ETV Bharat / sports

Intercontinental Cup 2023: স্ত্রী সোনমকে ক্যাপ্টেন আর্মব্যান্ড পরিয়ে দিলেন সুনীল, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো - Sonam Bhattacharya

ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারত ৷ আর সেরা জীবনসঙ্গীর পুরস্কারটা জিতলেন সুনীল ছেত্রী ৷ ম্যাচ শেষে সন্তানসম্ভবা স্ত্রীকে পরিয়ে দিলেন ক্যাপ্টেন আর্মব্যান্ড ৷

Intercontinental Cup 2023 ETV BHARAT
Intercontinental Cup 2023
author img

By

Published : Jun 19, 2023, 8:26 PM IST

ভারতীয় দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত মেহতাব এবং অমিত ভদ্র

কলকাতা, 19 জুন: ভানুয়াতুর বিরুদ্ধে জয়সূচক গোলের পর বাবা হওয়ার কথা ঘোষণা করেছিলেন সুনীল ছেত্রী ৷ গ্যালারিতে উপস্থিত সন্তানসম্ভবা স্ত্রী সোনম ভট্টাচার্যের উদ্দেশে ফ্লাইং-কিস ছুড়ে দিয়েছিলেন ৷ এবার ফাইনালের পর স্ত্রীকে ক্যাপ্টেন আর্মব্যান্ড পরিয়ে দিলেন ভারত অধিনায়ক ৷ চ্যাম্পিয়ন হয়ে স্ত্রী সোনমকে বিশেষ উপহার দিলেন সুনীল ৷ রবিবার রাতে লেবাননকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারত ৷ এই জয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি ৷ গোল করে প্রতিপক্ষ রক্ষণ ভাঙার প্রথম কাজটি তিনিই করেছিলেন ৷

আর ম্যাচ শেষে দেখা গেল সেই দৃশ্য ৷ পুরো দল যখন উৎসবে ব্যস্ত, সেই সময়ই ভারত অধিনায়ক সবার অলক্ষ্যে এগিয়ে যান ডাগ-আউটের দিকে ৷ ম্যাচ শেষ হওয়ার পর মাঠের ধারে ডাগআউটে এসে অপেক্ষা করছিলেন সুনীলের স্ত্রী সোনম ৷ সুনীল নিজের হাতের থেকে ক্যাপ্টেনের আর্মব্যান্ড খুলে পরিয়ে দেন তাঁকে ৷ সেই ভিডিয়ো শেয়ার করেছে আইএসএলের সোশাল মিডিয়া ৷ যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ৷

রবিবারের ম্যাচে আন্তর্জাতিক ম্যাচের 87তম গোল করলেন ৷ 38 বছর বয়সে সুনীল ছেত্রীর অদম্য মানসিকতা দেখে অবাক প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন ৷ তিনি বলেন, "আমি সুনীলের সঙ্গে মোহনবাগান এবং ভারতীয় দলে খেলেছি ৷ এই বয়সেও যেভাবে পাল্লা দিয়ে পারফরম্যান্স করে চলেছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় ৷ হ্যাটস অফ !" তবে, মেহতাব মনে করেন, ভারতীয় দলের উন্নতির জন্য আগে পরিকাঠামোর উন্নতি করতে হবে ৷

লেবাননের বিরুদ্ধে জয়ের পর ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও একধাপ এগিয়েছে ভারত ৷ 99 থেকে 98-তে উঠে এল ব্লু টাইগার্সরা ৷ ইন্টারকন্টিনেন্টাল কাপের পর সাফ কাপ জয়ের লক্ষ্যে নামবে ভারত ৷ 21 জুন বেঙ্গালুরুতে সাফ কাপের প্রথম ম্যাচেই ভারতীয় দলের প্রতিপক্ষ পাকিস্তান ৷ ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতা ভারতীয় দলকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ ভুবনেশ্বরে ভারতীয় দলের পারফরম্যান্স দেখে খুশি প্রাক্তনরাও ৷

আরও পড়ুন: ভুবনেশ্বরে ভারতীয় ফুটবলে সূর্যোদয়, ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন সুনীল অ্যান্ড কোম্পানি

মেহতাব হোসেন বলছেন, “ধীরে ধীরে ভারতীয় দল ডানা মেলছে ৷ পুরো দলটা তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে তৈরি হয়েছে ৷ সন্দেশ ঝিঙ্গান, গুরপ্রীত সিং সান্ধু, সুনীল রয়েছেন ৷ এই দলটি যেভাবে বিশেষ করে বিরতির পরে লেবাননের বিরুদ্ধে দাপট দেখালো তা আশাব্যঞ্জক ৷ আমরা যত উপরের সারির দলের বিরুদ্ধে খেলব ৷ ততই উপরে উঠতে পারব ৷ এই মহাদেশের প্রথম দশে ঢুকে পড়াকেই পাখির চোখ করা উচিত ৷”

আরও পড়ুন: লাল-হলুদ জার্সিতে সেকেন্ড ইনিংস শুরু খাবরার, ইস্টবেঙ্গলে এলেন ভন্সপাল-মন্দারও

ভারতীয় দলের ইন্টারকন্টিনেন্টাল কাপের পারফরম্যান্সের প্রশংসায় প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র ৷ তিনি বলেন, “সুনীল ছেত্রী সর্বকালের সেরা গোলস্কোরার ৷ এ ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই ৷ যেভাবে গোল করল তা সত্যিই বিস্ময়কর ৷ তার থেকেও বড় কথা এই দলের মধ্যে গড়ে ওঠা বন্ডিং ৷ কোচের পরিকল্পনার ফসল ভারতীয় দলের সাফল্যের নেপথ্যে ৷ কোনও সময় নেতিবাচক মানসিকতায় দলটা খেলেনি ৷ আমি একটা সময় এই ভারতীয় দলে ছিলাম, এটা ভেবে গর্ব অনুভব করছি ৷’’

ভারতীয় দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত মেহতাব এবং অমিত ভদ্র

কলকাতা, 19 জুন: ভানুয়াতুর বিরুদ্ধে জয়সূচক গোলের পর বাবা হওয়ার কথা ঘোষণা করেছিলেন সুনীল ছেত্রী ৷ গ্যালারিতে উপস্থিত সন্তানসম্ভবা স্ত্রী সোনম ভট্টাচার্যের উদ্দেশে ফ্লাইং-কিস ছুড়ে দিয়েছিলেন ৷ এবার ফাইনালের পর স্ত্রীকে ক্যাপ্টেন আর্মব্যান্ড পরিয়ে দিলেন ভারত অধিনায়ক ৷ চ্যাম্পিয়ন হয়ে স্ত্রী সোনমকে বিশেষ উপহার দিলেন সুনীল ৷ রবিবার রাতে লেবাননকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারত ৷ এই জয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি ৷ গোল করে প্রতিপক্ষ রক্ষণ ভাঙার প্রথম কাজটি তিনিই করেছিলেন ৷

আর ম্যাচ শেষে দেখা গেল সেই দৃশ্য ৷ পুরো দল যখন উৎসবে ব্যস্ত, সেই সময়ই ভারত অধিনায়ক সবার অলক্ষ্যে এগিয়ে যান ডাগ-আউটের দিকে ৷ ম্যাচ শেষ হওয়ার পর মাঠের ধারে ডাগআউটে এসে অপেক্ষা করছিলেন সুনীলের স্ত্রী সোনম ৷ সুনীল নিজের হাতের থেকে ক্যাপ্টেনের আর্মব্যান্ড খুলে পরিয়ে দেন তাঁকে ৷ সেই ভিডিয়ো শেয়ার করেছে আইএসএলের সোশাল মিডিয়া ৷ যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ৷

রবিবারের ম্যাচে আন্তর্জাতিক ম্যাচের 87তম গোল করলেন ৷ 38 বছর বয়সে সুনীল ছেত্রীর অদম্য মানসিকতা দেখে অবাক প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন ৷ তিনি বলেন, "আমি সুনীলের সঙ্গে মোহনবাগান এবং ভারতীয় দলে খেলেছি ৷ এই বয়সেও যেভাবে পাল্লা দিয়ে পারফরম্যান্স করে চলেছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় ৷ হ্যাটস অফ !" তবে, মেহতাব মনে করেন, ভারতীয় দলের উন্নতির জন্য আগে পরিকাঠামোর উন্নতি করতে হবে ৷

লেবাননের বিরুদ্ধে জয়ের পর ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও একধাপ এগিয়েছে ভারত ৷ 99 থেকে 98-তে উঠে এল ব্লু টাইগার্সরা ৷ ইন্টারকন্টিনেন্টাল কাপের পর সাফ কাপ জয়ের লক্ষ্যে নামবে ভারত ৷ 21 জুন বেঙ্গালুরুতে সাফ কাপের প্রথম ম্যাচেই ভারতীয় দলের প্রতিপক্ষ পাকিস্তান ৷ ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতা ভারতীয় দলকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ ভুবনেশ্বরে ভারতীয় দলের পারফরম্যান্স দেখে খুশি প্রাক্তনরাও ৷

আরও পড়ুন: ভুবনেশ্বরে ভারতীয় ফুটবলে সূর্যোদয়, ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন সুনীল অ্যান্ড কোম্পানি

মেহতাব হোসেন বলছেন, “ধীরে ধীরে ভারতীয় দল ডানা মেলছে ৷ পুরো দলটা তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে তৈরি হয়েছে ৷ সন্দেশ ঝিঙ্গান, গুরপ্রীত সিং সান্ধু, সুনীল রয়েছেন ৷ এই দলটি যেভাবে বিশেষ করে বিরতির পরে লেবাননের বিরুদ্ধে দাপট দেখালো তা আশাব্যঞ্জক ৷ আমরা যত উপরের সারির দলের বিরুদ্ধে খেলব ৷ ততই উপরে উঠতে পারব ৷ এই মহাদেশের প্রথম দশে ঢুকে পড়াকেই পাখির চোখ করা উচিত ৷”

আরও পড়ুন: লাল-হলুদ জার্সিতে সেকেন্ড ইনিংস শুরু খাবরার, ইস্টবেঙ্গলে এলেন ভন্সপাল-মন্দারও

ভারতীয় দলের ইন্টারকন্টিনেন্টাল কাপের পারফরম্যান্সের প্রশংসায় প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র ৷ তিনি বলেন, “সুনীল ছেত্রী সর্বকালের সেরা গোলস্কোরার ৷ এ ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই ৷ যেভাবে গোল করল তা সত্যিই বিস্ময়কর ৷ তার থেকেও বড় কথা এই দলের মধ্যে গড়ে ওঠা বন্ডিং ৷ কোচের পরিকল্পনার ফসল ভারতীয় দলের সাফল্যের নেপথ্যে ৷ কোনও সময় নেতিবাচক মানসিকতায় দলটা খেলেনি ৷ আমি একটা সময় এই ভারতীয় দলে ছিলাম, এটা ভেবে গর্ব অনুভব করছি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.