কলকাতা, 20 ডিসেম্বর: ঐহিকা মুখোপাধ্য়ায়ের 'অর্জুন' প্রাপ্তির দিনে বাংলার টেবিল টেনিসে সাফল্যের আলো জোরালো করে 'দ্রোণাচার্য' সম্মান পেলেন জয়ন্ত পুশিলাল। বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসের একাধিক চ্যাম্পিয়ন তৈরি করার কারিগরের এই সম্মান প্রাপ্তিতে উচ্ছ্বাস ছাত্রছাত্রীদের গলায়।
বাংলার টেবিল টেনিসের কিংবদন্তী প্যাডলার পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন কমনওয়েলথ গেমসে পদক জয়ী মৌমা দাস বলেন, “স্মরণীয় সন্ধ্যা।” যাঁকে ঘিরে এই উচ্ছ্বাস সেই জয়ন্ত পুশিলাল এখন শারীরিক অসুস্থতার জন্য সেভাবে কোচিং করাতে পারেন না। তবে বুধবার বিকেলে যখন সম্মান পাওয়ার খবরটা পেলেন তখন আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। বাংলার খেলাধুলায় এর আগে দ্রোণাচার্য সম্মান পেয়েছিলেন সৈয়দ নইমুদ্দিন, কুন্তল রায়। সেই তালিকায় এবার যোগ হল জয়ন্ত পুশিলালের নাম।
এদিন জয়ন্ত পুশিলাল বলেন, “আমার আগে যারা পেয়েছেন তারা তাদের খেলায় অবদানের কারণে পেয়েছেন। আমার খেলায় আমি পেলাম। এই জন্য আমার ছাত্র-ছাত্রীদের পরিশ্রম সাহচর্য রয়েছে। ওদের সাফল্য আমাকে সফল হতে সাহায্য করেছে। যেকোনও সম্মান আরও ভালো কিছু করার অনুপ্রেরনা যোগায়। দ্রোণাচার্য সম্মান সেভাবেই অনুপ্রাণিত করবে ৷” দীর্ঘ কোচিং জীবনে একাধিক চ্যাম্পিয়ন খেলোয়াড় তাঁর গুরুকুল থেকে বেরিয়েছে। দ্রোণাচার্য পুরস্কার তার প্রকৃত মূল্যায়ন বলছেন অনেকেই। জয়ন্ত পুশিলাল অবশ্য বলছেন, “মূল্যায়ণ হল কি না, তা বলতে পারব না। তবে সরকারি স্বীকৃতি মিলল বলতে পারি।”
নতুনরা আরও স্বপ্ন নিয়ে আসুক তা দেখতে চান। অলিম্পিকসে সাফল্য আসুক সেই স্বপ্নও রয়েছে চোখে। গুরুর কাছে সব ছাত্রই প্রিয়। তবুও জয়ন্ত পুশিলালের কাছে বাড়তি স্নেহ অরূপ বসাক, মৌমা দাসের প্রতি। তিনি বলেন, “আমার কাছে সব ছাত্র-ছাত্রীই প্রিয়। আলাদা করে যদি বলতে হয় তাহলে মৌমা দাস, অরূপ বসাকের নাম বলব। ছোটদের মধ্যে প্রাপ্তি সেনের কথা বলব।” রাজ্য সরকারের ক্রীড়াগুরু সম্মান পেয়েছেন। এবার দ্রোনাচার্য যা কেন্দ্রীয় সরকারের তরফে কোচেদের দেওয়া সেরা সম্মান। ঐহিকার অর্জুন পুরস্কার প্রাপ্তির দিনে জয়ন্ত পুশিলালের দ্রোনাচার্য সম্মান প্রাপ্তি শুধু টেবিল টেনিস নয়, বাংলার ক্রীড়াক্ষেত্রের জন্য অনন্য দিন তা বলাইবাহুল্য ৷
আরও পড়ুন: