বার্মিংহ্যাম, 5 অগস্ট: কমনওয়েলথ গেমসের অষ্টম দিনে নানা ইভেন্টে সাফল্য এল ভারতীয় অ্যাথলিটরদের হাত ধরে। এদিন 65 কেজি ফ্রিস্টাইল ফ্রিস্টাইল বিভাগে কানাডার লাচলান ম্যাকনিলকে 9-2 ব্যবধানে হারিয়ে সোনা জিতলেন বজরং পুনিয়া (Wrestler Bajrang Punia Wins Gold in Commonwealth Games 2022) ৷ এরপরই দেশকে সোনা এনে দেন সাক্ষী মালিকও ৷
বার্মিংহ্যামের স্টেডিয়াম জুড়ে চলছে ইন্ডিয়া..ইন্ডিয়া ৷ একটু আগেই অংশু-র হাত থেকে সোনা হাত ছাড়া হয়েছে ৷ তাই টানটান উত্তজনা ৷ বজরং কি পারবে ? এর একটু পরে উত্তর দিলেন বজরং ৷ গোল্ড কোস্টের পর এবার কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন ভারতের এই কুস্তিগীর। প্রতিদ্বন্দীকে উড়িয়ে 'সেরার সেরা' জয় পেলেন বজরং। তাঁর থেকে এ আশা ছিল প্রত্যেকেরই ৷ তিনিও নিরাশ করলেন না ৷
আরও পড়ুন: ফাইনালে উঠে সোনার স্বপ্ন সাক্ষীর, রূপোতেই সন্তুষ্ট অংশু
প্রথম থেকেই লাচলান ম্যাকনিলকে নড়াচড়া করতে দেননি ৷ বুদ্ধিমত্তার জেরে একটা বড় লিড নিয়ে কানাডার প্রতিদ্বন্দ্বীকে হেলায় ফেলে উড়িয়ে দিলেন বজরং ৷ বজরং এই নিয়ে তৃতীয়বার কমনওয়েলথ গেমসে পদক পেলেন। বজরং পুনিয়ার হাত ধরে সপ্তম সোনা পেল ভারত ৷ অন্যদিকে, একটুর জন্য সোনা হাতছাড়া হল কুস্তিগির অংশু মালিকের। প্রথমবার কমনওয়েলথের মঞ্চে নেমেই মহিলাদের 57 কেজি ফ্রিস্টাইল বিভাগে রুপো ঘরে তোলেন তিনি।