ETV Bharat / sports

নতুন বছরেই আসতে চলেছে ইউনিভার্সিটি ফুটবল লিগ

Football League: শুধু ইনিভার্সিটি বনাম ইউনিভার্সিটি হবে টুর্নামেন্ট। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নিতে চলেছে আইএফের এই ফুটবল লিগে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় দু'বার একে অপরের মুখোমুখি হবে। তার ফলে একটা ম্যাচ হারলেও পরের ম্যাচে তাদের সুযোগ থাকছে।

ইউনিভার্সিটি ফুটবল লিগ
Football League
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 3:15 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: 'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল'-প্রিয় খেলা হলেও ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান ছাড়া ইন্ডিয়ান ফুটবল নিয়ে কতজন মানুষ আগ্রহী? সে আগ্রহ বাড়াতেই নয়া উদ্যোগ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের। নতুন বছর অর্থাৎ 2024 সালেই আসতে চলছে আইএফএ পরিচালিত ইউনিভার্সিটির ফুটবল লিগ। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নিতে চলেছে আইএফের এই ফুটবল লিগে।

লোকাল স্তরের ফুটবলকে ছেলে মেয়েদের মনে প্রবেশ করানোর জন্যই এই উদ্যোগ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের। ইতিমধ্যেই ইউনিভার্সিটির ফুটবল লিগ নিয়ে শুরু হয়েছে কথাবার্তা। ইউনিভার্সিটি ফুটবল লিগগুলোকে বিশ্ববিদ্যালয়ের হোম গ্রাউন্ডে করার পরিকল্পনা করেছে আইএফএ। এর জন্য যে বিশ্ববিদ্যালয় লিগ হবে তাদের একটা বড় সমর্থক মাঠে উপস্থিত থাকবে অধীন। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় দু'বার একে অপরের মুখোমুখি হবে। তার ফলে একটা ম্যাচ হারলেও পরের ম্যাচ ম্যাচে তাদের সুযোগ থাকছে।

কেন এই ইউনিভার্সিটির ফুটবল লিগের ভাবনা? এই বিষয় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনির্বাণ দত্ত ইটিভি ভারতকে জানান, অনেক দেশেই স্কুল-কলেজ থেকেই খেলাধুলাটা চলে আসে। আমাদের এতদিন ফোকাস ছিল ক্লাব লেভেল ফুটবল। কিন্তু আমার মনে এখানে যে কোনও খেলার ক্ষেত্রে দর্শক খুব গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলিতে বড় সমর্থকের সংখ্যা রয়েছে। যদি এই বিশ্ববিদ্যালয়গুলোকে এবার ফুটবলের মধ্যে আনা যায় তাহলে ফুটবল নিয়ে একটা উচ্ছ্বাস তৈরি হবে।

শুধু তাই নয়, এই ফুটবল লিগের ফলে পড়ুয়ারা তাঁদের ভবিষ্যত জীবনের অনেক সুযোগ-সুবিধা পেতে পারে বলেই মত আইএফের সেক্রেটারির ৷ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই ফুটবল লিগের জন্য বেছে নেওয়া হয়েছে রাজ্যের বেশ কিছু সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে। যার মধ্যে রয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, শিবপুর বিশ্ববিদ্যালয়, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়, টেকনো ইন্ডিয়া, জেআইএস, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় মিলে প্রায় বারোটি।

সেক্রেটরি জানান, নতুন বছরই ইউনিভার্সিটি গুলোর সঙ্গে বৈঠকে বসা হবে। সেই বৈঠকে লিগ সম্পর্কে বেশ কিছু কথাবার্তা চলবে এমনকী কোন সময়ে এই খেলা রাখা যেতে পারে তাও আলোচনা করব। এই প্রসঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্ট অরুণ কুমার মাইতি ইটিভি ভারতকে বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা দীর্ঘদিন ধরে খেলে আসছে। ছোটখাটো ইন্টার কলেজ কম্পিটিশন গুলোতে যোগ দেয়। কিন্তু আমরা চাইছি যদি এটাকে প্রফেশনাল স্তরে নিয়ে যাওয়া যায় তাহলে খুব ভালো হয়। এর ফলে ওর একটা সুযোগ পাবে। গতকালই আমি এবিষয়ে মেল করেছি আইএফকে।"

আরও পড়ুন:

  1. এক কালিতে তিন ক্লাব, ইস্ট-মোহন-মহমেডান জার্সির রঙে তৈরি হবে পেনের কালি
  2. এশিয়ান কাপের প্রাথমিক 50 জনের দল বাছলেন স্টিম্যাচ; কারা রয়েছেন তালিকায়?
  3. 'ফুটবলের জন্যই আমার সবকিছু, এবার ফিরিয়ে দেওয়ার পালা': সুব্রত পাল

কলকাতা, 30 ডিসেম্বর: 'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল'-প্রিয় খেলা হলেও ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান ছাড়া ইন্ডিয়ান ফুটবল নিয়ে কতজন মানুষ আগ্রহী? সে আগ্রহ বাড়াতেই নয়া উদ্যোগ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের। নতুন বছর অর্থাৎ 2024 সালেই আসতে চলছে আইএফএ পরিচালিত ইউনিভার্সিটির ফুটবল লিগ। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নিতে চলেছে আইএফের এই ফুটবল লিগে।

লোকাল স্তরের ফুটবলকে ছেলে মেয়েদের মনে প্রবেশ করানোর জন্যই এই উদ্যোগ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের। ইতিমধ্যেই ইউনিভার্সিটির ফুটবল লিগ নিয়ে শুরু হয়েছে কথাবার্তা। ইউনিভার্সিটি ফুটবল লিগগুলোকে বিশ্ববিদ্যালয়ের হোম গ্রাউন্ডে করার পরিকল্পনা করেছে আইএফএ। এর জন্য যে বিশ্ববিদ্যালয় লিগ হবে তাদের একটা বড় সমর্থক মাঠে উপস্থিত থাকবে অধীন। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় দু'বার একে অপরের মুখোমুখি হবে। তার ফলে একটা ম্যাচ হারলেও পরের ম্যাচ ম্যাচে তাদের সুযোগ থাকছে।

কেন এই ইউনিভার্সিটির ফুটবল লিগের ভাবনা? এই বিষয় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনির্বাণ দত্ত ইটিভি ভারতকে জানান, অনেক দেশেই স্কুল-কলেজ থেকেই খেলাধুলাটা চলে আসে। আমাদের এতদিন ফোকাস ছিল ক্লাব লেভেল ফুটবল। কিন্তু আমার মনে এখানে যে কোনও খেলার ক্ষেত্রে দর্শক খুব গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলিতে বড় সমর্থকের সংখ্যা রয়েছে। যদি এই বিশ্ববিদ্যালয়গুলোকে এবার ফুটবলের মধ্যে আনা যায় তাহলে ফুটবল নিয়ে একটা উচ্ছ্বাস তৈরি হবে।

শুধু তাই নয়, এই ফুটবল লিগের ফলে পড়ুয়ারা তাঁদের ভবিষ্যত জীবনের অনেক সুযোগ-সুবিধা পেতে পারে বলেই মত আইএফের সেক্রেটারির ৷ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই ফুটবল লিগের জন্য বেছে নেওয়া হয়েছে রাজ্যের বেশ কিছু সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে। যার মধ্যে রয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, শিবপুর বিশ্ববিদ্যালয়, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়, টেকনো ইন্ডিয়া, জেআইএস, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় মিলে প্রায় বারোটি।

সেক্রেটরি জানান, নতুন বছরই ইউনিভার্সিটি গুলোর সঙ্গে বৈঠকে বসা হবে। সেই বৈঠকে লিগ সম্পর্কে বেশ কিছু কথাবার্তা চলবে এমনকী কোন সময়ে এই খেলা রাখা যেতে পারে তাও আলোচনা করব। এই প্রসঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্ট অরুণ কুমার মাইতি ইটিভি ভারতকে বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা দীর্ঘদিন ধরে খেলে আসছে। ছোটখাটো ইন্টার কলেজ কম্পিটিশন গুলোতে যোগ দেয়। কিন্তু আমরা চাইছি যদি এটাকে প্রফেশনাল স্তরে নিয়ে যাওয়া যায় তাহলে খুব ভালো হয়। এর ফলে ওর একটা সুযোগ পাবে। গতকালই আমি এবিষয়ে মেল করেছি আইএফকে।"

আরও পড়ুন:

  1. এক কালিতে তিন ক্লাব, ইস্ট-মোহন-মহমেডান জার্সির রঙে তৈরি হবে পেনের কালি
  2. এশিয়ান কাপের প্রাথমিক 50 জনের দল বাছলেন স্টিম্যাচ; কারা রয়েছেন তালিকায়?
  3. 'ফুটবলের জন্যই আমার সবকিছু, এবার ফিরিয়ে দেওয়ার পালা': সুব্রত পাল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.