ETV Bharat / sports

Sunil Chhetri: দেশের হয়ে আরও গোল করতে চান, কিরগিজ রিপাবলিক ম্যাচের আগে জানালেন সুনীল ছেত্রী - এআইএফএফ

ভারতের জার্সিতে আরও অনেক গোল করতে চান সুনীল ছেত্রী (Sunil Chhetri) ৷ এআইএফএফ-এর ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভারতীয় অধিনায়ক ৷ মণিপুরে কিরগিজ রিপাবলিকের বিরুদ্ধে ত্রিদেশীয় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত ৷

Sunil Chhetri ETV BHARAT
Sunil Chhetri
author img

By

Published : Mar 28, 2023, 11:16 AM IST

কলকাতা, 28 মার্চ: ব্লু টাইগারদের হয়ে আরও অনেক গোল করতে চান ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ৷ কেরিয়ারের প্রায় শেষের দিকে চলে এসেছেন এই তারকা ফুটবলার ৷ আর প্রথমবার তিনি ঘরের মাঠ মণিপুরে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামছেন ৷ এই মুহূর্তে ছেত্রী জাতীয় দলের হয়ে 84 গোল করে ফেলেছেন (Sunil Chhetri Wants to Score Many More Goals) ৷ সুনীল ছেত্রী প্রথম এবং একমাত্র কোনও ভারতীয় খেলোয়াড় যিনি আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যার নিরিখে প্রথম দশে রয়েছেন ৷

গত সপ্তাহে মায়ানমারের খুমান লাম্পাক স্টেডিয়ামে প্রথমবার ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলেছেন সুনীল ৷ প্রথম ম্যাচে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ৷ আইএসএল ফাইনালে বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলার পরেরদিনই সুনীল জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ৷ সেই ম্যাচে 1টি গোলও করেছিলেন ভারতীয় অধিনায়ক ৷ কিন্তু, অফসাইডের কারণে তা খারিজ হয়ে যায় ৷ তবে, রেফারির সেই সিদ্ধান্তে একাধিক প্রশ্নও উঠেছিল ৷ মণিপুরে কিরগিজ রিপাবলিকের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে ভারত ৷ সেই ম্যাচেও তিনি গোল করার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানান ৷

এআইএফএফ এর ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকার সুনীল জানিয়েছেন, তাঁর গোল করার খিদে আগের মতোই রয়েছে ৷ আর কিরগিজ রিপাবলিকের বিরুদ্ধে ম্যাচেও গোল করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন ৷ গত ম্যাচে তাঁর গোল বাতিল হয়ে যাওয়া নিয়ে সুনীল জানিয়েছেন, অফসাইড এবং পেনাল্টি ফুটবল ম্যাচের অংশ ৷ সেগুলি নিয়ে একজন ফুটবলার বা পুরো দল একটা সময় পর্যন্ত ভাবনাচিন্তা করতে পারে ৷ কিন্তু, একটা সময় পর সেইসব ভুলে পরবর্তী ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে হয় ৷ সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন সুনীল ছেত্রী ৷ তবে, তাঁর মতো গোল করার জন্য সবসময় মুখিয়ে রয়েছেন, এমন ফুটবলার বিশ্বে খুব কমই আছে বলে মনে করেন তিনি ৷

আরও পড়ুন: এশিয়ান কাপের পরই সম্ভবত কেরিয়ারে ইতি টানবেন সুনীল, মত স্টিমাচের

আর ভারতীয় ফুটবলের প্রতি আগামী প্রজন্মের অনুপ্রেরণা প্রসঙ্গে সুনীল জানান, তাঁরা বহু বছর ধরে দেশ ও ক্লাবের হয়ে খেলে আসছেন ৷ আগামী প্রজন্ম সকল ফুটবলারদের দেখে অনুপ্রাণিত হতে পারে ৷ তাঁর মতে, শুধু সুনীল ছেত্রী নন, সুরেশ নাগজাম, জ্যাকসন সিং, ইয়াসির মহম্মদদের মতো ফুটবলাররাও আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা ৷ চলতি ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে ভারত 1-0 গোলে এগিয়ে রয়েছে ৷ বর্তমানে তাঁরা পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে ৷ কিরগিজ রিপাবলিকের বিরুদ্ধে ম্যাচ জিতে সেই জায়গাটা আরও মজবুত করাই ভারতের লক্ষ্য বলে জানিয়েছেন সুনীল ছেত্রী ৷

কলকাতা, 28 মার্চ: ব্লু টাইগারদের হয়ে আরও অনেক গোল করতে চান ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ৷ কেরিয়ারের প্রায় শেষের দিকে চলে এসেছেন এই তারকা ফুটবলার ৷ আর প্রথমবার তিনি ঘরের মাঠ মণিপুরে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামছেন ৷ এই মুহূর্তে ছেত্রী জাতীয় দলের হয়ে 84 গোল করে ফেলেছেন (Sunil Chhetri Wants to Score Many More Goals) ৷ সুনীল ছেত্রী প্রথম এবং একমাত্র কোনও ভারতীয় খেলোয়াড় যিনি আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যার নিরিখে প্রথম দশে রয়েছেন ৷

গত সপ্তাহে মায়ানমারের খুমান লাম্পাক স্টেডিয়ামে প্রথমবার ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলেছেন সুনীল ৷ প্রথম ম্যাচে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ৷ আইএসএল ফাইনালে বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলার পরেরদিনই সুনীল জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ৷ সেই ম্যাচে 1টি গোলও করেছিলেন ভারতীয় অধিনায়ক ৷ কিন্তু, অফসাইডের কারণে তা খারিজ হয়ে যায় ৷ তবে, রেফারির সেই সিদ্ধান্তে একাধিক প্রশ্নও উঠেছিল ৷ মণিপুরে কিরগিজ রিপাবলিকের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে ভারত ৷ সেই ম্যাচেও তিনি গোল করার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানান ৷

এআইএফএফ এর ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকার সুনীল জানিয়েছেন, তাঁর গোল করার খিদে আগের মতোই রয়েছে ৷ আর কিরগিজ রিপাবলিকের বিরুদ্ধে ম্যাচেও গোল করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন ৷ গত ম্যাচে তাঁর গোল বাতিল হয়ে যাওয়া নিয়ে সুনীল জানিয়েছেন, অফসাইড এবং পেনাল্টি ফুটবল ম্যাচের অংশ ৷ সেগুলি নিয়ে একজন ফুটবলার বা পুরো দল একটা সময় পর্যন্ত ভাবনাচিন্তা করতে পারে ৷ কিন্তু, একটা সময় পর সেইসব ভুলে পরবর্তী ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে হয় ৷ সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন সুনীল ছেত্রী ৷ তবে, তাঁর মতো গোল করার জন্য সবসময় মুখিয়ে রয়েছেন, এমন ফুটবলার বিশ্বে খুব কমই আছে বলে মনে করেন তিনি ৷

আরও পড়ুন: এশিয়ান কাপের পরই সম্ভবত কেরিয়ারে ইতি টানবেন সুনীল, মত স্টিমাচের

আর ভারতীয় ফুটবলের প্রতি আগামী প্রজন্মের অনুপ্রেরণা প্রসঙ্গে সুনীল জানান, তাঁরা বহু বছর ধরে দেশ ও ক্লাবের হয়ে খেলে আসছেন ৷ আগামী প্রজন্ম সকল ফুটবলারদের দেখে অনুপ্রাণিত হতে পারে ৷ তাঁর মতে, শুধু সুনীল ছেত্রী নন, সুরেশ নাগজাম, জ্যাকসন সিং, ইয়াসির মহম্মদদের মতো ফুটবলাররাও আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা ৷ চলতি ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে ভারত 1-0 গোলে এগিয়ে রয়েছে ৷ বর্তমানে তাঁরা পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে ৷ কিরগিজ রিপাবলিকের বিরুদ্ধে ম্যাচ জিতে সেই জায়গাটা আরও মজবুত করাই ভারতের লক্ষ্য বলে জানিয়েছেন সুনীল ছেত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.