ETV Bharat / sports

Year Ender 2022: বাইশে বাজিমাত জারিন-কমলের, ক্রীড়াক্ষেত্রে দেশের সেরা বারো - Virat Kohli

ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্য ক্রিকেট বা ব্যাডমিন্টনেই আর সীমাবদ্ধ নয় ৷ 2022 সাল সেটাই প্রমাণ করেছে ৷ বক্সিং, শুটিং, হকি এবং অ্যাথলেটিক্স ৷ সবক্ষেত্রে ভারত বিশ্বসেরা হওয়ার ক্ষমতা রাখে তা প্রমাণ করে দিয়েছে 2022 সাল (Success of India in World Sports) ৷ বছর শেষে (Year Ender 2022) সেই সকল বিশ্বজয়ের মুহূর্তগুলিকে ফিরে দেখল ইটিভি ভারত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 28, 2022, 9:31 PM IST

2022 সাল ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চে ভারতের জন্য একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে (Success of India in World Sports) ৷ যা সকল ভারতীয়র কাছে এক গর্বের বিষয় ৷ সেই সব সাফল্যকে বছর শেষে (Year Ender 2022) ফিরে দেখল ইটিভি ভারত ৷

India wins Thomas Cup Badminton for the first time
প্রথমবার থমাস কাপ ব্যাডমিন্টন জয় ভারতের

1. প্রথমবার থমাস কাপ ব্যাডমিন্টন জয়

2022 সালে ব্যাংককে থমাস কাপের আসর বসে ৷ প্রথমবার এই টুর্নামেন্ট জিতল ভারত ৷ লক্ষ্য সেনের নেতৃত্বে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল এই খেতাব জেতে ৷ 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ৷ ফাইনালে বিশ্বের 8 নম্বর জোনাথন খ্রিস্টিকে হারিয়ে দেশকে ঐতিহাসিক এই খেতাব জয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন কিদাম্বি শ্রীকান্ত ৷ এই ইতিহাসে নিজেদের অবদান রেখেছেন লক্ষ্য সেন এবং সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি/ চিরাগ শেট্টি জুটি ৷ এই টুর্নামেন্টে 3-0 ব্যবধানে ইন্দোনেশিয়াকে হারিয়ে ব্যাডমিন্টন চ্য়াম্পিয়নশিপে দলগতভাবে সোনা জেতে ভারতীয় শাটলারা ৷

Neeraj Chopra
বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের রুপোর পদক জেতেন নীরজ চোপড়া

2. নীরজ চোপড়া: বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে রুপো

ভারতের আকাশে নীরজ চোপড়া নামে একটি নক্ষত্র না জ্বলে উঠলে, জ্যাভলিন কোনওদিন এদেশে অন্তত জনপ্রিয় হত বলে মনে হয় না ৷ অলিম্পিকে ভারতকে সোনা জয়ের স্বাদ দেওয়ার পর, 2022 সালে বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের রুপোর পদক জেতেন নীরজ চোপড়া ৷ যা এ বছর নীরজের প্রথম ডায়মন্ডলিগ জয় ছিল ৷ তবে, নীরজের আক্ষেপ ছিল, অ্যান্ডারসন পিটার্সের বাধা তিনি অতিক্রান্ত করতে পারেননি ৷ মার্কিন মুলুকে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে ৷ যেখান নীরজ জ্যাভলিন ছুঁড়ে ছিলেন 86.37 মিটার ৷ আর তাঁর প্রতিপক্ষ প্রায় 4 মিটার বেশি দূরত্ব অতিক্রন করেছিলেন ৷ কিন্তু, তা সত্ত্বেও আন্তর্জাতিক স্তরে ভারতকে ফের একবার সম্মান এনে দিয়েছেন পানিপথের এই যুবক ৷

Mirabai Chanu
49 কেজি বিভাগে সোনা জেতেন তিনি

3. মীরাবাঈ চানু: কমনওয়েলথ গেমসে সোনা এবং ভারোত্তলোন বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়

কমনওয়েলথ গেমসে সোনা নিশ্চিত করেছিলেন ৷ এর পর 2022 সালে মীরাবাঈ চানু (Mirabai Chanu) ভারোত্তলোনে ভারতের ঝুলিতে একটি রুপো নিশ্চিত করেছেন ৷ কব্জির সমস্যা থাকা সত্ত্বেও, কলম্বিয়ায় আয়োজিত ভারোত্তলোনের 49 কেজি বিভাগের ফাইনাল রাউন্ডে রুপো নিশ্চিত করেন মীরাবাঈ চানু ৷ তবে, তাঁর 2022 সালের সেরা জয় বার্মিহ্যামে আয়োজিত কমনওয়েলথ গেমস ৷ যেখানে 49 কেজি বিভাগে সোনা জেতেন তিনি ৷ এবছরের কমনওয়েলথে এটাই ভারতের প্রথম সোনা ছিল ৷

Rudraksha Patil
পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জয়

4. রুদ্রাক্ষ পাতিল: পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জয়

ক্রীড়াক্ষেত্রে ভারতের সেরা সাফল্যের মধ্যে অন্যতম 10 মিটার এয়ার রাইফেল বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ৷ ইজিপ্টে আয়োজিত আইএসএসএফ শুটিং ওয়ার্ল্ড চ্য়াম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জেতেন ভারতের রুদ্রাক্ষ পাতিল ৷ যা 2022 সালে ভারতের অন্যচম সেরা মুহূর্ত ৷

Indian women's hockey team wins the Nations Cup
ভারতীয় মহিলা হকি দলের নেশনস কাপ জয়

5. ভারতীয় মহিলা হকি দলের নেশনস কাপ জয়

ভারতীয় মহিলা হকি দলের ‘চক দে’ মুহূর্ত এফআইএইচ নেশনস কাপ জয় ৷ 2022 সালে স্পেনে আয়োজিত এই টুর্নামেন্টে জয়ী হয়েছে ভারতীয় মহিলা হকি দল ৷ আর সেই সঙ্গে 2023-2024 সালে হতে চলা এফআইএইচ প্রো লিগে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন ভারতের মেয়েরা ৷ আন্তর্জাতিক মঞ্চে যা ভারতের সবচেয়ে বড় প্রাপ্তি 2022 সালে ৷

Nikhat Zarin
বার্মিংহ্যামে এবছর বক্সিংয়ে সোনা জিতেছেন তিনি

6. নিখাত জারিন: বক্সিং বিশ্ব চ্যাম্পিয়ন

ভারতীয় মহিলা বক্সার নিখাত জারিন 2022 সালে বক্সিং চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছেন ৷ 5-0 ফলাফলে টোকিয়োর প্রতিপক্ষকে হারিয়ে এই খেতাব জিতেছেন তিনি ৷ মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি-র পর নিখাত জারিন এই খেতাব জিতলেন ৷ জারিন এবছর কমনওয়েলথ গেমসে ভারতের অন্যতম সেরা অ্যাথলিটদের মধ্যে একজন ছিলেন ৷ বার্মিংহ্যামে এবছর বক্সিংয়ে সোনা জিতেছেন তিনি ৷

Commonwealth Games 2022
2022 বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য ছিল দেখার মতো

7. কমনওয়েলথ গেমস 2022: সোনার দৌড় ভারতের

2022 বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য ছিল দেখার মতো, মোট 61টি পদক জিতেছে ভারত ৷ যার মধ্যে সর্বাধিক 22 টি সোনা, 16 টি রুপো এবং 23 টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ যেখানে কুস্তি থেকে ভারতের 6টি সোনা এবং 5টি ব্রোঞ্জ জিতেছে ভারত ৷ ভারোত্তোলনে 10টি পদক জিতেছে ভালো ৷ যার মধ্যে 3টি সোনা রয়েছে ৷ আর একটি এসেছে বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে ৷ তাছাড়া মীরাবাঈ চানু ভারোত্তোলনে সোনা জিতেছিলেন ৷

Sarath Kamal
কমনওয়েলথ গেমসে 16 বছর পর টেবিল টেনিসে সোনা

8. শরথ কমল: কমনওয়েলথ গেমসে 16 বছর পর টেবিল টেনিসে সোনা

40 বছর বয়সে শরথ কমল কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন ৷ যা সবচেয়ে বেশি বয়সে সোনা জয়ের রেকর্ড ৷ সেই সঙ্গে 16 বছর পর কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে সোনা জিতেছে ভারত ৷ 2006 সালে মেলবোর্নে পুরু৷দের সিঙ্গলসে শেষবার সোনা এসেছিল ৷ মোট 3টি সোনার পদক জিতেছে ভারত ৷ সিঙ্গলস ছাড়া বাকি দু’টি হল পুরুষদের দলগত ইভেন্ট এবং মিক্সড ডবলস ৷

Virat Kohli
আন্তর্জাতিক কেরিয়ারের 72তম সেঞ্চুরি বিরাট কোহলির

9. বিরাট কোহলি

2019 সালে শেষ শতরান করার পর, 2022-এ দুবাইয়ে এশিয়াকাপ টি-20তে সেঞ্চুরি করেন রিবাট কোহলি (Virat Kohli) ৷ আর সম্প্রতি বাংলাদেশ সিরিজের শেষ একদিনের ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারের 72 তম সেঞ্চুরি করেন বিরাট ৷ যার পর বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন ৷ প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে ছাপিয়ে এই রেকর্ড করেছেন বিরাট ৷ তাঁর আগে এই মুহূর্তে রয়েছেন, কেবল সচিন তেন্ডুলকর ৷

Ishan Kishan
সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন

10. ঈশান কিষাণ

আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি ৷ আর সেখানেই একাধিক রেকর্ডের মালিক রাঁচির ঈশান কিষাণ ৷ বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে 131 বলে 210 রান করেন তিনি ৷ সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান করার রেকর্ড করেছেন ঈশান কিষাণ ৷ সেই সঙ্গে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, রোহিত শর্মা, মার্টিন গাপ্টিল-সহ 8 জন দ্বিশতরানকারীদের সঙ্গে একসারিতে চলে এসেছেন ঈশান কিষাণ ৷ 2022 সালে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি, ভারতের মুকুটেও একটি পালক জুড়ল ৷

Under-18 Women SAFF Champions India
অনুর্ধ্ব-18 মহিলা সাফ চ্য়াম্পিয়ন ভারতের মেয়েরা

11. অনুর্ধ্ব-18 মহিলা সাফ চ্য়াম্পিয়ন ভারতের মেয়েরা

2022 সালে ফুটবলে ভারতীয় মেয়েরা দেশকে গর্বিত করেছেন ৷ ভারতের সিনিয়র মহিলা দল তাঁদের সাফ চ্যাম্পিয়নশিপের জয়ের ধারা বজায় রাখতে পারেনি ঠিকই ৷ কিন্তু, ছোটরা তা করে দেখিয়েছে ৷ অনুর্ধ্ব-18 মহিলা সাফ চ্য়াম্পিয়নশিপ জিতেছে ভারতের মেয়েরা ৷ ঘরের মাঠে প্রথমবার মহিলাদের অনুর্ধ্ব-18 সাফ কাপ জিতল ভারতের মেয়েরা ৷ আর এটি এই টুর্নামেন্টের তৃতীয় সংস্করণ ছিল ৷ আর ভারতে প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল ৷ এই জয়ের সঙ্গেই ভবিষ্যতে ভারতীয় মহিলা ফুটবলকে বিশ্ব মঞ্চে আরও এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা দেখাল ছোটরা ৷

2022 U-20 SAFF Champions India
2022 অনুর্ধ্ব-20 সাফ চ্য়াম্পিয়ন ভারত

12. 2022 অনুর্ধ্ব-20 সাফ চ্য়াম্পিয়ন ভারত

অনুর্ধ্ব-20 সাফ টুর্নামেন্টে ভারতকে চ্য়াম্পিয়নের খেতাব জিতিয়েছে ছেলেরাও ৷ এই টুর্নামেন্টও ভারতেই আয়োজিত হয়েছিল ৷ টুর্নামেন্টের চতুর্থ এডিশনে দ্বিতীয়বার অনুর্ধ্ব-20 সাফ কাপ খেতাব ভারত জিতেছে ৷ যে টুর্নামেন্ট থেকে ভারত ইতিমধ্যে গুরকিরাত সিং এবং হিমাংশু জাংগরার মতো প্রতিভাবান ফুটবলারদের আবিষ্কার করেছে ৷ এই জয় আগামী দিনে ভারতকে বিশ্ব ফুটবলে আরও এগিয়ে নিয়ে যাওয়া স্বপ্ন দেখাচ্ছে ৷

2022 সাল ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চে ভারতের জন্য একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে (Success of India in World Sports) ৷ যা সকল ভারতীয়র কাছে এক গর্বের বিষয় ৷ সেই সব সাফল্যকে বছর শেষে (Year Ender 2022) ফিরে দেখল ইটিভি ভারত ৷

India wins Thomas Cup Badminton for the first time
প্রথমবার থমাস কাপ ব্যাডমিন্টন জয় ভারতের

1. প্রথমবার থমাস কাপ ব্যাডমিন্টন জয়

2022 সালে ব্যাংককে থমাস কাপের আসর বসে ৷ প্রথমবার এই টুর্নামেন্ট জিতল ভারত ৷ লক্ষ্য সেনের নেতৃত্বে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল এই খেতাব জেতে ৷ 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ৷ ফাইনালে বিশ্বের 8 নম্বর জোনাথন খ্রিস্টিকে হারিয়ে দেশকে ঐতিহাসিক এই খেতাব জয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন কিদাম্বি শ্রীকান্ত ৷ এই ইতিহাসে নিজেদের অবদান রেখেছেন লক্ষ্য সেন এবং সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি/ চিরাগ শেট্টি জুটি ৷ এই টুর্নামেন্টে 3-0 ব্যবধানে ইন্দোনেশিয়াকে হারিয়ে ব্যাডমিন্টন চ্য়াম্পিয়নশিপে দলগতভাবে সোনা জেতে ভারতীয় শাটলারা ৷

Neeraj Chopra
বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের রুপোর পদক জেতেন নীরজ চোপড়া

2. নীরজ চোপড়া: বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে রুপো

ভারতের আকাশে নীরজ চোপড়া নামে একটি নক্ষত্র না জ্বলে উঠলে, জ্যাভলিন কোনওদিন এদেশে অন্তত জনপ্রিয় হত বলে মনে হয় না ৷ অলিম্পিকে ভারতকে সোনা জয়ের স্বাদ দেওয়ার পর, 2022 সালে বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের রুপোর পদক জেতেন নীরজ চোপড়া ৷ যা এ বছর নীরজের প্রথম ডায়মন্ডলিগ জয় ছিল ৷ তবে, নীরজের আক্ষেপ ছিল, অ্যান্ডারসন পিটার্সের বাধা তিনি অতিক্রান্ত করতে পারেননি ৷ মার্কিন মুলুকে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে ৷ যেখান নীরজ জ্যাভলিন ছুঁড়ে ছিলেন 86.37 মিটার ৷ আর তাঁর প্রতিপক্ষ প্রায় 4 মিটার বেশি দূরত্ব অতিক্রন করেছিলেন ৷ কিন্তু, তা সত্ত্বেও আন্তর্জাতিক স্তরে ভারতকে ফের একবার সম্মান এনে দিয়েছেন পানিপথের এই যুবক ৷

Mirabai Chanu
49 কেজি বিভাগে সোনা জেতেন তিনি

3. মীরাবাঈ চানু: কমনওয়েলথ গেমসে সোনা এবং ভারোত্তলোন বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়

কমনওয়েলথ গেমসে সোনা নিশ্চিত করেছিলেন ৷ এর পর 2022 সালে মীরাবাঈ চানু (Mirabai Chanu) ভারোত্তলোনে ভারতের ঝুলিতে একটি রুপো নিশ্চিত করেছেন ৷ কব্জির সমস্যা থাকা সত্ত্বেও, কলম্বিয়ায় আয়োজিত ভারোত্তলোনের 49 কেজি বিভাগের ফাইনাল রাউন্ডে রুপো নিশ্চিত করেন মীরাবাঈ চানু ৷ তবে, তাঁর 2022 সালের সেরা জয় বার্মিহ্যামে আয়োজিত কমনওয়েলথ গেমস ৷ যেখানে 49 কেজি বিভাগে সোনা জেতেন তিনি ৷ এবছরের কমনওয়েলথে এটাই ভারতের প্রথম সোনা ছিল ৷

Rudraksha Patil
পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জয়

4. রুদ্রাক্ষ পাতিল: পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জয়

ক্রীড়াক্ষেত্রে ভারতের সেরা সাফল্যের মধ্যে অন্যতম 10 মিটার এয়ার রাইফেল বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ৷ ইজিপ্টে আয়োজিত আইএসএসএফ শুটিং ওয়ার্ল্ড চ্য়াম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জেতেন ভারতের রুদ্রাক্ষ পাতিল ৷ যা 2022 সালে ভারতের অন্যচম সেরা মুহূর্ত ৷

Indian women's hockey team wins the Nations Cup
ভারতীয় মহিলা হকি দলের নেশনস কাপ জয়

5. ভারতীয় মহিলা হকি দলের নেশনস কাপ জয়

ভারতীয় মহিলা হকি দলের ‘চক দে’ মুহূর্ত এফআইএইচ নেশনস কাপ জয় ৷ 2022 সালে স্পেনে আয়োজিত এই টুর্নামেন্টে জয়ী হয়েছে ভারতীয় মহিলা হকি দল ৷ আর সেই সঙ্গে 2023-2024 সালে হতে চলা এফআইএইচ প্রো লিগে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন ভারতের মেয়েরা ৷ আন্তর্জাতিক মঞ্চে যা ভারতের সবচেয়ে বড় প্রাপ্তি 2022 সালে ৷

Nikhat Zarin
বার্মিংহ্যামে এবছর বক্সিংয়ে সোনা জিতেছেন তিনি

6. নিখাত জারিন: বক্সিং বিশ্ব চ্যাম্পিয়ন

ভারতীয় মহিলা বক্সার নিখাত জারিন 2022 সালে বক্সিং চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছেন ৷ 5-0 ফলাফলে টোকিয়োর প্রতিপক্ষকে হারিয়ে এই খেতাব জিতেছেন তিনি ৷ মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি-র পর নিখাত জারিন এই খেতাব জিতলেন ৷ জারিন এবছর কমনওয়েলথ গেমসে ভারতের অন্যতম সেরা অ্যাথলিটদের মধ্যে একজন ছিলেন ৷ বার্মিংহ্যামে এবছর বক্সিংয়ে সোনা জিতেছেন তিনি ৷

Commonwealth Games 2022
2022 বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য ছিল দেখার মতো

7. কমনওয়েলথ গেমস 2022: সোনার দৌড় ভারতের

2022 বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য ছিল দেখার মতো, মোট 61টি পদক জিতেছে ভারত ৷ যার মধ্যে সর্বাধিক 22 টি সোনা, 16 টি রুপো এবং 23 টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ যেখানে কুস্তি থেকে ভারতের 6টি সোনা এবং 5টি ব্রোঞ্জ জিতেছে ভারত ৷ ভারোত্তোলনে 10টি পদক জিতেছে ভালো ৷ যার মধ্যে 3টি সোনা রয়েছে ৷ আর একটি এসেছে বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে ৷ তাছাড়া মীরাবাঈ চানু ভারোত্তোলনে সোনা জিতেছিলেন ৷

Sarath Kamal
কমনওয়েলথ গেমসে 16 বছর পর টেবিল টেনিসে সোনা

8. শরথ কমল: কমনওয়েলথ গেমসে 16 বছর পর টেবিল টেনিসে সোনা

40 বছর বয়সে শরথ কমল কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন ৷ যা সবচেয়ে বেশি বয়সে সোনা জয়ের রেকর্ড ৷ সেই সঙ্গে 16 বছর পর কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে সোনা জিতেছে ভারত ৷ 2006 সালে মেলবোর্নে পুরু৷দের সিঙ্গলসে শেষবার সোনা এসেছিল ৷ মোট 3টি সোনার পদক জিতেছে ভারত ৷ সিঙ্গলস ছাড়া বাকি দু’টি হল পুরুষদের দলগত ইভেন্ট এবং মিক্সড ডবলস ৷

Virat Kohli
আন্তর্জাতিক কেরিয়ারের 72তম সেঞ্চুরি বিরাট কোহলির

9. বিরাট কোহলি

2019 সালে শেষ শতরান করার পর, 2022-এ দুবাইয়ে এশিয়াকাপ টি-20তে সেঞ্চুরি করেন রিবাট কোহলি (Virat Kohli) ৷ আর সম্প্রতি বাংলাদেশ সিরিজের শেষ একদিনের ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারের 72 তম সেঞ্চুরি করেন বিরাট ৷ যার পর বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন ৷ প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে ছাপিয়ে এই রেকর্ড করেছেন বিরাট ৷ তাঁর আগে এই মুহূর্তে রয়েছেন, কেবল সচিন তেন্ডুলকর ৷

Ishan Kishan
সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন

10. ঈশান কিষাণ

আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি ৷ আর সেখানেই একাধিক রেকর্ডের মালিক রাঁচির ঈশান কিষাণ ৷ বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে 131 বলে 210 রান করেন তিনি ৷ সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান করার রেকর্ড করেছেন ঈশান কিষাণ ৷ সেই সঙ্গে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, রোহিত শর্মা, মার্টিন গাপ্টিল-সহ 8 জন দ্বিশতরানকারীদের সঙ্গে একসারিতে চলে এসেছেন ঈশান কিষাণ ৷ 2022 সালে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি, ভারতের মুকুটেও একটি পালক জুড়ল ৷

Under-18 Women SAFF Champions India
অনুর্ধ্ব-18 মহিলা সাফ চ্য়াম্পিয়ন ভারতের মেয়েরা

11. অনুর্ধ্ব-18 মহিলা সাফ চ্য়াম্পিয়ন ভারতের মেয়েরা

2022 সালে ফুটবলে ভারতীয় মেয়েরা দেশকে গর্বিত করেছেন ৷ ভারতের সিনিয়র মহিলা দল তাঁদের সাফ চ্যাম্পিয়নশিপের জয়ের ধারা বজায় রাখতে পারেনি ঠিকই ৷ কিন্তু, ছোটরা তা করে দেখিয়েছে ৷ অনুর্ধ্ব-18 মহিলা সাফ চ্য়াম্পিয়নশিপ জিতেছে ভারতের মেয়েরা ৷ ঘরের মাঠে প্রথমবার মহিলাদের অনুর্ধ্ব-18 সাফ কাপ জিতল ভারতের মেয়েরা ৷ আর এটি এই টুর্নামেন্টের তৃতীয় সংস্করণ ছিল ৷ আর ভারতে প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল ৷ এই জয়ের সঙ্গেই ভবিষ্যতে ভারতীয় মহিলা ফুটবলকে বিশ্ব মঞ্চে আরও এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা দেখাল ছোটরা ৷

2022 U-20 SAFF Champions India
2022 অনুর্ধ্ব-20 সাফ চ্য়াম্পিয়ন ভারত

12. 2022 অনুর্ধ্ব-20 সাফ চ্য়াম্পিয়ন ভারত

অনুর্ধ্ব-20 সাফ টুর্নামেন্টে ভারতকে চ্য়াম্পিয়নের খেতাব জিতিয়েছে ছেলেরাও ৷ এই টুর্নামেন্টও ভারতেই আয়োজিত হয়েছিল ৷ টুর্নামেন্টের চতুর্থ এডিশনে দ্বিতীয়বার অনুর্ধ্ব-20 সাফ কাপ খেতাব ভারত জিতেছে ৷ যে টুর্নামেন্ট থেকে ভারত ইতিমধ্যে গুরকিরাত সিং এবং হিমাংশু জাংগরার মতো প্রতিভাবান ফুটবলারদের আবিষ্কার করেছে ৷ এই জয় আগামী দিনে ভারতকে বিশ্ব ফুটবলে আরও এগিয়ে নিয়ে যাওয়া স্বপ্ন দেখাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.