চট্টোগ্রাম, 12 ডিসেম্বর: ‘‘আমার কাছে তুমি সর্বকালের সেরা (You are for Me The Greatest of All Time) ৷’’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) নিয়ে এক আবেগঘন পোস্টে এমনটাই জানালেন বিরাট কোহলি (Virat Kohli) ৷ তাঁর মতে, কোনও ট্রফি বা খেতাব না জেতা রোনাল্ডোর থেকে তাঁর ফুটবলের প্রতি অবদানকে কেড়ে নিতে পারবে না । তাই সিআর সেভেন (CR7)-কে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন বিরাট ৷
বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পর্তুগালের হারের পর মাঠেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কাঁদতে দেখা গিয়েছিল ৷ এক মুহূর্তে নিজেকে সামলে নিয়ে, ড্রেসিং রুমের দিকে এগিয়ে যান সিআর সেভেন ৷ তবে, টানেলের ভিতরে ঢোকার পর, আর নিজেকে সামলাতে পারেননি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ৷ বিশ্বকাপ ট্রফি অধরা থেকে যাওয়ার দুঃখ নিয়েই মাঠ ছাড়েন তিনি ৷ তবে, ক্রিকেট মাঠের ‘মর্ডান ডে মাস্টার’ (Modern Day Master)-এর কাছে সিআর সেভেন ‘সর্বকালের সেরা’ ৷ তা তিনি বিশ্বকাপ জিতুন বা না জিতুন ৷ সোশাল মিডিয়ায় বিরাট কোহলি তাঁর আবেগঘন পোস্টে সেকথাই উল্লেখ করেছেন ৷
-
(1/2) No trophy or any title can take anything away from what you’ve done in this sport and for sports fans around the world. No title can explain the impact you’ve had on people and what I and so many around the world feel when we watch you play. That’s a gift from god. pic.twitter.com/inKW0rkkpq
— Virat Kohli (@imVkohli) December 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">(1/2) No trophy or any title can take anything away from what you’ve done in this sport and for sports fans around the world. No title can explain the impact you’ve had on people and what I and so many around the world feel when we watch you play. That’s a gift from god. pic.twitter.com/inKW0rkkpq
— Virat Kohli (@imVkohli) December 12, 2022(1/2) No trophy or any title can take anything away from what you’ve done in this sport and for sports fans around the world. No title can explain the impact you’ve had on people and what I and so many around the world feel when we watch you play. That’s a gift from god. pic.twitter.com/inKW0rkkpq
— Virat Kohli (@imVkohli) December 12, 2022
বিরাট তাই টুইটে লিখেছেন, ‘‘কোনও ট্রফি বা খেতাব এই খেলার ও অনুরাগীদের প্রতি তোমার অবদানকে কেড়ে নিতে পারবে না ৷ মানুষের মধ্যে যে প্রভাব তুমি বিস্তার করেছ, তা কোনও ট্রফি দিয়ে ব্যাখ্যা করা যায় না ৷ যা আমি এবং আমার মতো অসংখ্য মানুষ তোমাকে খেলতে দেখার সময় অনুভব করেছি ৷ এটা ভগবানের দান ৷’’
প্রসঙ্গত, বিরাট কোহলির কাছে ক্রিশ্চিয়ানো রোনাল্ড একজন রোল মডেল ৷ তা তিনি বহুবার স্বীকার করেছেন ৷ তাই নিজের রোল মডেলকে উদ্দেশ্য করে বিরাট লিখেছেন, "এমন একজন ব্যক্তির জন্য একটি সত্যিকারের আশির্বাদ, যিনি প্রতিবার তাঁর হৃদয় দিয়ে খেলেন এবং এটা কঠোর পরিশ্রমের প্রতীক ৷ যে কোনও স্পোর্টস পার্সনের জন্য এটা অনুপ্রেরণা ৷ আমার কাছে তুমি সর্বকালের সেরা ৷"
আরও পড়ুন: বিশ্বকাপে নতুন সমর্থনের খোঁজে কলকাতা, দ্বিধাবিভক্ত ক্রীড়া প্রশাসকরা
তবে, জনসমক্ষে এটা প্রথমবার নয় ৷ বিরাট এর আগেও এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিজের রোল মডেল বলেছিলেন ৷ সেই সাক্ষাৎকারে বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়েছিল, ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে 1 জনের নাম বলতে হবে যাঁদের বিরাট আদর্শ বলে মনে করেন ৷ ক্রিকেট মাঠে অবশ্যই নামটা ছিল, সচিন তেন্ডুলকর ৷ আর ক্রিকেট মাঠের বাইরের ব্যক্তি ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ সঞ্চালকের প্রশ্ন ছিল, মেসি নয় কেন ? এই প্রশ্নের জবাবও ছিল অসাধারণ ৷
বিরাট বলেছিলেন, "মেসি একজন সুপারম্যান ৷ মাঠে নামলেই কিছু না কিছু করবেন ৷ ওঁর মধ্যে সুপার পাওয়ার আছে, ও ভগবানের সমান ৷ কিন্তু, রোনাল্ডো একজন রক্ত মাংসের মানুষ ৷ যাঁর জীবনে ওঠা-পড়া রয়েছে ৷ যাঁকে মাঠে নেমে প্রতিদিন নিজেকে প্রমাণ করে যেতে হয় ৷ যাঁকে রোজ সমালোচনার মুখে পড়তে হয় ৷ আর সেই লোকটা রোজ সমালোচকদের মুখ বন্ধ করে দিচ্ছেন, নিজের খেলা দিয়ে ৷ তাই রোনাল্ডো আমার কাছে আদর্শ ৷’’ তাই ‘আদর্শ’-এর চোখের জল দেখে নিজের আবেগ আটকতে পারলেন না ‘মর্ডান ডে মাস্টার’ ৷