ETV Bharat / sports

Tokyo Paralympics 2020 : "চাপমুক্ত হয়ে খেলো", ফাইনালের আগে 'মোদি মন্ত্র' পেলেন ভাবিনা - ফাইনালের আগে ভাবিনাকে মোদির শুভেচ্ছা

ভাবিনা প্যাটেলের হাত ধরে এই প্রথমবার প্যারালিম্পিকসে টেবিল টেনিসের ফাইনালে পা রেখেছেন কোনও ভারতীয় প্যাডলার ৷ ভাবিনাকে ঘিরে সোনার পদকের স্বপ্ন দেখছে দেশবাসী ৷

Tokyo Paralympics 2020
Tokyo Paralympics 2020
author img

By

Published : Aug 28, 2021, 3:25 PM IST

নয়াদিল্লি, 28 অগস্ট : টোকিয়ো প্যারালিম্পিকসে সোনা জয়ের হাতছানি ভাবিনা প্যাটেলের সামনে ৷ আজ টেবিল টেনিসে মেয়েদের সিঙ্গলসের ক্লাস 4-এর ফাইনালে উঠে গিয়েছেন ভাবিনা ৷ তাঁকে নিয়ে সোনার পদকের আশায় বুক বেঁধেছে দেশবাসী ৷ একইসঙ্গে ভাবিনাকে নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফাইনালে ওঠার জন্য ভাবিনাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি সোনার পদক জয়ের ম্যাচের আগে দিলেন বিশেষ পরামর্শ ৷

আজ সেমিফাইনালে বিশ্বের তিন নম্বর চিনের মিয়াও জিয়াংকে 3-2 ব্যবধানে হারান ভাবিনা ৷ নিশ্চিত করে ফেলেন রুপোর পদক ৷ 34 মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের ফল দাঁড়ায় 7-11, 11-7, 11-4, 9-11 ও 11-8 । রবিবার ফাইনালে বিশ্বের এক নম্বর প্যাডলার ওয়াং ঝাউ-এর মুখোমুখি হবেন 34 বছরের এই টেবিল টেনিস তারকা ৷ তার আগে ভাবিনার মনোবল বাড়ালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে তিনি লেখেন, "অনেক শুভেচ্ছা ভাবিনা প্যাটেল ৷ তুমি দারুণ খেলেছ ৷ গোটা দেশ তোমাকে সাফল্যের জন্য প্রার্থনা করছে ৷ আগামীকাল তারা সবাই তোমার জন্য গলা ফাটাবে ৷" এরপর ভারতীয় প্যাডলারকে উপদেশ দিতে গিয়ে বলেন, "নিজের সেরাটা দাও এবং কোনওরকম চাপ না রেখেই খেলো ৷ তোমার সাফল্য গোটা দেশকে অনুপ্রাণিত করবে ৷"

  • Congratulations Bhavina Patel! You played excellently.

    The entire nation is praying for your success and will be cheering for you tomorrow. Give your best and play without any pressure. Your accomplishments inspire the entire nation. #Paralympics

    — Narendra Modi (@narendramodi) August 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tokyo Paralympics : ইতিহাস গড়ে ফাইনালে ভাবিনাবেন, নিশ্চিত রুপো

পুরো নাম ভাবিনা হাসমুখভাই প্যাটেল ৷ গুজরাতের মেহসিনার বাসিন্দা ভাবিনা গত 20 বছর ধরে টেবিল টেনিস খেলছেন ৷ মাত্র 12 মাস বয়সে পোলিওয় আক্রান্ত হন ভাবিনা ৷ হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেন ৷ তবে দমে যাননি ৷ হুইলচেয়ারকে সঙ্গী করে টেবিল টেনিসের বোর্ডে নিজেকে প্রমাণিত করেছেন বারবার ৷ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রচুর পদক জিতেছেন ৷ 2011 সালে বিশ্বের দ্বিতীয় সেরা মহিলা প্যারা টেবিল টেনিস খেলোয়াড়ে পরিণত হন তিনি ৷ চলতি প্যারালিম্পিকসে বিশ্বের প্রথম সারির প্যাডলারদের হারিয়ে ফাইনালের পথ পরিষ্কার করেছেন ভাবিনা ৷ সোনার পদক থেকে মাত্র এক ধাপ দূরে তিনি ৷

নয়াদিল্লি, 28 অগস্ট : টোকিয়ো প্যারালিম্পিকসে সোনা জয়ের হাতছানি ভাবিনা প্যাটেলের সামনে ৷ আজ টেবিল টেনিসে মেয়েদের সিঙ্গলসের ক্লাস 4-এর ফাইনালে উঠে গিয়েছেন ভাবিনা ৷ তাঁকে নিয়ে সোনার পদকের আশায় বুক বেঁধেছে দেশবাসী ৷ একইসঙ্গে ভাবিনাকে নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফাইনালে ওঠার জন্য ভাবিনাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি সোনার পদক জয়ের ম্যাচের আগে দিলেন বিশেষ পরামর্শ ৷

আজ সেমিফাইনালে বিশ্বের তিন নম্বর চিনের মিয়াও জিয়াংকে 3-2 ব্যবধানে হারান ভাবিনা ৷ নিশ্চিত করে ফেলেন রুপোর পদক ৷ 34 মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের ফল দাঁড়ায় 7-11, 11-7, 11-4, 9-11 ও 11-8 । রবিবার ফাইনালে বিশ্বের এক নম্বর প্যাডলার ওয়াং ঝাউ-এর মুখোমুখি হবেন 34 বছরের এই টেবিল টেনিস তারকা ৷ তার আগে ভাবিনার মনোবল বাড়ালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে তিনি লেখেন, "অনেক শুভেচ্ছা ভাবিনা প্যাটেল ৷ তুমি দারুণ খেলেছ ৷ গোটা দেশ তোমাকে সাফল্যের জন্য প্রার্থনা করছে ৷ আগামীকাল তারা সবাই তোমার জন্য গলা ফাটাবে ৷" এরপর ভারতীয় প্যাডলারকে উপদেশ দিতে গিয়ে বলেন, "নিজের সেরাটা দাও এবং কোনওরকম চাপ না রেখেই খেলো ৷ তোমার সাফল্য গোটা দেশকে অনুপ্রাণিত করবে ৷"

  • Congratulations Bhavina Patel! You played excellently.

    The entire nation is praying for your success and will be cheering for you tomorrow. Give your best and play without any pressure. Your accomplishments inspire the entire nation. #Paralympics

    — Narendra Modi (@narendramodi) August 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tokyo Paralympics : ইতিহাস গড়ে ফাইনালে ভাবিনাবেন, নিশ্চিত রুপো

পুরো নাম ভাবিনা হাসমুখভাই প্যাটেল ৷ গুজরাতের মেহসিনার বাসিন্দা ভাবিনা গত 20 বছর ধরে টেবিল টেনিস খেলছেন ৷ মাত্র 12 মাস বয়সে পোলিওয় আক্রান্ত হন ভাবিনা ৷ হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেন ৷ তবে দমে যাননি ৷ হুইলচেয়ারকে সঙ্গী করে টেবিল টেনিসের বোর্ডে নিজেকে প্রমাণিত করেছেন বারবার ৷ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রচুর পদক জিতেছেন ৷ 2011 সালে বিশ্বের দ্বিতীয় সেরা মহিলা প্যারা টেবিল টেনিস খেলোয়াড়ে পরিণত হন তিনি ৷ চলতি প্যারালিম্পিকসে বিশ্বের প্রথম সারির প্যাডলারদের হারিয়ে ফাইনালের পথ পরিষ্কার করেছেন ভাবিনা ৷ সোনার পদক থেকে মাত্র এক ধাপ দূরে তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.