ETV Bharat / sports

দুর্ঘটনায় আহত টাইগার উডস - Tiger Woods meets accident

লস অ্যাঞ্জেলসে গতকাল যখন টাইগার উডসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, তখন গাড়িতে তিনি একাই ছিলেন । একটি অ্যাম্বুলেন্স তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

সড়ক দুর্ঘটনায় আহত গলফ তারকা টাইগার উডস
সড়ক দুর্ঘটনায় আহত গলফ তারকা টাইগার উডস
author img

By

Published : Feb 24, 2021, 7:05 AM IST

লস অ্যাঞ্জেলেস, 24 ফেব্রুয়ারি : দুর্ঘটনায় আহত তারকা গলফ খেলোয়াড় টাইগার উডস । মঙ্গলবার আমেরিকার লস অ্যাঞ্জেলসে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে । টাইগারের পায়ে চোট লেগেছে । তাঁর অস্ত্রপচার হয়েছে বলে জানিয়েছেন টাইগারের ম্যানেজার মার্ক স্টেইনবার্গ ।

লস অ্যাঞ্জেলসের 32 কিলোমিটার দক্ষিণে স্থানীয় সময় সকাল সাতটা 15 মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটে । টাইগার সেইসময় গাড়িতে একা ছিলেন । গত এক সপ্তাহ ধরে একটি টুর্নামেন্টের জন্য তিনি সেখানে রয়েছেন । গতকাল দ্রুত গতিতে যাওয়ার সময় টাইগারের গাড়ি রাস্তা থেকে নিচে উল্টে যায় । একটি অ্যাম্বুলেন্স তাঁকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয় ।

আরও পড়ুন : ''মহিলারা বেশি কথা বলেন'', ''সেক্সিস্ট'' মন্তব্যে পদ গেল অলিম্পিকস কর্তার

2009 সালে একবার দুর্ঘটনায় আহত হন উডস । এরপর 2017 সালে ফ্লোরিডা পুলিশ তাঁকে ঘুমন্ত অবস্থায় গাড়ি থেকে উদ্ধার করেছিল । ওই ঘটনার পর বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য ক্ষমাও চেয়েছিলেন টাইগার উডস ।

লস অ্যাঞ্জেলেস, 24 ফেব্রুয়ারি : দুর্ঘটনায় আহত তারকা গলফ খেলোয়াড় টাইগার উডস । মঙ্গলবার আমেরিকার লস অ্যাঞ্জেলসে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে । টাইগারের পায়ে চোট লেগেছে । তাঁর অস্ত্রপচার হয়েছে বলে জানিয়েছেন টাইগারের ম্যানেজার মার্ক স্টেইনবার্গ ।

লস অ্যাঞ্জেলসের 32 কিলোমিটার দক্ষিণে স্থানীয় সময় সকাল সাতটা 15 মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটে । টাইগার সেইসময় গাড়িতে একা ছিলেন । গত এক সপ্তাহ ধরে একটি টুর্নামেন্টের জন্য তিনি সেখানে রয়েছেন । গতকাল দ্রুত গতিতে যাওয়ার সময় টাইগারের গাড়ি রাস্তা থেকে নিচে উল্টে যায় । একটি অ্যাম্বুলেন্স তাঁকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয় ।

আরও পড়ুন : ''মহিলারা বেশি কথা বলেন'', ''সেক্সিস্ট'' মন্তব্যে পদ গেল অলিম্পিকস কর্তার

2009 সালে একবার দুর্ঘটনায় আহত হন উডস । এরপর 2017 সালে ফ্লোরিডা পুলিশ তাঁকে ঘুমন্ত অবস্থায় গাড়ি থেকে উদ্ধার করেছিল । ওই ঘটনার পর বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য ক্ষমাও চেয়েছিলেন টাইগার উডস ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.