ETV Bharat / sports

Tokyo Olympics : শনিবার নামছেন বঙ্গকন্যা সুতীর্থা, লড়বেন দীপিকা-চানুরাও - শনিবার অলিম্পিকসে নামছেন সুতীর্থা

শনিবার টোকিয়ো অলিম্পিকসে টেবিল টেনিসে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ড শুরু হচ্ছে ৷

tokyo olympics
tokyo olympics
author img

By

Published : Jul 23, 2021, 8:46 PM IST

টোকিয়ো, 23 জুলাই : অলিম্পিকসের মঞ্চে পা রাখার স্বপ্ন সত্যি হয়েছে ৷ এবার লড়াইয়ে নেমে পড়ার পালা ৷ টোকিয়ো অলিম্পিকস শুরুর পরদিনই প্রতিযোগিতায় নেমে পড়বেন বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায় ৷ বাংলা থেকে যে তিনজন টোকিয়ো অলিম্পিকসে গিয়েছেন তাদের মধ্যে একজন সুতীর্থা ৷ টোকিয়োতে পদকের আশা জোগাচ্ছে সুতীর্থা, মণিকাদের টেবিল টেনিস দল ৷ আজ অলিম্পিকসের প্রথম দিন নেমেছিলেন তিরন্দাজ অতনু দাস ৷ যদিও অতনুর দিন ভাল যায়নি ৷

আগামীকাল টেবিল টেনিসে পুরুষ ও মহিলা উভয়ের সিঙ্গলসের প্রথম রাউন্ড ৷ ভারতীয় সময় অনুযায়ী ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হবে খেলা ৷ মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুতীর্থা মুখোপাধ্যায় ও মণিকা বাত্রা ৷ পুরুষদের সিঙ্গলসে নামছেন শরথ কমল এবং জি সাথিয়ান ৷ একই দিনে মিক্সড ডাবলস টিটি-র প্রি কোয়ার্টার ফাইনাল ৷ জুটি বেঁধে লড়বেন শরথ কমল ও মণিকা বাত্রা ৷ ম্যাচ শুরু সকাল 7:45 নাগাদ ৷

আরও পড়ুন : Tokyo Olympics : উদ্বোধনের দিনই গেমসে করোনা আক্রান্তের সংখ্যা 100 পার

টেবিল টেনিস ছাড়াও তিরন্দাজি, বক্সিং, হকি, জুডো, রোয়িং, ব্যাডমিন্টন ভারোত্তোলনের খেলা রয়েছে ৷ পুল এ-র ম্যাচে ছেলেদের হকি দল নামবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৷ ম্যাচ শুরু সাড়ে ছটা থেকে ৷ গ্রুপ পর্বে মেয়েদের হকি দলের খেলা রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৷ 5টা 15 নাগাদ ম্যাচ শুরু ৷ তিরন্দাজিতে শনিবার ফের নামবেন দীপিকা কুমারী ৷ মিক্সড টিম ইভেন্টে তাঁর জুটি প্রবীণ যাদব ৷ ব্যাডমিন্টন সিঙ্গলসে সাই প্রণীত ও ডাবলসে খেলা রয়েছে সাত্ত্বিকসাইরাজ রেনকিরেড্ডি ও চিরাগ শেট্টির ৷ বক্সিংয়ে নামবেন বিকাশ কিষাণ ৷

এছাড়া মহিলাদের 48 কেজি জুডোর প্রথম রাউন্ডের খেলা রয়েছে সুশীলা দেবীর ৷ মহিলাদের 49 কেজি বিভাগে নামবেন ভারোত্তোলক মীরাবাঈ চানু ৷ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলসের যোগ্যতা অর্জন পর্ব ও ফাইনাল রয়েছে একইদিনে ৷ খেলবেন এলাভেনিল ভালারিভান ও অপূর্বী চান্ডেলা ৷ ছেলেদের 10 মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্ব ও ফাইনালও রয়েছে ৷ খেলবেন অভিষেক বর্মা ও সৌরভ চৌধুরী ৷

টোকিয়ো, 23 জুলাই : অলিম্পিকসের মঞ্চে পা রাখার স্বপ্ন সত্যি হয়েছে ৷ এবার লড়াইয়ে নেমে পড়ার পালা ৷ টোকিয়ো অলিম্পিকস শুরুর পরদিনই প্রতিযোগিতায় নেমে পড়বেন বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায় ৷ বাংলা থেকে যে তিনজন টোকিয়ো অলিম্পিকসে গিয়েছেন তাদের মধ্যে একজন সুতীর্থা ৷ টোকিয়োতে পদকের আশা জোগাচ্ছে সুতীর্থা, মণিকাদের টেবিল টেনিস দল ৷ আজ অলিম্পিকসের প্রথম দিন নেমেছিলেন তিরন্দাজ অতনু দাস ৷ যদিও অতনুর দিন ভাল যায়নি ৷

আগামীকাল টেবিল টেনিসে পুরুষ ও মহিলা উভয়ের সিঙ্গলসের প্রথম রাউন্ড ৷ ভারতীয় সময় অনুযায়ী ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হবে খেলা ৷ মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুতীর্থা মুখোপাধ্যায় ও মণিকা বাত্রা ৷ পুরুষদের সিঙ্গলসে নামছেন শরথ কমল এবং জি সাথিয়ান ৷ একই দিনে মিক্সড ডাবলস টিটি-র প্রি কোয়ার্টার ফাইনাল ৷ জুটি বেঁধে লড়বেন শরথ কমল ও মণিকা বাত্রা ৷ ম্যাচ শুরু সকাল 7:45 নাগাদ ৷

আরও পড়ুন : Tokyo Olympics : উদ্বোধনের দিনই গেমসে করোনা আক্রান্তের সংখ্যা 100 পার

টেবিল টেনিস ছাড়াও তিরন্দাজি, বক্সিং, হকি, জুডো, রোয়িং, ব্যাডমিন্টন ভারোত্তোলনের খেলা রয়েছে ৷ পুল এ-র ম্যাচে ছেলেদের হকি দল নামবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৷ ম্যাচ শুরু সাড়ে ছটা থেকে ৷ গ্রুপ পর্বে মেয়েদের হকি দলের খেলা রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৷ 5টা 15 নাগাদ ম্যাচ শুরু ৷ তিরন্দাজিতে শনিবার ফের নামবেন দীপিকা কুমারী ৷ মিক্সড টিম ইভেন্টে তাঁর জুটি প্রবীণ যাদব ৷ ব্যাডমিন্টন সিঙ্গলসে সাই প্রণীত ও ডাবলসে খেলা রয়েছে সাত্ত্বিকসাইরাজ রেনকিরেড্ডি ও চিরাগ শেট্টির ৷ বক্সিংয়ে নামবেন বিকাশ কিষাণ ৷

এছাড়া মহিলাদের 48 কেজি জুডোর প্রথম রাউন্ডের খেলা রয়েছে সুশীলা দেবীর ৷ মহিলাদের 49 কেজি বিভাগে নামবেন ভারোত্তোলক মীরাবাঈ চানু ৷ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলসের যোগ্যতা অর্জন পর্ব ও ফাইনাল রয়েছে একইদিনে ৷ খেলবেন এলাভেনিল ভালারিভান ও অপূর্বী চান্ডেলা ৷ ছেলেদের 10 মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্ব ও ফাইনালও রয়েছে ৷ খেলবেন অভিষেক বর্মা ও সৌরভ চৌধুরী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.