ETV Bharat / sports

অলিম্পিকে 'অন্য' রঙের পদক চান মেরি - দেশের প্রথম মহিলা বক্সার

2012 সালে লন্ডন অলিম্পিকে দেশের প্রথম মহিলা বক্সার হিসাবে মেরি কম ব্রোঞ্জ পদক জয় করেন।এবার মেরি কমের লক্ষ্য আলাদা রঙের পদক !

Mary Kom
মেরি কম
author img

By

Published : May 20, 2020, 10:24 PM IST

দিল্লি, 20 মে : তাঁর এখন একমাত্র লক্ষ্য হ'ল আগামী বছরে টোকিও অলিম্পিকে 'অন্য' রঙের পদক জয়। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন M C মেরি কম বুধবার এই মন্তব্য করেছেন। 2012 সালে লন্ডন অলিম্পিকে দেশের প্রথম মহিলা বক্সার হিসাবে মেরি কম ব্রোঞ্জ পদক জয় করেন।এবার মেরি কমের লক্ষ্য আলাদা রঙের অন্য পদক অর্থাৎ স্বর্ণ বা রৌপ্য পদক জয় করা ।

তিনি বছরের শুরুতে জর্ডনের আম্মানে এশিয়ান বাছাইপর্বে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। কিন্তু, শেষ পর্যন্ত, কোরোনার ফলে অলিম্পিক 2021 জুলাই পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে।একটি শো-তে অংশ নিতে এসে মেরি বলেন, "আমি যখনই রিঙে থাকি তখন সবসময় আমাকে ঘিরে অনেক প্রত্যাশা থাকে । এসব কিছু আমার মনের মধ্যে থাকে" ।

মেরি বলেন, "আমি কীভাবে নিজেকে আরও উন্নত করতে পারি, কীভাবে আমার দুর্বলতাগুলি দূর করতে পারি তা নিয়ে ভাবতে গিয়ে আমি মাঝে মাঝে রাতের পর রাত ঘুমাইনি।"

ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন M C মেরি কম তাঁর লক্ষ্যের কথা বলতে গিয়ে বলেন,"আমার জন্য মানুষের প্রার্থনার ফলেই আমি এতটা সফল হয়েছি। আমি এখনও আমার শক্তি, স্ট্যামিনা, গতি এবং ধৈর্য ধরে কাজ করছি। এই মুহূর্তে আমার মূল স্বপ্ন এবার অলিম্পিক পদকের রঙ পরিবর্তন করা।"

ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন জানিয়েছেন যে, 2012 সালের অলিম্পিকের রানআপে ভারতের পুরুষ বক্সারদের সঙ্গে তিনি অনুশীলন করেন । এর ফলে 51 কেজি বিভাগে তিনি অভ্যস্থ হয়ে ওঠেন । অ্যামেচার ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন (AIBA) অলিম্পিক থেকে 48 কেজি বিভাগ বাদ দেওয়ার আগে মেরি ওই বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ।


মেরি বলেন,"51 কেজি বিভাগে তখন আমার খুব বেশি অভিজ্ঞতা ছিল না। মাত্র এক বছর হয়েছে আমি ওজন বিভাগ পরিবর্তন করেছি । তার আগে আমি 48 কেজি বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। 48 কেজি বিভাগে আমি আমার সমস্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছি।"

মেরি বলেন,"51 কেজিতে আমি লম্বা মুষ্টিযোদ্ধাদের মুখোমুখি হয়েছিলাম । এবং তাঁরা উচ্চতার কারণে সুবিধা পাচ্ছিল । ভারতে এই ধরনের উচ্চতায় বক্সারদের সঙ্গে অনুশীলনের সুযোগ তেমন কিছু ছিল না । সেজন্য আমি 2012 অলিম্পিকে আমার যোগ্যতা নিশ্চিত হওয়ার পরে 51 কেজি বিভাগে প্রশিক্ষণের জন্য আমার চেয়ে লম্বা এবং শক্তিশালী ছেলেদের সঙ্গে প্রশিক্ষণ করেছি।আমি অলিম্পিকের জন্য প্রশিক্ষণ নিচ্ছিলাম । তাই অনুশীলনের সময় কেউ হিট করলে আমি কিছু মনে করতাম না । আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছিলাম এবং সেই বক্সারদেরও আমি প্রশিক্ষণ দিয়েছিলাম।"

দিল্লি, 20 মে : তাঁর এখন একমাত্র লক্ষ্য হ'ল আগামী বছরে টোকিও অলিম্পিকে 'অন্য' রঙের পদক জয়। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন M C মেরি কম বুধবার এই মন্তব্য করেছেন। 2012 সালে লন্ডন অলিম্পিকে দেশের প্রথম মহিলা বক্সার হিসাবে মেরি কম ব্রোঞ্জ পদক জয় করেন।এবার মেরি কমের লক্ষ্য আলাদা রঙের অন্য পদক অর্থাৎ স্বর্ণ বা রৌপ্য পদক জয় করা ।

তিনি বছরের শুরুতে জর্ডনের আম্মানে এশিয়ান বাছাইপর্বে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। কিন্তু, শেষ পর্যন্ত, কোরোনার ফলে অলিম্পিক 2021 জুলাই পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে।একটি শো-তে অংশ নিতে এসে মেরি বলেন, "আমি যখনই রিঙে থাকি তখন সবসময় আমাকে ঘিরে অনেক প্রত্যাশা থাকে । এসব কিছু আমার মনের মধ্যে থাকে" ।

মেরি বলেন, "আমি কীভাবে নিজেকে আরও উন্নত করতে পারি, কীভাবে আমার দুর্বলতাগুলি দূর করতে পারি তা নিয়ে ভাবতে গিয়ে আমি মাঝে মাঝে রাতের পর রাত ঘুমাইনি।"

ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন M C মেরি কম তাঁর লক্ষ্যের কথা বলতে গিয়ে বলেন,"আমার জন্য মানুষের প্রার্থনার ফলেই আমি এতটা সফল হয়েছি। আমি এখনও আমার শক্তি, স্ট্যামিনা, গতি এবং ধৈর্য ধরে কাজ করছি। এই মুহূর্তে আমার মূল স্বপ্ন এবার অলিম্পিক পদকের রঙ পরিবর্তন করা।"

ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন জানিয়েছেন যে, 2012 সালের অলিম্পিকের রানআপে ভারতের পুরুষ বক্সারদের সঙ্গে তিনি অনুশীলন করেন । এর ফলে 51 কেজি বিভাগে তিনি অভ্যস্থ হয়ে ওঠেন । অ্যামেচার ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন (AIBA) অলিম্পিক থেকে 48 কেজি বিভাগ বাদ দেওয়ার আগে মেরি ওই বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ।


মেরি বলেন,"51 কেজি বিভাগে তখন আমার খুব বেশি অভিজ্ঞতা ছিল না। মাত্র এক বছর হয়েছে আমি ওজন বিভাগ পরিবর্তন করেছি । তার আগে আমি 48 কেজি বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। 48 কেজি বিভাগে আমি আমার সমস্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছি।"

মেরি বলেন,"51 কেজিতে আমি লম্বা মুষ্টিযোদ্ধাদের মুখোমুখি হয়েছিলাম । এবং তাঁরা উচ্চতার কারণে সুবিধা পাচ্ছিল । ভারতে এই ধরনের উচ্চতায় বক্সারদের সঙ্গে অনুশীলনের সুযোগ তেমন কিছু ছিল না । সেজন্য আমি 2012 অলিম্পিকে আমার যোগ্যতা নিশ্চিত হওয়ার পরে 51 কেজি বিভাগে প্রশিক্ষণের জন্য আমার চেয়ে লম্বা এবং শক্তিশালী ছেলেদের সঙ্গে প্রশিক্ষণ করেছি।আমি অলিম্পিকের জন্য প্রশিক্ষণ নিচ্ছিলাম । তাই অনুশীলনের সময় কেউ হিট করলে আমি কিছু মনে করতাম না । আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছিলাম এবং সেই বক্সারদেরও আমি প্রশিক্ষণ দিয়েছিলাম।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.