ETV Bharat / sports

Beijing Winter Olympics 2022 : চিনে গণহত্যার প্রতিবাদ, শীতের বেজিং অলিম্পিকসে কূটনৈতিকদের না-পাঠানোর সিদ্ধান্ত অ্যামেরিকার

চিনের জিংজিয়াং প্রদেশে চলতে থাকা গণহত্যা এবং অপরাধের প্রতীকী প্রতিবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের (US Diplomatics Boycott of Beijing Winter Olympics) ৷ আসন্ন বেজিং শীতকালীন অলিম্পিকসে (Beijing Winter Olympics 2022) কূটনৈতিক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন ৷

author img

By

Published : Dec 7, 2021, 8:51 AM IST

Updated : Dec 7, 2021, 9:47 AM IST

Diplomatic Boycott of Bejing Winter Olympics 2022
শীতকালীন বেজিং অলিম্পিকসের কূটনৈতিক বয়কট আমেরিকার

ওয়াশিংটন, 7 ডিসেম্বর : শীতকালীন বেজিং অলিম্পিকস 2022 (Beijing Winter Olympics 2022) এর কূটনৈতিক বয়কটের ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ চিনের জিংজিয়াং প্রদেশে চলতে থাকা গণহত্যা এবং অপরাধের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ এ নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পসাকি সোমবার একটি বিবৃতিতে জানিয়েছেন, বাইডেন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে কোনও আধিকারিককে 2022’র শীতকালীন বেজিং অলিম্পিকসে পাঠাবে না (US Diplomatics Boycott of Beijing Winter Olympics) ৷

তবে, মার্কিন অ্যাথলিটরা বেজিংয়ে আয়োজিত শীতকালীন অলিম্পিকসে অংশ নিতে পারবেন ৷ তবে, সরকারের তরফে কোনও প্রশাসনিক আধিকারিককে সেখানে পাঠানো হবে না ৷ একটি আন্তর্জাতিক সংবাদ চ্যানেলের খবর অনুযায়ী, একই মার্কিন যুক্তরাষ্ট্র প্যারালিম্পিকসের ক্ষেত্রেও একই নীতি অবলম্বন করেছে ৷ ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, চিনের পশ্চিমাঞ্চলের জিংজিয়াং প্রদেশে নাগরিকদের সঙ্গে হওয়া অত্যাচারের প্রতিবাদ (Genocide and Crime in Xinjiang) হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে ৷

আরও পড়ুন : Xi Jinping : তৃতীয় দফায় চিনের মসনদে জিনপিংকে বসাতে ঐতিহাসিক পদক্ষেপ সিপিসি'র

প্রসঙ্গত, অভিযোগ উঠেছে জিংজিয়াং প্রদেশে মানবাধিকারকে ধ্বংস করে জোর করে সেখানকার নাগরিকদের কাজ করানো হচ্ছে ৷ বিশেষ করে চিনের উইঘুর জনজাতি এবং অন্যান্য ধর্মের সংখ্যালঘুদের দিয়ে এই বলপূর্বক কাজ করানো হচ্ছে ৷ আর এ নিয়ে হোয়াইট হাউসের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র চিনকে একটি স্পষ্ট বার্তা দিতে চায় ৷ চিনে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মানে, সেখানে ব্যবসা করার পরিবেশ নেই ৷’’

জো বাইডেন গত মাসেই এ নিয়ে মার্কিন সনদে জানিয়েছিলেন, চিনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বেজিং শীতকালীন অলিম্পিকসে কূটনৈতিক বয়কটের সিদ্ধান্ত নিতে, ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান আইন প্রণেতাদের এবং সনদে স্পিকার ন্যান্সি পেলোসির অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৷ সেই মত সনদের অনুমোদন পাওয়ার পরেই মার্কিন প্রশাসন তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে ৷ তবে, কোনও অ্যাথলিটের শীতকালীন অলিম্পিকসে অংশগ্রহণের ক্ষেত্রে সরকার বাধা দেবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস ৷

ওয়াশিংটন, 7 ডিসেম্বর : শীতকালীন বেজিং অলিম্পিকস 2022 (Beijing Winter Olympics 2022) এর কূটনৈতিক বয়কটের ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ চিনের জিংজিয়াং প্রদেশে চলতে থাকা গণহত্যা এবং অপরাধের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ এ নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পসাকি সোমবার একটি বিবৃতিতে জানিয়েছেন, বাইডেন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে কোনও আধিকারিককে 2022’র শীতকালীন বেজিং অলিম্পিকসে পাঠাবে না (US Diplomatics Boycott of Beijing Winter Olympics) ৷

তবে, মার্কিন অ্যাথলিটরা বেজিংয়ে আয়োজিত শীতকালীন অলিম্পিকসে অংশ নিতে পারবেন ৷ তবে, সরকারের তরফে কোনও প্রশাসনিক আধিকারিককে সেখানে পাঠানো হবে না ৷ একটি আন্তর্জাতিক সংবাদ চ্যানেলের খবর অনুযায়ী, একই মার্কিন যুক্তরাষ্ট্র প্যারালিম্পিকসের ক্ষেত্রেও একই নীতি অবলম্বন করেছে ৷ ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, চিনের পশ্চিমাঞ্চলের জিংজিয়াং প্রদেশে নাগরিকদের সঙ্গে হওয়া অত্যাচারের প্রতিবাদ (Genocide and Crime in Xinjiang) হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে ৷

আরও পড়ুন : Xi Jinping : তৃতীয় দফায় চিনের মসনদে জিনপিংকে বসাতে ঐতিহাসিক পদক্ষেপ সিপিসি'র

প্রসঙ্গত, অভিযোগ উঠেছে জিংজিয়াং প্রদেশে মানবাধিকারকে ধ্বংস করে জোর করে সেখানকার নাগরিকদের কাজ করানো হচ্ছে ৷ বিশেষ করে চিনের উইঘুর জনজাতি এবং অন্যান্য ধর্মের সংখ্যালঘুদের দিয়ে এই বলপূর্বক কাজ করানো হচ্ছে ৷ আর এ নিয়ে হোয়াইট হাউসের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র চিনকে একটি স্পষ্ট বার্তা দিতে চায় ৷ চিনে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মানে, সেখানে ব্যবসা করার পরিবেশ নেই ৷’’

জো বাইডেন গত মাসেই এ নিয়ে মার্কিন সনদে জানিয়েছিলেন, চিনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বেজিং শীতকালীন অলিম্পিকসে কূটনৈতিক বয়কটের সিদ্ধান্ত নিতে, ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান আইন প্রণেতাদের এবং সনদে স্পিকার ন্যান্সি পেলোসির অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৷ সেই মত সনদের অনুমোদন পাওয়ার পরেই মার্কিন প্রশাসন তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে ৷ তবে, কোনও অ্যাথলিটের শীতকালীন অলিম্পিকসে অংশগ্রহণের ক্ষেত্রে সরকার বাধা দেবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস ৷

Last Updated : Dec 7, 2021, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.