টোকিয়ো, 12 ফেব্রুয়ারি: বেশি কথা বলেন মহিলারা। ''সেক্সিস্ট'' অর্থাত্ লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করার জন্য ইস্তফা দিতে হল টোকিয়ো অলিম্পিকস অ্যান্ড প্যারালিম্পিকস আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরিকে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তাঁকে আয়োজক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করার 7 বছর পর সেই পদ থেকে সরে দাঁড়াতে হল মোরিকে।
কার্যনির্বাহী সদস্যদের বৈঠকে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন ইয়োশিরো মোরি। অলিম্পিকস মন্ত্রী শেইকো হাশিমোটো সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার তাঁকে ফোন করে মোরি ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেন।
3 ফেব্রুয়ারি ইয়োশিরো মোরি বলেন যে, মহিলারা বেশি কথা বলেন বলে মনে করেন তিনি। জাপানিজ় অলিম্পিকস কমিটির বোর্ড সদস্যদের মধ্যে লিঙ্গবৈষম্য বেড়ে যাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, মহিলাদের মধ্যে শত্রুতার প্রবণতা অনেক বেশি। যদিও একদিন পরই তিনি এই মন্তব্য করার জন্য ক্ষমা চেয়ে নেন। বলেন, ''এটা এমনিই একটা মন্তব্য এবং আমি এ জন্য ক্ষমা চাইছি। মহিলাদের বিরুদ্ধে বৈষম্য ছড়ানোর কোনও উদ্দেশ্য আমার ছিল না।'' জেওসি বোর্ডের 25 জন সদস্যের মধ্যে মাত্র পাঁচজন মহিলা। তাঁদের সবার সামনেই বিতর্কিত মন্তব্যটি করেছিলেন মোরি।
আরও পড়ুন: টোকিও অলিম্পিকে মেডেল জেতাই লক্ষ্য় : রীনা খোখার
কোরোনাভাইরাসের কারণে গত বছরের টোকিয়ো অলিম্পিকস স্থগিত রাখা হয়েছিল। আগামী 23 জুলাই থেকে 8 অগস্ট তা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর প্যারালিম্পিকস হবে 24 অগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত।