ETV Bharat / sports

Sania on Importance of Tennis: টেনিস তাঁর জীবনে গুরুত্বপূর্ণ হলেও সবকিছু নয়, বিদায়বেলায় জানালেন সানিয়া

টেনিস কোর্টকে বিদায় জানালেন সানিয়া মির্জা ৷ সেই সঙ্গে টেনিসের সঙ্গে তাঁর আবেগ এবং এখান থেকে পাওয়া সব কিছু নিয়ে সাংবাদিক বৈঠকে কথাও বললেন সানিয়া (Sania on Importance of Tennis) ৷

Sania on Importance of Tennis ETV BHARAT
Sania on Importance of Tennis
author img

By

Published : Feb 22, 2023, 10:45 AM IST

Updated : Feb 22, 2023, 3:07 PM IST

দুবাই, 22 ফেব্রুয়ারি: দুবাই ওপেনের প্রথম রাউন্ডে হেরে টেনিসকে বিদায় জানালেন সানিয়া মির্জা (Sania Mirza) ৷ সেইসঙ্গে জানিয়ে গেলেন, তাঁর জীবনে টেনিস অনেক বড় জায়গা জুড়ে ছিল এবং থাকবে ৷ এমনকী তাঁর জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ টেনিস ৷ তবে জীবনের সবকিছু নয় (Tennis is Very Important But Not Everything in life) ৷ এদিন সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারতের টেনিস সুন্দরী ৷

তাঁর পুরো কেরিয়ারে আগ্রাসী টেনিস খেলা নিয়ে সানিয়া জানিয়েছেন, হারতে ভয় পান না-তিনি ৷ আর সেই কারণেই কোর্টে নেমে আগ্রাসন দেখাতে কখনও পিছপাও হন না । ৷ তিনি বলেন, "আমার কেরিয়ারে টেনিস অনেক বড় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল ও থাকবে ৷ কিন্তু, টেনিস আমার জীবনের সবকিছু নয় ৷ আর সেই মানসিকতা নিয়েই আমি অল্প বয়সে একজন পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে কোর্টে নেমেছি সবসময় ৷ এক্ষেত্রে সবচেয়ে খারাপ জিনিস কী হতে পারে ? আমি একটা ম্যাচে হারতে পারি ৷ কিন্তু, পরবর্তী সময়ে আবার কোর্টে নেমে নিজের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করেছি ৷"

এটা একটা টেনিস ম্যাচে হার মাত্র

তাঁর মতে, একজন ক্রীড়াবিদ হিসেবে, সবাই চায় নিজের সেরা সময়ে সর্বাধিক ম্যাচ জিততে ৷ কিন্তু, এমন ঝুঁকিুপূর্ণ খেলায় সেটা সবসময় হয় না ৷ ম্যাচের ফল কী হবে, তা মেনে নেওয়ার জন্য সবসময় মানসিকভাবে প্রস্তুত হয়ে মাঠে নামতেন সানিয়া ৷ কিন্তু, ম্যাচে হার কি তাঁকে প্রভাবিত করত না ? যার জবাবে সানিয়া মির্জা জানান, প্রতিটি হারই তাঁকে প্রভাবিত করত ৷ কিন্তু, তিনি জানতেন আগামী দিনগুলিতে তিনি আবার চেষ্টা করবেন ৷ এমনকী কিছু কিছু ক্ষেত্রে কোনও ম্যাচে হার অন্যদের থেকেও তাঁকে বেশি প্রভাবিত করত ৷ কিন্তু, সেগুলি সানিয়া মির্জার কাছে শেষ ম্যাচ ছিল না ৷

আরও পড়ুন: টেনিসকে বিবর্ণ বিদায় সানিয়ার, রেখে গেলেন রূপকথার আখ্যান

ফোরহ্যান্ডের উপহার

টেনিসের ফোরহ্যান্ড শট সানিয়া মির্জার বিশেষত্ব ৷ বলা হয়, এই শটটি তিনি উপহার হিসেবে পেয়েছেন ৷ একের পর এক ফোরহ্যান্ড শট কোর্টের যে কোনও প্রান্ত থেকে মারার ক্ষমতা রাখেন সানিয়া মির্জা ৷ ভারতীয় মহাতারকার শেষ ম্যাচের পর এ নিয়ে কথা হবে না, সেটা অস্বাভাবিক ৷ সানিয়া তাঁর ফোরহ্যান্ড শট নিয়ে বলেন, "আমি মনে করি এই শট আমার দু’রকমভাবেই আসে ৷ একটা সহজাত এবং সেটাকে প্র্যাক্টিসের মধ্য দিয়ে আর সহজ করে তুলেছিলাম ৷ আমি মনে করি ফোরহ্যান্ডের টাইমিং আমার কাছে উপহার ৷ আর তাই যে পজিশন থেকেই শট মারতাম সেটার টাইমিং অসাধারণ হত ৷ তবে, এটা সম্ভব হয়েছে আমার ব়্যাকেটের গ্রিপের কারণে ৷ সেখানে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে ৷"

গ্রিপ বদলের কারণে চোট !

সানিয়া তাঁর কেরিয়ারের শুরুতে ওয়েস্টার্ন গ্রিপে খেলা শুরু করেছিলেন ৷ কিন্তু, কোচদের পরামর্শে পরবর্তী সময়ে তিনি সেমি-ওয়েস্টার্ন গ্রিপে খেলা শুরু করেন ৷ আর সেটা তাঁকে বিভিন্ন কঠিন পজিশন থেকে শট খেলার কোণ তৈরি করতে সাহায্য করেছে ৷ কিন্তু, এর ফলে টেনিস কেরিয়ারের চোটের প্রবণতাও বেড়েছিল সানিয়ার ৷ তিনি জানান, এ নিয়ে তিনি সঠিকভাবে কিছু জানেন না ৷ কারণ, তাঁর কবজির গঠন হাইপার-মোবাইল স্ট্রাকচারের ৷ তার ফলে ওয়েস্টার্ন গ্রিপেও চোট লাগাতে পারত ৷

দুবাই, 22 ফেব্রুয়ারি: দুবাই ওপেনের প্রথম রাউন্ডে হেরে টেনিসকে বিদায় জানালেন সানিয়া মির্জা (Sania Mirza) ৷ সেইসঙ্গে জানিয়ে গেলেন, তাঁর জীবনে টেনিস অনেক বড় জায়গা জুড়ে ছিল এবং থাকবে ৷ এমনকী তাঁর জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ টেনিস ৷ তবে জীবনের সবকিছু নয় (Tennis is Very Important But Not Everything in life) ৷ এদিন সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারতের টেনিস সুন্দরী ৷

তাঁর পুরো কেরিয়ারে আগ্রাসী টেনিস খেলা নিয়ে সানিয়া জানিয়েছেন, হারতে ভয় পান না-তিনি ৷ আর সেই কারণেই কোর্টে নেমে আগ্রাসন দেখাতে কখনও পিছপাও হন না । ৷ তিনি বলেন, "আমার কেরিয়ারে টেনিস অনেক বড় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল ও থাকবে ৷ কিন্তু, টেনিস আমার জীবনের সবকিছু নয় ৷ আর সেই মানসিকতা নিয়েই আমি অল্প বয়সে একজন পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে কোর্টে নেমেছি সবসময় ৷ এক্ষেত্রে সবচেয়ে খারাপ জিনিস কী হতে পারে ? আমি একটা ম্যাচে হারতে পারি ৷ কিন্তু, পরবর্তী সময়ে আবার কোর্টে নেমে নিজের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করেছি ৷"

এটা একটা টেনিস ম্যাচে হার মাত্র

তাঁর মতে, একজন ক্রীড়াবিদ হিসেবে, সবাই চায় নিজের সেরা সময়ে সর্বাধিক ম্যাচ জিততে ৷ কিন্তু, এমন ঝুঁকিুপূর্ণ খেলায় সেটা সবসময় হয় না ৷ ম্যাচের ফল কী হবে, তা মেনে নেওয়ার জন্য সবসময় মানসিকভাবে প্রস্তুত হয়ে মাঠে নামতেন সানিয়া ৷ কিন্তু, ম্যাচে হার কি তাঁকে প্রভাবিত করত না ? যার জবাবে সানিয়া মির্জা জানান, প্রতিটি হারই তাঁকে প্রভাবিত করত ৷ কিন্তু, তিনি জানতেন আগামী দিনগুলিতে তিনি আবার চেষ্টা করবেন ৷ এমনকী কিছু কিছু ক্ষেত্রে কোনও ম্যাচে হার অন্যদের থেকেও তাঁকে বেশি প্রভাবিত করত ৷ কিন্তু, সেগুলি সানিয়া মির্জার কাছে শেষ ম্যাচ ছিল না ৷

আরও পড়ুন: টেনিসকে বিবর্ণ বিদায় সানিয়ার, রেখে গেলেন রূপকথার আখ্যান

ফোরহ্যান্ডের উপহার

টেনিসের ফোরহ্যান্ড শট সানিয়া মির্জার বিশেষত্ব ৷ বলা হয়, এই শটটি তিনি উপহার হিসেবে পেয়েছেন ৷ একের পর এক ফোরহ্যান্ড শট কোর্টের যে কোনও প্রান্ত থেকে মারার ক্ষমতা রাখেন সানিয়া মির্জা ৷ ভারতীয় মহাতারকার শেষ ম্যাচের পর এ নিয়ে কথা হবে না, সেটা অস্বাভাবিক ৷ সানিয়া তাঁর ফোরহ্যান্ড শট নিয়ে বলেন, "আমি মনে করি এই শট আমার দু’রকমভাবেই আসে ৷ একটা সহজাত এবং সেটাকে প্র্যাক্টিসের মধ্য দিয়ে আর সহজ করে তুলেছিলাম ৷ আমি মনে করি ফোরহ্যান্ডের টাইমিং আমার কাছে উপহার ৷ আর তাই যে পজিশন থেকেই শট মারতাম সেটার টাইমিং অসাধারণ হত ৷ তবে, এটা সম্ভব হয়েছে আমার ব়্যাকেটের গ্রিপের কারণে ৷ সেখানে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে ৷"

গ্রিপ বদলের কারণে চোট !

সানিয়া তাঁর কেরিয়ারের শুরুতে ওয়েস্টার্ন গ্রিপে খেলা শুরু করেছিলেন ৷ কিন্তু, কোচদের পরামর্শে পরবর্তী সময়ে তিনি সেমি-ওয়েস্টার্ন গ্রিপে খেলা শুরু করেন ৷ আর সেটা তাঁকে বিভিন্ন কঠিন পজিশন থেকে শট খেলার কোণ তৈরি করতে সাহায্য করেছে ৷ কিন্তু, এর ফলে টেনিস কেরিয়ারের চোটের প্রবণতাও বেড়েছিল সানিয়ার ৷ তিনি জানান, এ নিয়ে তিনি সঠিকভাবে কিছু জানেন না ৷ কারণ, তাঁর কবজির গঠন হাইপার-মোবাইল স্ট্রাকচারের ৷ তার ফলে ওয়েস্টার্ন গ্রিপেও চোট লাগাতে পারত ৷

Last Updated : Feb 22, 2023, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.