ETV Bharat / sports

Tokyo Olympics : বাড়ছে উদ্বেগ, করোনা আক্রান্ত এবার স্বেচ্ছাসেবক - গেমস ভিলেজ

সোমবার পর্যন্ত পাঁচজন অ্যাথলিট করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ মঙ্গলবার যে স্বেচ্ছাসেবকের শরীরে করোনা ধরা পড়েছে তিনি জাপানের ইওয়াট প্রিফেকচারের বাসিন্দা ৷

Tokyo Olympics
Tokyo Olympics
author img

By

Published : Jul 20, 2021, 3:20 PM IST

টোকিয়ো, 20 জুলাই : অলিম্পিকসের আসরে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে বাড়ছে উদ্বেগ ৷ অ্যাথলিট, আয়োজক কর্তা, সাংবাদিকদের পর এবার করোনা আক্রান্ত হলেন সামার গেমসের স্বেচ্ছাসেবক ৷ তিনি জাপানের ইওয়াট প্রিফেকচারের বাসিন্দা ৷ ওই স্বেচ্ছাসেবককে নিয়ে মঙ্গলবার অলিম্পিকসে মোট আটজন করোনা আক্রান্ত হন ৷ এদিকে সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত অ্যাথলিটের সংখ্যা পাঁচ ৷ এই নিয়ে সামার গেমসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 67 ৷

অলিম্পিকস শুরু হতে আর মাত্র তিনদিন ৷ 23 জুলাই থেকে 8 অগস্ট পর্যন্ত চলবে এই শো পিস ইভেন্ট ৷ কিন্তু অলিম্পিকসের পর্দা ওঠার আগেই একের পর এক করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে ৷ গেমসের আয়োজকরা জানিয়েছিলেন, রোজ কয়েক হাজার করোনা টেস্ট করা হবে ৷ সেইমতো প্রতিদিন পরীক্ষা হচ্ছে ৷ আর তাতেই একাধিক আক্রান্তের খোঁজ মিলছে রোজ ৷ তবে মঙ্গলবারের আক্রান্তের তালিকা দেখে উদ্বেগ বাড়ল বইকি ৷ কারণ গেমসের স্বেচ্ছাসেবকরা ইভেন্ট শুরুর আগে, ইভেন্ট চলাকালীন এবং ইভেন্টের শেষ পর্যন্ত সরাসরি যুক্ত থাকেন ৷

আরও পড়ুন : Tokyo Olympics : হাতে আর চারদিন, টোকিয়ো পৌঁছে অনুশীলনে নেমে পড়লেন প্রণতি, দীপিকারা

সোমবার চেক রিপাবলিকের ভলিবল খেলোয়াড় ওনদ্রেজ পেরুসিচের করোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ পাশাপাশি আমেরিকার এক মহিলা জিমন্যাস্ট আক্রান্ত হন ৷ এছাড়া দক্ষিণ আফ্রিকার দুই ফুটবলার এবং এক ভিডিয়ো অ্যানালিস্ট করোনা আক্রান্ত হয়েছেন ৷

টোকিয়ো, 20 জুলাই : অলিম্পিকসের আসরে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে বাড়ছে উদ্বেগ ৷ অ্যাথলিট, আয়োজক কর্তা, সাংবাদিকদের পর এবার করোনা আক্রান্ত হলেন সামার গেমসের স্বেচ্ছাসেবক ৷ তিনি জাপানের ইওয়াট প্রিফেকচারের বাসিন্দা ৷ ওই স্বেচ্ছাসেবককে নিয়ে মঙ্গলবার অলিম্পিকসে মোট আটজন করোনা আক্রান্ত হন ৷ এদিকে সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত অ্যাথলিটের সংখ্যা পাঁচ ৷ এই নিয়ে সামার গেমসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 67 ৷

অলিম্পিকস শুরু হতে আর মাত্র তিনদিন ৷ 23 জুলাই থেকে 8 অগস্ট পর্যন্ত চলবে এই শো পিস ইভেন্ট ৷ কিন্তু অলিম্পিকসের পর্দা ওঠার আগেই একের পর এক করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে ৷ গেমসের আয়োজকরা জানিয়েছিলেন, রোজ কয়েক হাজার করোনা টেস্ট করা হবে ৷ সেইমতো প্রতিদিন পরীক্ষা হচ্ছে ৷ আর তাতেই একাধিক আক্রান্তের খোঁজ মিলছে রোজ ৷ তবে মঙ্গলবারের আক্রান্তের তালিকা দেখে উদ্বেগ বাড়ল বইকি ৷ কারণ গেমসের স্বেচ্ছাসেবকরা ইভেন্ট শুরুর আগে, ইভেন্ট চলাকালীন এবং ইভেন্টের শেষ পর্যন্ত সরাসরি যুক্ত থাকেন ৷

আরও পড়ুন : Tokyo Olympics : হাতে আর চারদিন, টোকিয়ো পৌঁছে অনুশীলনে নেমে পড়লেন প্রণতি, দীপিকারা

সোমবার চেক রিপাবলিকের ভলিবল খেলোয়াড় ওনদ্রেজ পেরুসিচের করোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ পাশাপাশি আমেরিকার এক মহিলা জিমন্যাস্ট আক্রান্ত হন ৷ এছাড়া দক্ষিণ আফ্রিকার দুই ফুটবলার এবং এক ভিডিয়ো অ্যানালিস্ট করোনা আক্রান্ত হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.