ETV Bharat / sports

Sangeeta Phogat: ন্যায়বিচার চেয়ে প্রতিবাদে সামিল হওয়া সঙ্গীতা ব্রোঞ্জ এনে দিলেন দেশকে

দিল্লির যন্তর মন্তরে পুলিশের 'তাঁকে' টানা হ্যাঁচড়ার ছবিটা এখনও স্পষ্ট ৷ সেই 'কন্যে'ই এবার বিদেশের মাটিতে ভারতের পতাকা ফের একবার উত্তোলন করলেন ৷ হাঙ্গেরির বুদাপেস্টে চলছে বিশ্ব ব়্যাঙ্কিং সিরিজ রেসলিং চ্যাম্পিয়নশিপ ৷ তাতে ব্রোঞ্জ পদক পেলেন কুস্তিগীর সঙ্গীতা ফোগত ৷ 59 কেজি বিভাগে হাঙ্গেরির ভিক্টোরিয়া বোরসোসকে হারিয়ে ব্রোঞ্জ পদক এনেছেন ভারতের ঝুলিতে।

Sangeeta Phogat
দেশের হয়ে পদক আনলেন দঙ্গলকন্যা
author img

By

Published : Jul 16, 2023, 7:30 PM IST

চণ্ডীগড়, 16 জুলাই: সঙ্গীতা ফোগত ৷ ফোগত সিস্টার্সের মধ্যে কনিষ্ঠা সদস্যা ৷ প্রাক্তন কুস্তিগীর মহাবীর সিং ফোগতের কনিষ্ঠ কন্যে বিয়ে করেছেন তাবড় কুস্তিগীর বজরং পুনিয়াকে ৷ কয়েকদিন আগে তাঁর নামটা বারবার সংবাদের শিরোনামে উঠে আসছিল ৷ দিল্লি পুলিশ কর্তৃক রাজধানীর রাস্তায় তাঁকে টেনে হিঁচড়ে জিপে তোলা হয়েছিল যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চ থেকে ৷ সেই দঙ্গলকন্যাই শনিবার আন্তর্জাতিক মঞ্চে দেশকে এনে দিলেন ব্রোঞ্জ পদক। প্রতিদ্বন্দ্বী ভিক্টোরিয়া বোরসোসকে হারিয়ে বিশ্ব ব়্যাংকিং সিরিজ ইভেন্টের 59 কেজি বিভাগে তৃতীয় স্থানে শেষ করলেন সঙ্গীতা। বিশ্ব ব়্যাঙ্কিং সিরিজে হাঙ্গেরিয়ান প্রতিপক্ষকে 6-2 ব্যবধানে হারালেন ভারতীয় কুস্তিগীর ৷

  • आप सभी के बधाई के संदेश मुझ तक पहुँच रहे हैं इस पल पर बहुत भावुक हूँ।

    आप सभी का बहुत बहुत शुक्रिया। यह मेडल सिर्फ़ मेरा नहीं है। सब आप सभी का मेडल है

    मैं इस मेडल को दुनिया की उन सभी संघर्षशील महिलाओं को समर्पित करती हूँ जो महिलाओं के विरुद्ध हुए अपराधों के ख़िलाफ़ संघर्षरत हैं।… pic.twitter.com/FyJnqhaHVZ

    — Sangeeta Phogat (@sangeeta_phogat) July 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি, জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণের বিরুদ্ধে প্রতিবাদে মূলত তাঁর নাম বারবার উঠে এসেছিল ৷ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ধরনায় নেমেছিলেন বজরং ও সঙ্গীতা। এরপর সম্প্রতি হাঙ্গেরিতে অনুষ্ঠিত বিশ্ব ব়্যাঙ্কিং সিরিজ ইভেন্টে অংশ নেন সঙ্গীতা। আমেরিকার জেনিফার পেজ রজার্সের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট শুরু করেন তিনি। তবে তৃতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের কুস্তিগীর অলিভিয়া রেয়ানার বিরুদ্ধে 12-2 ব্যবধানে জিতে কামব্যাক করেন সঙ্গীতা।

  • वर्ल्ड रैंकिंग सीरीज में पदक जीतने पर मेरी हमसफ़र संगीता को बधाई. कर हर मैदान फ़तह । 🇮🇳 जय हिन्द pic.twitter.com/oSNX5mvBUQ

    — Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) July 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই জয়ে সেমিফাইনালে পৌঁছে যান। তবে সেখানে তাঁকে হারের সম্মুখীন হতে হয় ৷ পোল্যান্ডের বিরুদ্ধে 4-6 ব্যবধানে হেরে যান। পরের ম্যাচে সঙ্গীতা তার হাঙ্গেরিয়ান প্রতিপক্ষকে 6-2 ব্যবধানে পরাজিত করেন। এর ফলে তিনি ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরছেন। সঙ্গীতা এই পদক সেইসব মহিলাদের উৎসর্গ করেছেন যাঁরা তাঁদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। তাঁকে অভিনন্দন জানিয়েছেন বেটার হাফ বজরং পুনিয়াও ৷ পাশাপাশি গীতা ও ববিতা ফোগতও তাঁর ছোট বোনকে শুভেচ্ছা জানিয়য়েছেন বিশ্ব র‌্যাঙ্কিং সিরিজে ব্রোঞ্জ পদক জয়ের জন্য ৷

  • वर्ल्ड रैंकिंग सीरीज में कांस्य🥉पदक जीतने पर छोटी बहन @sangeeta_phogat को बहुत-१ बधाई 👏🏽👏🏽✌🏽❤️🇮🇳
    कर हर मैदान फ़तेह 💪🏽 pic.twitter.com/WGugl1AjC4

    — geeta phogat (@geeta_phogat) July 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জয়ের পর টুইট করে সঙ্গীতা লিখেছেন, "এই মুহুর্তে আমি খুব আবেগপ্রবণ, আপনাদের সকলের অভিনন্দন বার্তা আমার কাছে পৌঁছেছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই পদক শুধু আমার নয়। সবকিছুই আপনাদের সবার জন্য একটি পদক। আমি এই পদকটি বিশ্বের সমস্ত লড়াকু মেয়েদের উৎসর্গ করছি যারা মহিলাদের সঙ্গে হওয়া অপরাধের বিরুদ্ধে লড়ছেন।"

  • वर्ल्ड रैंकिंग सीरीज में कांस्य🥉पदक जीतने पर मेरी छोटी बहन @sangeeta_phogat को बहुत बहुत शुभकामनाएं ।🇮🇳🇮🇳
    आप की मेहनत हमेशा रंंग लाए, आपको हर वो सफलता मिले जिसके लिए आप पात्र हो और आप इसी प्रकार देश का नाम विश्व पटल पर रोशन करती रहो.. इसी मंगलकामना के साथ आपको ढेर सारी बधाई और… pic.twitter.com/XDhMTkIuAk

    — Babita Phogat (@BabitaPhogat) July 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ব্রিজভূষণকাণ্ডে জমা পড়েছে চার্জশিট, এবার কী করবেন সাক্ষীরা ?

চণ্ডীগড়, 16 জুলাই: সঙ্গীতা ফোগত ৷ ফোগত সিস্টার্সের মধ্যে কনিষ্ঠা সদস্যা ৷ প্রাক্তন কুস্তিগীর মহাবীর সিং ফোগতের কনিষ্ঠ কন্যে বিয়ে করেছেন তাবড় কুস্তিগীর বজরং পুনিয়াকে ৷ কয়েকদিন আগে তাঁর নামটা বারবার সংবাদের শিরোনামে উঠে আসছিল ৷ দিল্লি পুলিশ কর্তৃক রাজধানীর রাস্তায় তাঁকে টেনে হিঁচড়ে জিপে তোলা হয়েছিল যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চ থেকে ৷ সেই দঙ্গলকন্যাই শনিবার আন্তর্জাতিক মঞ্চে দেশকে এনে দিলেন ব্রোঞ্জ পদক। প্রতিদ্বন্দ্বী ভিক্টোরিয়া বোরসোসকে হারিয়ে বিশ্ব ব়্যাংকিং সিরিজ ইভেন্টের 59 কেজি বিভাগে তৃতীয় স্থানে শেষ করলেন সঙ্গীতা। বিশ্ব ব়্যাঙ্কিং সিরিজে হাঙ্গেরিয়ান প্রতিপক্ষকে 6-2 ব্যবধানে হারালেন ভারতীয় কুস্তিগীর ৷

  • आप सभी के बधाई के संदेश मुझ तक पहुँच रहे हैं इस पल पर बहुत भावुक हूँ।

    आप सभी का बहुत बहुत शुक्रिया। यह मेडल सिर्फ़ मेरा नहीं है। सब आप सभी का मेडल है

    मैं इस मेडल को दुनिया की उन सभी संघर्षशील महिलाओं को समर्पित करती हूँ जो महिलाओं के विरुद्ध हुए अपराधों के ख़िलाफ़ संघर्षरत हैं।… pic.twitter.com/FyJnqhaHVZ

    — Sangeeta Phogat (@sangeeta_phogat) July 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি, জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণের বিরুদ্ধে প্রতিবাদে মূলত তাঁর নাম বারবার উঠে এসেছিল ৷ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ধরনায় নেমেছিলেন বজরং ও সঙ্গীতা। এরপর সম্প্রতি হাঙ্গেরিতে অনুষ্ঠিত বিশ্ব ব়্যাঙ্কিং সিরিজ ইভেন্টে অংশ নেন সঙ্গীতা। আমেরিকার জেনিফার পেজ রজার্সের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট শুরু করেন তিনি। তবে তৃতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের কুস্তিগীর অলিভিয়া রেয়ানার বিরুদ্ধে 12-2 ব্যবধানে জিতে কামব্যাক করেন সঙ্গীতা।

  • वर्ल्ड रैंकिंग सीरीज में पदक जीतने पर मेरी हमसफ़र संगीता को बधाई. कर हर मैदान फ़तह । 🇮🇳 जय हिन्द pic.twitter.com/oSNX5mvBUQ

    — Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) July 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই জয়ে সেমিফাইনালে পৌঁছে যান। তবে সেখানে তাঁকে হারের সম্মুখীন হতে হয় ৷ পোল্যান্ডের বিরুদ্ধে 4-6 ব্যবধানে হেরে যান। পরের ম্যাচে সঙ্গীতা তার হাঙ্গেরিয়ান প্রতিপক্ষকে 6-2 ব্যবধানে পরাজিত করেন। এর ফলে তিনি ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরছেন। সঙ্গীতা এই পদক সেইসব মহিলাদের উৎসর্গ করেছেন যাঁরা তাঁদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। তাঁকে অভিনন্দন জানিয়েছেন বেটার হাফ বজরং পুনিয়াও ৷ পাশাপাশি গীতা ও ববিতা ফোগতও তাঁর ছোট বোনকে শুভেচ্ছা জানিয়য়েছেন বিশ্ব র‌্যাঙ্কিং সিরিজে ব্রোঞ্জ পদক জয়ের জন্য ৷

  • वर्ल्ड रैंकिंग सीरीज में कांस्य🥉पदक जीतने पर छोटी बहन @sangeeta_phogat को बहुत-१ बधाई 👏🏽👏🏽✌🏽❤️🇮🇳
    कर हर मैदान फ़तेह 💪🏽 pic.twitter.com/WGugl1AjC4

    — geeta phogat (@geeta_phogat) July 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জয়ের পর টুইট করে সঙ্গীতা লিখেছেন, "এই মুহুর্তে আমি খুব আবেগপ্রবণ, আপনাদের সকলের অভিনন্দন বার্তা আমার কাছে পৌঁছেছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই পদক শুধু আমার নয়। সবকিছুই আপনাদের সবার জন্য একটি পদক। আমি এই পদকটি বিশ্বের সমস্ত লড়াকু মেয়েদের উৎসর্গ করছি যারা মহিলাদের সঙ্গে হওয়া অপরাধের বিরুদ্ধে লড়ছেন।"

  • वर्ल्ड रैंकिंग सीरीज में कांस्य🥉पदक जीतने पर मेरी छोटी बहन @sangeeta_phogat को बहुत बहुत शुभकामनाएं ।🇮🇳🇮🇳
    आप की मेहनत हमेशा रंंग लाए, आपको हर वो सफलता मिले जिसके लिए आप पात्र हो और आप इसी प्रकार देश का नाम विश्व पटल पर रोशन करती रहो.. इसी मंगलकामना के साथ आपको ढेर सारी बधाई और… pic.twitter.com/XDhMTkIuAk

    — Babita Phogat (@BabitaPhogat) July 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ব্রিজভূষণকাণ্ডে জমা পড়েছে চার্জশিট, এবার কী করবেন সাক্ষীরা ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.