ETV Bharat / sports

Bhaichung Bhutia on FIFA ভারতীয় ফুটবলে বদলের সময় এসেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বার্তা বাইচুংয়ের

ভারতীয় ফুটবলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের (FIFA Decision to Lift Ban on AIFF) সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রাক্তন ফুটবলার তথা অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) ৷ আর ফিফার এই সিদ্ধান্তকে ভারতীয় ফুটবলের জয় বলে উল্লেখ করেছেন তিনি (Bhaichung Bhutia on FIFA) ৷

Time to Change The System Bhaichung Bhutia Over FIFA Decision to Lift Ban on AIFF
Time to Change The System Bhaichung Bhutia Over FIFA Decision to Lift Ban on AIFF
author img

By

Published : Aug 27, 2022, 4:03 PM IST

Updated : Oct 29, 2022, 3:05 PM IST

নয়াদিল্লি, 27 অগস্ট: এ বার পরিবর্তনের কথা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার (Bhaichung Bhutia) গলায় ৷ ফিফার এআইএফএফ এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের পর এ কথা জানান বাইচুং ৷ তিনি বলেন, ‘‘এ বার সম্পূর্ণ প্রক্রিয়া বদল করার সময় এসেছে ৷’’ প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা কেড়ে নেওয়ার পরেই, ফিফা ভারতীয় ফুটবলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় (FIFA Decision to Lift Ban on AIFF) ৷ ভারতীয় সময় শুক্রবার রাতে সেই সিদ্ধান্তের কথা জানায় ফিফার গভর্নিং কাউন্সিল ৷

এই সিদ্ধান্তের পরেই বদলের কথা বললেন, এআইএফএফ এর নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পেশ করা বাইচুং ভুটিয়া ৷ তিনি বলেন, ‘‘এটা খুবই ভালো খবর ৷ এআইএফএফ এর উপর থেকে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানাই (Bhaichung Bhutia on FIFA) ৷ এটা ভারতীয় ফুটবলের জয় ছাড়া কিছুই নয় ৷’’ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এই সাক্ষাৎকারে বাইচুং অনূর্ধ্ব-17 মহিলা ফুটবল দলের খেলা নিয়েও প্রশংসা করেন ৷ বলেন, ‘‘আমি আমাদের তরুণ খেলোয়াড়দের পারফর্মেন্স খুব খুশি ৷ এখন মহিলা অনূর্ধ্ব-17 ফুটবল দল তাঁদের বয়সের সেরা ফুটবলারদের বিরুদ্ধে বিশ্বকাপের প্রতিযোগিতায় নামবে ৷’’

গত 14 অগস্ট তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে, ভারতীয় ফুটবলে নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা ৷ যা 16 অগস্ট ঘোষণা করা হয় ৷ মূলত, এ বছর 18 মে সুপ্রিম কোর্ট এআইএফএফ-এর বোর্ড ভেঙে দিয়ে 3 সদস্যের প্রশাসক কমিটি বসিয়ে দেয় ৷ সেই সঙ্গেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সংবিধান সংস্কারের নির্দেশ দেয় ৷ এই পুরো প্রক্রিয়া নিয়ে ফিফার আপত্তি ছিল ৷ কারণ, ফিফার সংবিধান অনুযায়ী, স্ব-শাসিত সংস্থা হিসাবে সদস্য দেশগুলির বোর্ডে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করা যাবে না ৷ যার পরেই ভারতীয় ফুটবলের উপরে নিষেধাজ্ঞার কোপ নেমে আসে ৷

আরও পড়ুন: নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ফিফা, সঙ্গে কাটল অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ আয়োজনের বাধাও

তবে, প্রশাসক কমিটির ক্ষমতা কেড়ে নিয়ে সুপ্রিম কোর্ট এআইএফএফ এর নির্বাচন ঘোষণা করতেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফিফা ৷ ভারতীয় সময় শুক্রবার রাতে সেই খবর প্রকাশ হতেই স্বস্তি ফেরে ভারতীয় ফুটবল মহল এবং অনুরাগীদের মধ্যে ৷ এ বার 2 সেপ্টেম্বর এআইএফএফ এর নির্বাচন হবে ৷ যে নির্বাচনের পর এআইএফএফ-এ নতুন প্রশাসনিক বোর্ড গঠন হবে ৷ আর সেই নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন 45 বছরের বাইচুং ৷ নতুন প্রশাসনিক বোর্ডের নেতৃত্বেই 11 অক্টোবর থেকে ভারতে অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপের আসর বসতে চলেছে ৷

নয়াদিল্লি, 27 অগস্ট: এ বার পরিবর্তনের কথা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার (Bhaichung Bhutia) গলায় ৷ ফিফার এআইএফএফ এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের পর এ কথা জানান বাইচুং ৷ তিনি বলেন, ‘‘এ বার সম্পূর্ণ প্রক্রিয়া বদল করার সময় এসেছে ৷’’ প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা কেড়ে নেওয়ার পরেই, ফিফা ভারতীয় ফুটবলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় (FIFA Decision to Lift Ban on AIFF) ৷ ভারতীয় সময় শুক্রবার রাতে সেই সিদ্ধান্তের কথা জানায় ফিফার গভর্নিং কাউন্সিল ৷

এই সিদ্ধান্তের পরেই বদলের কথা বললেন, এআইএফএফ এর নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পেশ করা বাইচুং ভুটিয়া ৷ তিনি বলেন, ‘‘এটা খুবই ভালো খবর ৷ এআইএফএফ এর উপর থেকে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানাই (Bhaichung Bhutia on FIFA) ৷ এটা ভারতীয় ফুটবলের জয় ছাড়া কিছুই নয় ৷’’ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এই সাক্ষাৎকারে বাইচুং অনূর্ধ্ব-17 মহিলা ফুটবল দলের খেলা নিয়েও প্রশংসা করেন ৷ বলেন, ‘‘আমি আমাদের তরুণ খেলোয়াড়দের পারফর্মেন্স খুব খুশি ৷ এখন মহিলা অনূর্ধ্ব-17 ফুটবল দল তাঁদের বয়সের সেরা ফুটবলারদের বিরুদ্ধে বিশ্বকাপের প্রতিযোগিতায় নামবে ৷’’

গত 14 অগস্ট তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে, ভারতীয় ফুটবলে নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা ৷ যা 16 অগস্ট ঘোষণা করা হয় ৷ মূলত, এ বছর 18 মে সুপ্রিম কোর্ট এআইএফএফ-এর বোর্ড ভেঙে দিয়ে 3 সদস্যের প্রশাসক কমিটি বসিয়ে দেয় ৷ সেই সঙ্গেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সংবিধান সংস্কারের নির্দেশ দেয় ৷ এই পুরো প্রক্রিয়া নিয়ে ফিফার আপত্তি ছিল ৷ কারণ, ফিফার সংবিধান অনুযায়ী, স্ব-শাসিত সংস্থা হিসাবে সদস্য দেশগুলির বোর্ডে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করা যাবে না ৷ যার পরেই ভারতীয় ফুটবলের উপরে নিষেধাজ্ঞার কোপ নেমে আসে ৷

আরও পড়ুন: নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ফিফা, সঙ্গে কাটল অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ আয়োজনের বাধাও

তবে, প্রশাসক কমিটির ক্ষমতা কেড়ে নিয়ে সুপ্রিম কোর্ট এআইএফএফ এর নির্বাচন ঘোষণা করতেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফিফা ৷ ভারতীয় সময় শুক্রবার রাতে সেই খবর প্রকাশ হতেই স্বস্তি ফেরে ভারতীয় ফুটবল মহল এবং অনুরাগীদের মধ্যে ৷ এ বার 2 সেপ্টেম্বর এআইএফএফ এর নির্বাচন হবে ৷ যে নির্বাচনের পর এআইএফএফ-এ নতুন প্রশাসনিক বোর্ড গঠন হবে ৷ আর সেই নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন 45 বছরের বাইচুং ৷ নতুন প্রশাসনিক বোর্ডের নেতৃত্বেই 11 অক্টোবর থেকে ভারতে অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপের আসর বসতে চলেছে ৷

Last Updated : Oct 29, 2022, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.