ETV Bharat / sports

New Crisis for East Bengal: সের্জিও লোবেরার ইস্টবেঙ্গল কোচ হওয়া নিয়ে হঠাৎ জটিলতা - ISL

সের্জিও লোবেরাকে কোচ করার ব্যাপারে মোটামুটি এগিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব ৷ কিন্তু, হঠাৎই সেই উদ্যোগে বাধা দেখা দিয়েছে ৷ স্প্যানিশ কোচকে সই করানো নিয়ে জটিলতা শুরু হয়েছে ৷ যার জেরে দল গঠনেও সমস্যা তৈরি হচ্ছে ৷

East Bengal Coach ETV BHARAT
East Bengal Coach
author img

By

Published : Apr 12, 2023, 10:27 AM IST

কলকাতা, 12 এপ্রিল: নতুন মরশুমে কোচ নিয়োগ ও দল গঠনে হঠাৎ করে জটিলতা তৈরি হয়েছে ইস্টবেঙ্গলে ৷ গতবারের ব্যর্থতাকে ভুলে শক্তিশালী দল গঠন করতে লগ্নিকারী এবং ক্লাব কর্তারা একজোট হয়েছেন ৷ বাজেট কিছুটা হলেও বেড়েছে বলে শোনা যাচ্ছে ৷ লগ্নিকারীর বরাদ্দ অর্থ ছাড়াও কো-স্পনসরের মাধ্যমে আরও কিছু অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন ক্লাব কর্তারা ৷ সেই বিষয়টি চলতি মাসের শেষে ঘোষণা হয়ে যেতে পারে ৷ তবে, সবার আগে কোচ নিয়োগকে প্রাধান্য দেওয়া হয়েছে ৷ বেশ কয়েকটি নামের মধ্যে থেকে সের্জিও লোবেরাকে কোচ করার জন্য ঝাঁপিয়েছে ইমামি ৷ প্রাথমিক কথাবার্তা হলেও সের্জিও লোবেরাকে সই করানো নিয়ে জট কাটেনি ইস্টবেঙ্গলে ৷

চিনের যে ক্লাবে এখন কোচিং করান, সেখান থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাচ্ছেন না লোবেরা । এমনই খবর পাওয়া যাচ্ছে ৷ ফলে ইস্টবেঙ্গলে তাঁর সই করা নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷ পাশাপাশি এটাও শোনা যাচ্ছে ওড়িশা এফসি নাকি স্প্যানিশ কোচকে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে ৷ আর তারপর থেকেই ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

পয়লা বৈশাখে বার পুজোর দিনে লাল-হলুদে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে লোবেরার নাম ঘোষণা হওয়ার কথা ছিল ৷ কিন্তু, এখন যা পরিস্থিতি তাতে ভবিষ্যত কী হবে তা বলা কঠিন ৷ কোচ ঠিক না হলে ফুটবলাদের সঙ্গেও কথাবার্তাও এগিয়ে নিয়ে যেতে পারছেন না লাল-হলুদ কর্তারা ৷ ফলে আরও দেরি হয়ে যাচ্ছে সই করাতে ৷ দেরি হলে ফুটবলারদের পেতেও সমস্যা হতে পারে বলেই মনে করা হচ্ছে ৷ বিদেশি ফুটবলার তো বটেই, ভারতীয় ফুটবলাদের নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে ইস্টবেঙ্গল কর্তাদের ৷ আর সেই কারণেই কোচ ঠিক করতে শুরু থেকেই জোর দিয়েছিলেন কর্তারা ৷ সেই ক্ষেত্রেও ব্যর্থ হয়েই ফিরতে হবে কর্তাদের ? এই প্রশ্নের উত্তরে কর্তা-লগ্নিকারী দুই তরফে কেবল অপেক্ষার কথা বলা হচ্ছে ৷

শোনা যাচ্ছে, ওড়িশা এফসি-র সঙ্গে কথা বলছেন লোবেরা ৷ তিনি যদি সত্যি ইস্টবেঙ্গলে সই না করেন তাহলে বিকল্প কে ? কারণ লোবেরার প্রাথমিক সম্মতি এবং চুক্তিপত্র পাঠানোর কাজ সম্পূর্ণ করার পরে ইস্টবেঙ্গল শিবির নিশ্চিন্ত ছিল ৷ অন্যদিকে ওড়িশা এফসি-র জোসেফ গাম্বাউকে কি কোচ করবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে ? কারণ, তাঁর সঙ্গে অনেকটাই কথা এগিয়ে ফেলেছিল ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থা ৷ এখনও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি ৷ এদিকে শোনা যাচ্ছে বাজেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওড়িশার ক্লাব ৷ সে ক্ষেত্রে বহু অর্থ ব্যয়ে লোবেরাকে কোচ করবে ওড়িশা ? তাদের লক্ষ্য প্রচুর টাকা ব্যয়ে দল তৈরি করবে তারা ৷ সেই উত্তরও ধোঁয়াশায় ভরা ৷

আরও পড়ুন: ভাগ্য বদলাতে পদ্মাপাড়ের ক্লাবে আইএসএলের সফলতম কোচ

আগে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার লড়াইয়ে আন্তনিও লোপেজ হাবাস থেকে শুরু করে জোসেফ গাম্বাউ-সহ একাধিক নাম উঠে এসেছিল ৷ তবে, সেই দৌড়ে এগিয়ে যান লোবেরা ৷ বাজেট বেশি হলেও লোবেরার প্রস্তাবে রাজি হয়ে যান ইমামি ইস্টবেঙ্গল কর্তারা ৷ লোবেরা নিজেও লাল-হলুদে কোচিং করাতে আগ্রহী ছিলেন ৷ কারণ, চিনের যে ক্লাবে রয়েছেন সেখানে বায়ো-বাবলের মধ্যে থেকে কোচিং করাতে হচ্ছে ৷ যার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বলেই দলবদলের চিন্তা করেছেন লোবেরা ৷ যদিও চিনের এই ক্লাবটি সিটি গ্ৰুপের ৷ তারা অনুমতি না-দেওয়ায় এখনই কিছু বলা যাচ্ছে না ৷ আবার এটাও শোনা যাচ্ছে লোবেরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ৷ ভারতীয় ক্লাবের প্রস্তাব থাকলেও চিন্তা করছেন ৷ তাই সবমিলিয়ে বলাই যায় পয়লা বৈশাখে নতুন কোচের নাম ঘোষণার বিষয়টি নিয়ে ইস্টবেঙ্গলে হঠাৎ করেই ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

কলকাতা, 12 এপ্রিল: নতুন মরশুমে কোচ নিয়োগ ও দল গঠনে হঠাৎ করে জটিলতা তৈরি হয়েছে ইস্টবেঙ্গলে ৷ গতবারের ব্যর্থতাকে ভুলে শক্তিশালী দল গঠন করতে লগ্নিকারী এবং ক্লাব কর্তারা একজোট হয়েছেন ৷ বাজেট কিছুটা হলেও বেড়েছে বলে শোনা যাচ্ছে ৷ লগ্নিকারীর বরাদ্দ অর্থ ছাড়াও কো-স্পনসরের মাধ্যমে আরও কিছু অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন ক্লাব কর্তারা ৷ সেই বিষয়টি চলতি মাসের শেষে ঘোষণা হয়ে যেতে পারে ৷ তবে, সবার আগে কোচ নিয়োগকে প্রাধান্য দেওয়া হয়েছে ৷ বেশ কয়েকটি নামের মধ্যে থেকে সের্জিও লোবেরাকে কোচ করার জন্য ঝাঁপিয়েছে ইমামি ৷ প্রাথমিক কথাবার্তা হলেও সের্জিও লোবেরাকে সই করানো নিয়ে জট কাটেনি ইস্টবেঙ্গলে ৷

চিনের যে ক্লাবে এখন কোচিং করান, সেখান থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাচ্ছেন না লোবেরা । এমনই খবর পাওয়া যাচ্ছে ৷ ফলে ইস্টবেঙ্গলে তাঁর সই করা নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷ পাশাপাশি এটাও শোনা যাচ্ছে ওড়িশা এফসি নাকি স্প্যানিশ কোচকে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে ৷ আর তারপর থেকেই ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

পয়লা বৈশাখে বার পুজোর দিনে লাল-হলুদে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে লোবেরার নাম ঘোষণা হওয়ার কথা ছিল ৷ কিন্তু, এখন যা পরিস্থিতি তাতে ভবিষ্যত কী হবে তা বলা কঠিন ৷ কোচ ঠিক না হলে ফুটবলাদের সঙ্গেও কথাবার্তাও এগিয়ে নিয়ে যেতে পারছেন না লাল-হলুদ কর্তারা ৷ ফলে আরও দেরি হয়ে যাচ্ছে সই করাতে ৷ দেরি হলে ফুটবলারদের পেতেও সমস্যা হতে পারে বলেই মনে করা হচ্ছে ৷ বিদেশি ফুটবলার তো বটেই, ভারতীয় ফুটবলাদের নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে ইস্টবেঙ্গল কর্তাদের ৷ আর সেই কারণেই কোচ ঠিক করতে শুরু থেকেই জোর দিয়েছিলেন কর্তারা ৷ সেই ক্ষেত্রেও ব্যর্থ হয়েই ফিরতে হবে কর্তাদের ? এই প্রশ্নের উত্তরে কর্তা-লগ্নিকারী দুই তরফে কেবল অপেক্ষার কথা বলা হচ্ছে ৷

শোনা যাচ্ছে, ওড়িশা এফসি-র সঙ্গে কথা বলছেন লোবেরা ৷ তিনি যদি সত্যি ইস্টবেঙ্গলে সই না করেন তাহলে বিকল্প কে ? কারণ লোবেরার প্রাথমিক সম্মতি এবং চুক্তিপত্র পাঠানোর কাজ সম্পূর্ণ করার পরে ইস্টবেঙ্গল শিবির নিশ্চিন্ত ছিল ৷ অন্যদিকে ওড়িশা এফসি-র জোসেফ গাম্বাউকে কি কোচ করবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে ? কারণ, তাঁর সঙ্গে অনেকটাই কথা এগিয়ে ফেলেছিল ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থা ৷ এখনও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি ৷ এদিকে শোনা যাচ্ছে বাজেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওড়িশার ক্লাব ৷ সে ক্ষেত্রে বহু অর্থ ব্যয়ে লোবেরাকে কোচ করবে ওড়িশা ? তাদের লক্ষ্য প্রচুর টাকা ব্যয়ে দল তৈরি করবে তারা ৷ সেই উত্তরও ধোঁয়াশায় ভরা ৷

আরও পড়ুন: ভাগ্য বদলাতে পদ্মাপাড়ের ক্লাবে আইএসএলের সফলতম কোচ

আগে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার লড়াইয়ে আন্তনিও লোপেজ হাবাস থেকে শুরু করে জোসেফ গাম্বাউ-সহ একাধিক নাম উঠে এসেছিল ৷ তবে, সেই দৌড়ে এগিয়ে যান লোবেরা ৷ বাজেট বেশি হলেও লোবেরার প্রস্তাবে রাজি হয়ে যান ইমামি ইস্টবেঙ্গল কর্তারা ৷ লোবেরা নিজেও লাল-হলুদে কোচিং করাতে আগ্রহী ছিলেন ৷ কারণ, চিনের যে ক্লাবে রয়েছেন সেখানে বায়ো-বাবলের মধ্যে থেকে কোচিং করাতে হচ্ছে ৷ যার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বলেই দলবদলের চিন্তা করেছেন লোবেরা ৷ যদিও চিনের এই ক্লাবটি সিটি গ্ৰুপের ৷ তারা অনুমতি না-দেওয়ায় এখনই কিছু বলা যাচ্ছে না ৷ আবার এটাও শোনা যাচ্ছে লোবেরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ৷ ভারতীয় ক্লাবের প্রস্তাব থাকলেও চিন্তা করছেন ৷ তাই সবমিলিয়ে বলাই যায় পয়লা বৈশাখে নতুন কোচের নাম ঘোষণার বিষয়টি নিয়ে ইস্টবেঙ্গলে হঠাৎ করেই ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.