লিসবন, 1 মার্চ : পর্তুগালের ফুটবল ক্লাব বেনফিকায় এক অসাধারণ মুহূর্ত ৷ রবিবার রাতে ভোক্টরিয়ার বিরুদ্ধে ম্যাচে বেনফিকার ইউক্রেনিয়ান স্ট্রাইকার রোমান ইয়ারেমচককে দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে স্বাগত জানাল গোটা স্টেডিয়াম (Ukrainian Striker Roman Yaremchuk Gets Standing Ovation in Benfica vs Vitoria Match) ৷ সেই সঙ্গে তাঁকে ক্যাপ্টেন আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হয় ৷ সেই মুহূর্তে আবেগ প্রবণ হয়ে পড়েন রোমান ইয়ারেমচক ৷
ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করেছে রাশিয়া (Military Attacks on Ukraine by Russia) ৷ একের পর এক শহরকে ধ্বংসস্তুপে পরিণত করছে রুশসেনা ৷ এই পরিস্থিতিতে পশ্চিমের প্রায় সব দেশই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ৷ তার প্রভাব এবার ফুটবল মাঠে ৷ রবিবার পর্তুগালের ক্লাব বেনফিকা এবং ভিক্টোরিয়ার ম্যাচে দেখা গেল এক অসাধারণ মুহূর্ত ৷ বেনফিকার স্ট্রাইকার রোমান ইয়ারেমচক ইউক্রেনিয়ান ৷ ম্যাচে 62 মিনিটে তাঁকে অধিনায়কের পরিবর্ত হিসেবে মাঠে নামান ম্যানেজার এন ভেরিসসিমো ৷ সেই সময় তাঁর হাতে ম্যাচের বাকি সময়ের ক্যাপ্টেন আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হয় ৷
-
🇺🇦 This moment... Speachless! 🙌 pic.twitter.com/EpgNydnZer
— SL Benfica (@slbenfica_en) February 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🇺🇦 This moment... Speachless! 🙌 pic.twitter.com/EpgNydnZer
— SL Benfica (@slbenfica_en) February 27, 2022🇺🇦 This moment... Speachless! 🙌 pic.twitter.com/EpgNydnZer
— SL Benfica (@slbenfica_en) February 27, 2022
এখানেই শেষ নয়, রোমান ইয়ারেমচক এবং ইউক্রেনের পাশে থাকার বার্তা দেন স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শক (Roman Yaremchuk Gets Standing Ovation from Spectators) ৷ তাঁরা উঠে দাঁড়িয়ে হাততালির মাধ্যমে রোমান ইয়ারেমচককে স্বাগত জানান ৷ সেই সময় 15 নং জার্সির এই ইউক্রেনিয়ানের চোখে জল দেখা যায় ৷ তিনি পর্তুগালে ফুটবল খেলার সুবাদে নিরাপদে থাকলেও, তাঁর দেশ এবং দেশবাসী নিরাপদে নেই ৷ তাই দর্শক এবং সতীর্থদের এই ভালবাসায় সেই আবেগ তিনি ধরে রাখতে পারেননি ৷