ETV Bharat / sports

Boris Becker jailed : সম্পত্তি গোপনের অভিযোগ, দেউলিয়া আইনে আড়াই বছরের জেল বরিস বেকারের

সম্পত্তি গোপন করার অভিযোগে আড়াই বছরের জেল হল কিংবদন্তি টেনিস তারকা বরিস বেকারের (Boris Becker jailed) ৷

Boris Becker jailed
Boris Becker jailed
author img

By

Published : Apr 29, 2022, 9:25 PM IST

Updated : Apr 29, 2022, 10:00 PM IST

লন্ডন, 29 এপ্রিল : কেরিয়ার জুড়ে সাফল্যের ছড়াছড়ি ৷ ঝুলিতে ছয়টি গ্র্যান্ডস্ল্যাম ৷ তার মধ্যে তিনটিই উইম্বলডন খেতাব ৷ এহেন জনপ্রিয় ও বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা বরিস বেকারকে দেউলিয়া আইনে আগেই দোষী সাব্যস্ত করেছিল আদালত ৷ এবার ঘোষিত হল শাস্তি ৷ অভিযোগ, দেউলিয়া ঘোষণার সময় সম্পত্তি ঠিকঠাক খতিয়ান দেননি তিনি ৷ দেনার দায় থেকে বাঁচতে লাখ লাখ পাউন্ডের সম্পত্তি লুকিয়ে রেখেছিলেন ৷ সম্পত্তির পরিমাণ গোপন করার অভিযোগে আড়াই বছরের জেল হল কিংবদন্তি এই টেনিস তারকার (Boris Becker jailed) ৷

2017 সালে জার্মান টেনিস কিংবদন্তিকে দেউলিয়া ঘোষণা করা হয় ৷ অভিযোগ, সেইসময় স্থাবর ও অস্থাবর সম্পত্তি সঠিক খতিয়ান দেননি তিনি ৷ দেনার দায় থেকে বাঁচতে বিশাল সম্পত্তির কথা লুকিয়ে গিয়েছিলেন ৷ তার মধ্যে রয়েছে দুটি উইম্বলডন ট্রফিও ৷ জার্মানির সম্পত্তি এবং 825,000 ইউরোর দেনা ও একটি টেক ফার্মে তাঁর শেয়ারের কথা সম্পূর্ণ লুকিয়ে গিয়েছেন ৷ এছাড়া টেনিস কেরিয়ারে অর্জিত আটটি ট্রফি ও পদকের কথাও বেমালুম চেপে গিয়েছিলেন ৷ সব মিলিয়ে চলতি বছরের প্রথমদিকে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে 54 বছর বয়সি বরিসের বিরুদ্ধে 20টি অভিযোগ দায়ের হয়েছিল ৷ যদিও সবরকম অভিযোগ অস্বীকার করেন তিনি ৷ তাতেও শাস্তি এড়ানো যায়নি ৷

আরও পড়ুন : Novak Djokovic : উইম্বলডনে খেতাব ধরে রাখার সুবর্ণ সুযোগ জকোভিচের সামনে

আজ শুনানির আগে কোর্টের বাইরে সাদা শার্ট ও ছাই রঙা স্যুটে ক্যামেরায় ধরা পড়েন বরিস ৷ পাশে ছিলেন বর্তমান পার্টনার লিলিয়ান ডি কারভালহো মন্টেইরো ৷ 2012 সাল থেকে যুক্তরাজ্যে বসবাসকারী বরিস বলেন, তত্ত্বাবধকদের সম্পত্তির দেখভালের দায়িত্ব দিয়েছিলেন তিনি ৷ এই ঝামেলা থেকে নিস্পত্তি পেতে বিয়ের আংটিও দিতে রাজি হয়ে যান ৷ শুনানির সময় জুরিদের জানিয়েছিলেন, কীভাবে 16 বছরের টেনিস কেরিয়ারে অর্জিত 40 মিলিয়ন পাউন্ড সম্পত্তি প্রথম স্ত্রী বারবারা বেকারকে ডিভোর্স দিতে গিয়ে নয়ছয় হয়েছে ৷ যদিও শেষমেশ দেউলিয়া আইনের অধীনে চারটি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ অবশেষে লন্ডনের আদালত তাঁকে দেউলিয়া আইনে দোষী সাব্যস্ত করে এবং আড়াই বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হলেন তিনি ৷

লন্ডন, 29 এপ্রিল : কেরিয়ার জুড়ে সাফল্যের ছড়াছড়ি ৷ ঝুলিতে ছয়টি গ্র্যান্ডস্ল্যাম ৷ তার মধ্যে তিনটিই উইম্বলডন খেতাব ৷ এহেন জনপ্রিয় ও বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা বরিস বেকারকে দেউলিয়া আইনে আগেই দোষী সাব্যস্ত করেছিল আদালত ৷ এবার ঘোষিত হল শাস্তি ৷ অভিযোগ, দেউলিয়া ঘোষণার সময় সম্পত্তি ঠিকঠাক খতিয়ান দেননি তিনি ৷ দেনার দায় থেকে বাঁচতে লাখ লাখ পাউন্ডের সম্পত্তি লুকিয়ে রেখেছিলেন ৷ সম্পত্তির পরিমাণ গোপন করার অভিযোগে আড়াই বছরের জেল হল কিংবদন্তি এই টেনিস তারকার (Boris Becker jailed) ৷

2017 সালে জার্মান টেনিস কিংবদন্তিকে দেউলিয়া ঘোষণা করা হয় ৷ অভিযোগ, সেইসময় স্থাবর ও অস্থাবর সম্পত্তি সঠিক খতিয়ান দেননি তিনি ৷ দেনার দায় থেকে বাঁচতে বিশাল সম্পত্তির কথা লুকিয়ে গিয়েছিলেন ৷ তার মধ্যে রয়েছে দুটি উইম্বলডন ট্রফিও ৷ জার্মানির সম্পত্তি এবং 825,000 ইউরোর দেনা ও একটি টেক ফার্মে তাঁর শেয়ারের কথা সম্পূর্ণ লুকিয়ে গিয়েছেন ৷ এছাড়া টেনিস কেরিয়ারে অর্জিত আটটি ট্রফি ও পদকের কথাও বেমালুম চেপে গিয়েছিলেন ৷ সব মিলিয়ে চলতি বছরের প্রথমদিকে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে 54 বছর বয়সি বরিসের বিরুদ্ধে 20টি অভিযোগ দায়ের হয়েছিল ৷ যদিও সবরকম অভিযোগ অস্বীকার করেন তিনি ৷ তাতেও শাস্তি এড়ানো যায়নি ৷

আরও পড়ুন : Novak Djokovic : উইম্বলডনে খেতাব ধরে রাখার সুবর্ণ সুযোগ জকোভিচের সামনে

আজ শুনানির আগে কোর্টের বাইরে সাদা শার্ট ও ছাই রঙা স্যুটে ক্যামেরায় ধরা পড়েন বরিস ৷ পাশে ছিলেন বর্তমান পার্টনার লিলিয়ান ডি কারভালহো মন্টেইরো ৷ 2012 সাল থেকে যুক্তরাজ্যে বসবাসকারী বরিস বলেন, তত্ত্বাবধকদের সম্পত্তির দেখভালের দায়িত্ব দিয়েছিলেন তিনি ৷ এই ঝামেলা থেকে নিস্পত্তি পেতে বিয়ের আংটিও দিতে রাজি হয়ে যান ৷ শুনানির সময় জুরিদের জানিয়েছিলেন, কীভাবে 16 বছরের টেনিস কেরিয়ারে অর্জিত 40 মিলিয়ন পাউন্ড সম্পত্তি প্রথম স্ত্রী বারবারা বেকারকে ডিভোর্স দিতে গিয়ে নয়ছয় হয়েছে ৷ যদিও শেষমেশ দেউলিয়া আইনের অধীনে চারটি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ অবশেষে লন্ডনের আদালত তাঁকে দেউলিয়া আইনে দোষী সাব্যস্ত করে এবং আড়াই বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হলেন তিনি ৷

Last Updated : Apr 29, 2022, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.