ETV Bharat / sports

Sunny Picks Sunil as Favourite: মেসি বা রোনাল্ডো নন, সানির চোখে সেরা সুনীল - SAFF Championship

ফুটবল নিয়েও আগ্রহ রয়েছে সানি লিওনি ৷ আর সেটা জানা গেল সম্প্রতি ৷ আর তাঁর পছন্দের ফুটবল তারকা কোনও বিদেশি নন ৷ তাঁর পছন্দের ফুটবল তারকা জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ৷

Sunny Picks Sunil as Favourite ETV BHARAT
Sunny Picks Sunil as Favourite
author img

By

Published : Jun 25, 2023, 10:17 PM IST

মুম্বই, 25 জুন: বিশ্ব ফুটবলে আপনার পছন্দের খেলোয়াড় কে ? এই প্রশ্নে যে কেউ দু’টো নামের মধ্যে একটা বেছে নেবেন ৷ মেসি অথবা রোনাল্ডো ৷ কিন্তু, বলিউড তারকা সানি লিওনির সেরা সকার তারকার তালিকায় তাঁদের কেউই নেই ৷ সম্প্রতি ‘আউট অফ কনটেক্স’ একটি পোস্ট সানি লিওনির ইনস্টা স্টোরিতে দেখা যায় ৷ সেখানে তিনি তাঁর 40 মিলিয়নের বেশি অনুরাগীদের অবাক করে দিয়ে জানান, তাঁর পছন্দের ফুটবল তারকা ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ৷

হ্যাঁ, সানির এই স্টোরির স্ক্রিনশট মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ৷ চলতি সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্যায়ে এবং তাঁর আগে ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে সুনীলের পারফর্ম্যান্স সকলের নজর কেড়েছে ৷ ইন্টারকন্টিনেন্টাল কাপে ঘরের মাঠে লেবাননকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ৷ যেখানে প্রথম গোলটি করেন সুনীল নিজে ৷ আর সাফ কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে 4-0 গোলে নাস্তানাবুদ করেছে ভারত ৷ সেখানে সুনীলের হ্যাটট্রিক রয়েছে ৷ এমনকি গতকাল নেপালকে 2-0 গোলে হারানোর ক্ষেত্রে একটি গোল করেছেন ভারত অধিনায়ক ৷

সুনীলেরএই অসামান্য পারফর্ম্যান্সে মুগ্ধ স্বয়ং বলিউড অভিনেত্রী সানি লিওনি ৷ তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে আস্ক সানি কনটেস্ট ক্রিয়েট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আমাকে একটি প্রশ্ন করুন, মেসি না রোনাল্ডো ?’’ কিন্তু, ওই পোস্টের নিচেই তিনি উল্লেখ করেন, ‘‘আমাদের নিজেদের সুনীল ছেত্রী সম্পর্কে কী ধারণা ?’’ এতে স্পষ্ট হয়ে যায়, সানির পছন্দের ফুটবল তারকা কে ? বা কাকে তিনি সমর্থন করেন ? তাঁর সোজা উত্তর, সুনীল ছেত্রী ৷

আরও পড়ুন: পাকিস্তানের পর এবার নেপালকে উড়িয়ে সাফের শেষ চারে ভারত

এই প্রশ্ন-উত্তর পর্বে সানি জানিয়েছেন, নিজের দেশের একজন এমন তারকা থাকতে, কেন বাইরের কাউকে সমর্থন করতে যাবেন ! তবে, মেসি বা রোনাল্ডো কাউকেই তিনি উপেক্ষা করেননি ৷ তিনি মেনে নিয়েছেন, তাঁরা দু’জনেই বিশ্ব ফুটবলে বর্তমান যুগের কিংবদন্তি ৷ তবে, নিজের দেশের মহাতারকাকেই তিনি সমর্থন করেন ৷ আর সানি লিওনির এই পোস্ট তাঁর অনুরাগীদের মন জিতে নিয়েছে ৷

মুম্বই, 25 জুন: বিশ্ব ফুটবলে আপনার পছন্দের খেলোয়াড় কে ? এই প্রশ্নে যে কেউ দু’টো নামের মধ্যে একটা বেছে নেবেন ৷ মেসি অথবা রোনাল্ডো ৷ কিন্তু, বলিউড তারকা সানি লিওনির সেরা সকার তারকার তালিকায় তাঁদের কেউই নেই ৷ সম্প্রতি ‘আউট অফ কনটেক্স’ একটি পোস্ট সানি লিওনির ইনস্টা স্টোরিতে দেখা যায় ৷ সেখানে তিনি তাঁর 40 মিলিয়নের বেশি অনুরাগীদের অবাক করে দিয়ে জানান, তাঁর পছন্দের ফুটবল তারকা ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ৷

হ্যাঁ, সানির এই স্টোরির স্ক্রিনশট মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ৷ চলতি সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্যায়ে এবং তাঁর আগে ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে সুনীলের পারফর্ম্যান্স সকলের নজর কেড়েছে ৷ ইন্টারকন্টিনেন্টাল কাপে ঘরের মাঠে লেবাননকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ৷ যেখানে প্রথম গোলটি করেন সুনীল নিজে ৷ আর সাফ কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে 4-0 গোলে নাস্তানাবুদ করেছে ভারত ৷ সেখানে সুনীলের হ্যাটট্রিক রয়েছে ৷ এমনকি গতকাল নেপালকে 2-0 গোলে হারানোর ক্ষেত্রে একটি গোল করেছেন ভারত অধিনায়ক ৷

সুনীলেরএই অসামান্য পারফর্ম্যান্সে মুগ্ধ স্বয়ং বলিউড অভিনেত্রী সানি লিওনি ৷ তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে আস্ক সানি কনটেস্ট ক্রিয়েট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আমাকে একটি প্রশ্ন করুন, মেসি না রোনাল্ডো ?’’ কিন্তু, ওই পোস্টের নিচেই তিনি উল্লেখ করেন, ‘‘আমাদের নিজেদের সুনীল ছেত্রী সম্পর্কে কী ধারণা ?’’ এতে স্পষ্ট হয়ে যায়, সানির পছন্দের ফুটবল তারকা কে ? বা কাকে তিনি সমর্থন করেন ? তাঁর সোজা উত্তর, সুনীল ছেত্রী ৷

আরও পড়ুন: পাকিস্তানের পর এবার নেপালকে উড়িয়ে সাফের শেষ চারে ভারত

এই প্রশ্ন-উত্তর পর্বে সানি জানিয়েছেন, নিজের দেশের একজন এমন তারকা থাকতে, কেন বাইরের কাউকে সমর্থন করতে যাবেন ! তবে, মেসি বা রোনাল্ডো কাউকেই তিনি উপেক্ষা করেননি ৷ তিনি মেনে নিয়েছেন, তাঁরা দু’জনেই বিশ্ব ফুটবলে বর্তমান যুগের কিংবদন্তি ৷ তবে, নিজের দেশের মহাতারকাকেই তিনি সমর্থন করেন ৷ আর সানি লিওনির এই পোস্ট তাঁর অনুরাগীদের মন জিতে নিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.