নয়াদিল্লি, 23 মে : অবশেষে দিল্লি পুলিশের জালে ধরা পড়লেন কুস্তিগীর সুশীল কুমার ৷ সাগর রানা মৃ্ত্যুকাণ্ডে দিল্লি পুলিশের বিশেষ সেলের একটি টিম রাজধানীর মুণ্ডকা এলাকা থেকে গ্রেফতার করে সুশীলকে ৷ জানিয়েছেন স্পেশাল সেলের স্পেশাল সিপি নীরজ ঠাকুর ৷ সুশীলের সঙ্গে অজয় কুমার নামে তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে ৷
সুশীলকে নিয়ে বিরক্ত ভারতীয় কুস্তিমহলের একাংশ ৷ অনেকের মতে, সুশীল নিজের হাতে সব শেষ করে দিলেন ৷ এতবছর ধরে তিল তিল করে যে খ্যাতি, সম্মান অর্জন করেছিলেন তা এক লহমায় মাটিতে মিশে গিয়েছে ৷ অলিম্পিকসের পোডিয়ামে দাঁড়িয়ে দেশের মুখ উজ্জ্বল করা কুস্তিগীর আজ খুনের দায়ে অভিযুক্ত ৷
মে মাসের পাঁচ তারিখে তরুণ কুস্তিগীর সাগর রানার মৃত্যুর পর থেকেই ফেরার ছিলেন অলিম্পিকসে দুই বারের পদকজয়ী সুশীল ৷ তাঁর বিরুদ্ধে খুনের মাললা রুজু করে দিল্লি পুলিশ ৷ ছত্রসাল স্টেডিয়ামে ঝামেলার ঘটনা ও সাগর রানার মৃত্যুর ঘটনায় সুশীল ও আরও 6 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত ৷ তাঁর বাড়িতে হানা দিয়েও সুশীলকে ধরতে পারেনি পুলিশ ৷ পুলিশের অনুমান ছিল, গ্রেফতারি এড়ানোর জন্য প্রথমে হরিদ্বার ও পরে ঋষিকেশে গা ঢাকা দিয়ে থাকতে পারেন সুশীল ৷
আরও পড়ুন : প্রয়াত বাংলার অলিম্পিয়ান বক্সার শক্তি মজুমদার
5 মে রাতে, 23 বছরের কুস্তিগীর সাগর রানা ও তাঁর বন্ধুদের বেধড়ক মারধর করেন অন্য কুস্তিগীররা ৷ মৃত্যু হয় সাগরের ৷ পুলিশের তরফে জানানো হয় সেই ঝামেলায় সরাসরি জড়িত ছিলেন সুশীল কুমার, অজয়, প্রিন্স দালাল সহ অন্যরা ৷ সুশীলের খোঁজ পাওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল দিল্লি পুলিশ ৷