ETV Bharat / sports

Bjorn Borg leaves Event: 2 ঘণ্টা দেরিতে এলেন মুখ্যমন্ত্রী ! সংবর্ধনা না-নিয়েই মঞ্চ ছাড়লেন ক্লে কোর্টের 'রাজা' - মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই

বিয়র্ন বর্গকে সংবর্ধনা জানানোর ব্যবস্থা করেছিল কর্ণাটক স্টেট লন টেনিস অ্যাসোসিয়েশন । কিন্তু অনুষ্ঠানের নির্ধারিত সময়ের দু'ঘণ্টা পর এসে হাজির হন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Tennis legend Bjorn Borg leaves event) । ততক্ষণে সংবর্ধনা না-নিয়েই কোর্ট ছেড়েছেন 11টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা । কী হল তারপর ?

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 22, 2023, 9:40 PM IST

বেঙ্গালুরু, 22 ফেব্রুয়ারি: বেঙ্গালুরু ওপেনে খেলতে এসেছেন লিও বর্গ । ছেলের সঙ্গেই এসেছেন টেনিস কিংবদন্তি বিয়র্ন বর্গও । ফলে 15টি গ্র্যান্ড স্ল্যাম জেতা বর্গকে সম্মান জানানোর সুযোগ হাতছাড়া করতে চায়নি কর্ণাটক স্টেট লন টেনিস অ্যাসোসিয়েশন । সেইমতোই বুধবার তাঁর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত সম্মান না-নিয়েই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন ক্লে কোর্টের রাজা (Tennis legend Bjorn Borg leaves event ) ।

আমন্ত্রণ পেয়ে উপস্থিত হয়েছিলেন বিয়র্ন বর্গও । তাঁর সঙ্গে ছিলেন এ দেশের প্রাক্তন টেনিস তারকা বিজয় অমৃতরাজ (Former Indian tennis player Vijay Amritraj) । সমস্ত নিয়মমাফিক চললেও শেষ পর্যন্ত ভেস্তে গেল সেই অনুষ্ঠান । সৌজন্যে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই । জানা গিয়েছে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার দু'ঘণ্টা পর সেখানে হাজির হন তিনি (CM Bommai delays arrival)। ততক্ষণে মঞ্চ ছেড়েছেন বর্গ । চিরকালই সময়ের ব্যাপারে 'রাফ অ্যান্ড টাফ' বর্গ সময় পেরিয়ে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী আসছেন না-দেখে ছেলের খেলা দেখতে চলে যান ।

জানা গিয়েছে, কর্ণাটক স্টেট লন টেনিস অ্যাসোসিয়েশন (Karnataka State Lawn Tennis Association) বিয়ন বর্গ ও বিজয় অমৃতরাজকে সম্মান জানাতে আয়োজিত অনুষ্ঠানটি সকাল 9:30টায় শুরু হওয়ার কথা ছিল । কিন্তু মুখ্যমন্ত্রীর দেরি হওয়ার কারণে তা 10:15টায় পরিবর্তিত করা হয়েছিল । অন্যদিকে, 11টা থেকে লিওর খেলা ছিল । ফলে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই অনুষ্ঠান মঞ্চ ত্যাগ করেন বর্গ । শেষ পর্যন্ত সকাল 11:15 টায় ইভেন্টে এসে পৌঁছন বোম্মাই ।

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, "মুখ্যমন্ত্রী তাঁর অন্যান্য কিছু প্রতিশ্রুতির কারণে অনুষ্ঠানে দেরিতে পৌঁছন । বর্গ তাঁর ছেলের খেলা দেখবেন এবং সংবর্ধনার জন্য থাকতে পারবেন না । একথা মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল ।" অন্যদিকে, প্রাক্তন ভারতীয় টেনিস তারকা বিজয় অমৃতরাজও সংবর্ধনা নিতে চাননি । কর্তৃপক্ষকে তিনি জানান, তাঁকে একা সংবর্ধিত করা অনুপযুক্ত হবে । কেএসএলটি-এর যুগ্ম সচিব সুনীল ইয়াজামান বলেন, "কর্তৃপক্ষ অমৃতরাজের কথায় অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে । আগামিকাল বা পরশু দুই তারকাকে সংবর্ধনা দেওয়া হবে ।"

প্রসঙ্গত, বেঙ্গালুরু ওপেনে উনিশ বছর বয়সি লিও বর্গ (Leo Borg son of Swedish tennis player Bjorn Borg) 6-2, 6-3 গেমে ম্যাচটি হেরে যান । বিশ্বের প্রাক্তন 1 নম্বর বিয়র্ন বর্গ 1974 থেকে 1981 সালের মধ্যে ওপেন এরাতে 11টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন । ফরাসি ওপেনে 6টি এবং উইম্বলডনে টানা 5টি টুর্নামেন্ট জিতেছিলেন তিনি ।

আরও পড়ুন: সানিয়া যুগের সমাপ্তি ! দু'দশক কোর্ট মাতিয়ে সন্ন্যাসে ভারতের টেনিস সুন্দরী

বেঙ্গালুরু, 22 ফেব্রুয়ারি: বেঙ্গালুরু ওপেনে খেলতে এসেছেন লিও বর্গ । ছেলের সঙ্গেই এসেছেন টেনিস কিংবদন্তি বিয়র্ন বর্গও । ফলে 15টি গ্র্যান্ড স্ল্যাম জেতা বর্গকে সম্মান জানানোর সুযোগ হাতছাড়া করতে চায়নি কর্ণাটক স্টেট লন টেনিস অ্যাসোসিয়েশন । সেইমতোই বুধবার তাঁর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত সম্মান না-নিয়েই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন ক্লে কোর্টের রাজা (Tennis legend Bjorn Borg leaves event ) ।

আমন্ত্রণ পেয়ে উপস্থিত হয়েছিলেন বিয়র্ন বর্গও । তাঁর সঙ্গে ছিলেন এ দেশের প্রাক্তন টেনিস তারকা বিজয় অমৃতরাজ (Former Indian tennis player Vijay Amritraj) । সমস্ত নিয়মমাফিক চললেও শেষ পর্যন্ত ভেস্তে গেল সেই অনুষ্ঠান । সৌজন্যে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই । জানা গিয়েছে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার দু'ঘণ্টা পর সেখানে হাজির হন তিনি (CM Bommai delays arrival)। ততক্ষণে মঞ্চ ছেড়েছেন বর্গ । চিরকালই সময়ের ব্যাপারে 'রাফ অ্যান্ড টাফ' বর্গ সময় পেরিয়ে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী আসছেন না-দেখে ছেলের খেলা দেখতে চলে যান ।

জানা গিয়েছে, কর্ণাটক স্টেট লন টেনিস অ্যাসোসিয়েশন (Karnataka State Lawn Tennis Association) বিয়ন বর্গ ও বিজয় অমৃতরাজকে সম্মান জানাতে আয়োজিত অনুষ্ঠানটি সকাল 9:30টায় শুরু হওয়ার কথা ছিল । কিন্তু মুখ্যমন্ত্রীর দেরি হওয়ার কারণে তা 10:15টায় পরিবর্তিত করা হয়েছিল । অন্যদিকে, 11টা থেকে লিওর খেলা ছিল । ফলে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই অনুষ্ঠান মঞ্চ ত্যাগ করেন বর্গ । শেষ পর্যন্ত সকাল 11:15 টায় ইভেন্টে এসে পৌঁছন বোম্মাই ।

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, "মুখ্যমন্ত্রী তাঁর অন্যান্য কিছু প্রতিশ্রুতির কারণে অনুষ্ঠানে দেরিতে পৌঁছন । বর্গ তাঁর ছেলের খেলা দেখবেন এবং সংবর্ধনার জন্য থাকতে পারবেন না । একথা মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল ।" অন্যদিকে, প্রাক্তন ভারতীয় টেনিস তারকা বিজয় অমৃতরাজও সংবর্ধনা নিতে চাননি । কর্তৃপক্ষকে তিনি জানান, তাঁকে একা সংবর্ধিত করা অনুপযুক্ত হবে । কেএসএলটি-এর যুগ্ম সচিব সুনীল ইয়াজামান বলেন, "কর্তৃপক্ষ অমৃতরাজের কথায় অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে । আগামিকাল বা পরশু দুই তারকাকে সংবর্ধনা দেওয়া হবে ।"

প্রসঙ্গত, বেঙ্গালুরু ওপেনে উনিশ বছর বয়সি লিও বর্গ (Leo Borg son of Swedish tennis player Bjorn Borg) 6-2, 6-3 গেমে ম্যাচটি হেরে যান । বিশ্বের প্রাক্তন 1 নম্বর বিয়র্ন বর্গ 1974 থেকে 1981 সালের মধ্যে ওপেন এরাতে 11টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন । ফরাসি ওপেনে 6টি এবং উইম্বলডনে টানা 5টি টুর্নামেন্ট জিতেছিলেন তিনি ।

আরও পড়ুন: সানিয়া যুগের সমাপ্তি ! দু'দশক কোর্ট মাতিয়ে সন্ন্যাসে ভারতের টেনিস সুন্দরী

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.