অ্যাডিলেড, 13 জুন : অলিম্পিক ট্রায়াল পর্বে সাঁতারে বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার কায়লি ম্যাকিয়ন ৷ মহিলাদের 100 মিটারের ব্যাক স্ট্রোক সাঁতার মাত্র 57.45 সেকেন্ডে শেষ করেছেন 19 বছরের এই তরুণি ৷ দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাকোয়াটিক সেন্টারে স্থানীয় সময় রবিবার রাতে এই রেকর্ড গড়েছেন কায়লি মেকিয়ন ৷ তিনি আমেরিকান সাঁতারু রেগান স্মিথের 57.57 সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন ৷ মার্কিন ওই সাঁতারু 2019 সালে এই রেকর্ড গড়ে ছিলেন ৷
অলিম্পিকের আগে এই অনন্য নজির গড়ে আবেগ প্রবণ হয়ে পড়েন অজি এই সাঁতারু ৷ কায়লি ম্যাকিয়ন জানিয়েছেন, ‘‘আমি বিশ্বাস করতে পারছি না ৷ আমি শুধু আজকে রাতের এই ফাইনালে নিজেকে উজাড় করে দিতে চেয়েছিলাম ৷’’ পুল সাইডে জলের মধ্য দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে নিজের প্রতিক্রিয়া দেন তিনি ৷ সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, এই বছরটা তাঁর এবং তাঁর পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷
আরও পড়ুন : 13 ঘণ্টা 40 মিনিটে 30 কিলোমিটার সাঁতরে রেকর্ড হায়দরাবাদের মহিলার
প্রসঙ্গত, গত 10 মাস আগে নিজের বাবাকে হারিয়েছেন কায়লি ম্যাকিয়ন ৷ অজি এই সাঁতারুর কথায়, আজকের এই সাফল্যে তাঁর বাবার অনেক বড় ভূমিকা রয়েছে ৷ তিনি বিশ্বাস করেন, তাঁর বাবা সবসময় সঙ্গে রয়েছেন ৷ ব্রেন ক্যানসারে ম্যাকিয়ন তাঁর বাবাকে হারিয়েছেন ৷ তাঁর কাছে ম্যাকিয়ন টোকিও অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ৷