান্সের হয়ে খেলতে নেমে কিলিয়ান এমবাপে তারকা হয়েছিলেন (Youngsters that could shine in World Cup) ।
এবারের ফিফা বিশ্বকাপেও এমন অনেক ফুটবলার রয়েছেন যাদের প্রতিভা সকলকে অবাক করে দিতে পারে । সেই সমস্ত তরুণদের ওপর ভর করে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে সেই দেশ । তাদের ডানায় চেপেই বিশ্বকে অবাক করে দিতে চাইছেন হেডস্যররা । যেমন স্পেনের গাভি, জার্মানির মৌকোকোকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন সমর্থকরা। তারকা ফুটবলারদের ভিড়ে এমন পাঁচ ফুটবলার রয়েছেন যারা ভবিষ্যতে তারকা হয়ে উঠতে পারেন । সেই তালিকায় রয়েছেন, কিছু অনামী ফুটবলাররাও । এটাই তাঁদের প্রথম বিশ্বকাপ ।
- গাভি (Gavi): স্পেনের এই ফুটবলার ইতিমধ্যেই বিশ্ব ফুটবলে বেশ পরিচিত নাম । ইতিমধ্যেই দেশের জার্সি গায়ে ইতিহাস গড়ে ফেলেছেন তিনি । কনিষ্ঠ ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে খেলেছেন এই মিডফিল্ডার । দেশের পাশাপাশি ফুটবল ক্লাব বার্সেলোনার হয়েও বড় ভূমিকা নিতে দেখা গিয়েছে গাভিকে । স্পেনের সাফল্যের ক্ষেত্রেও বড় বাজি হতে পারেন এই তরুণ ফুটবলার ।
- ইউসৌফা মৌকোকো (Youssoufa Moukoko): জার্মান তারকা টিমো ওয়ার্নারের চোট থাকায় দলে সুযোগ পেয়েছেন মৌকোকো । বরুশিয়া ডর্টমুন্ডের এই ফুটবলার হ্যান্সি ফ্লিকের দলের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন । তিনিই এই বিশ্বকাপের কনিষ্ঠ ফুটবলার । ক্যামেরুনে জন্ম হলেও 10 বছর বয়স থেকেই জার্মানিতে থাকতে শুরু করেন মৌকোকো । গতকাল ওমানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিলেন তিনি ।
- গারং কুওল (Garang Kuol): এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছেন কুওল । দক্ষিণ সুদানে জন্ম হলেও অস্ট্রেলিয়ায় চলে এসেছিলেন তিনি । বিশ্বকাপের পরেই প্রিমিয়র লিগের ক্লাব নিউক্যাসেল ইউনাইটেডে যোগ দেবেন । মরশুমের শুরুতে বার্সেলোনার বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলেছেন ।
- জিউসন বেনেট (Jewison Bennette): জিউসন কনিষ্ঠ ফুটবলার হিসেবে কোস্টারিকার হয়ে খেলে রেকর্ড গড়েছেন । গত বছর দেশের জার্সিতে অভিষেক হয়েছে বেনেটের । দেশের হয়ে 7 ম্যাচে 2 গোল করেছেন । ইংল্যান্ডের ক্লাব সান্দারল্যান্ডের হয়ে খেলছেন এই স্ট্রাইকার । কোস্টারিকার এই তরুণ স্ট্রাইকারকে রেখেই দল গড়েছেন কোচ ফার্নান্দো সুয়ারেজ ।
- বিলাল এল খানৌস (Bilal El Khannouss): বেলজিয়ামে জন্ম হলেও মরক্কোর হয়ে বিশ্বকাপে খেলবেন বিলাল । সিনিয়র পর্যায়ে আফ্রিকার এই দেশের হয়ে এখনও অভিষেক না-হলেও অ্যাটাকিং মিডফিল্ডার ভরসা জোগাচ্ছেন দলকে ।