কলকাতা, 9 মে: কোরোনা পরিস্থিতিতে বদলে গেল অ্যাথলেটিক্স ক্যালেন্ডার । রাজ্য অ্যাথলেটিক্স মিট পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন রাজ্য অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সচিব কমল মৈত্র । সাধারণত মে মাসে রাজ্য অ্যাথলেটিক্স মিট হয়ে থাকে । কিন্তু বর্তমানে বিভিন্ন খেলার ওয়ার্ল্ড বডি পরিস্থিতির উপর নজর রেখে ক্যালেন্ডার তৈরি করার ইঙ্গিত দিয়েছেন । সেই নির্দেশিকার দিকে তাকিয়ে বিভিন্ন দেশের অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন । ইতিমধ্যে ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন জুলাই মাসে ক্যালেন্ডার প্রকাশ করা হবে বলে জানিয়েছে । তবে সবকিছু নির্ভর করবে পরিস্থিতির উপর ।
এই বিষয়ে রাজ্য সচিব কমল মৈত্র জানিয়েছেন, ফেডারেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন । কারণ ক্যালেন্ডার দেখে সমস্ত মিটের দিনক্ষণ ঠিক হয় । অ্যাথলিটরা সেভাবে নিজেদের তৈরি করেন । কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের কিছু করার নেই । একইভাবে রাজ্য সংস্থার নির্দেশের দিকে তাকিয়ে জেলা এবং ক্লাবগুলো । রাজ্য মিটে প্রায় 1200 অ্যাথলিট অংশ নেন । দেশের প্রায় সব অ্যাথলিট তাকিয়ে থাকেন এই রাজ্য মিটের দিকে । চল্লিশের বেশি ক্লাব এবং জেলা শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামেন । গতবছর ইস্টবেঙ্গল ক্লাব এবং উত্তর 24 পরগনা চ্যাম্পিয়ন হয়েছিল ।
সচিব কমল মৈত্র এই সময়টিকে অ্যাথলিটদের জন্য দুঃসময় বলে বর্ণনা করেছেন । তিনি বলেছেন, "এমনিতেই ব্যক্তিগত খেলায় উদ্বুদ্ধ করার লোক থাকে না । টুর্নামেন্ট এবং সেখানকার পারফরমেন্স দেখে অ্যাথলিটরা লক্ষ্য স্থির করেন । এই অবস্থায় ক্যালেন্ডার তৈরি না হলে অ্যাথলিটরা ভেঙে পড়তে পারেন । শুধু শারীরিক ফিটনেস নয়, মানসিক দৃঢ়তাও বজায় রাখা কঠিন । পরিস্থিতি একটু ঠিক হলে বছরের শেষভাগে রাজ্য মিট করা যেতে পারে । তবে আগে থেকে কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয় ।"
অ্যাথলিটদের মাঠে নেমে পারফর্ম করতে হয় । কিন্তু সেই মাঠই এখন বন্ধ । ফলে শুধু জিম করে ফিটনেসের মান বজায় রাখা কঠিন । যারা SAI বা অ্যাকাডেমিতে রয়েছেন তাদের সমস্যা বেশি । বাকিরা তো বেশিরভাগ সময়ই পরিকাঠামোগত সমস্যার সঙ্গে লড়াই করেই খেলা চালিয়ে যান ।