ETV Bharat / sports

বাছাই খেলোয়াড়দের নিয়ে নভেম্বরে রাজ্যে টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজনের ভাবনা - রাজ্যের ক্রীড়মন্ত্রী অরূপ বিশ্বাস

একটি বছর নষ্ট হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যাডেট, সাব জুনিয়র, জুনিয়র, ইয়ুথ বিভাগের খেলোয়াড়রা । কর্তারা মানছেন এই ক্ষতির কথা । তাই সামান্য সম্ভাবনা তৈরি হতেই তা কাজে লাগাতে উঠে পড়ে লেগেছেন তাঁরা ।

রাজ্য টেবিল টেনিস টুর্নামেন্ট
রাজ্য টেবিল টেনিস টুর্নামেন্ট
author img

By

Published : Aug 30, 2020, 7:24 AM IST

কলকাতা, 29 অগাস্ট : কোরোনা পরবর্তী পরিস্থিতিতে খেলা শুরুর তোড়জোড় ইন্ডিয়ান টেবিল টেনিস ফেডারেশনে । আর খেলা শুরুর সম্মতি পাওয়ার সম্ভাবনা দেখা দিতেই বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন সবকিছু গোছাতে শুরু করেছে । কোরোনা সংক্রমণের জেরে চলতি মরশুমে কোনও টুর্নামেন্ট করা সম্ভব হয়নি । ফলে টেবিল টেনিস খেলোয়াড় থেকে শুরু করে কোচরা কার্যত দিশেহারা ।

একটি বছর নষ্ট হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যাডেট, সাব জুনিয়র, জুনিয়র, ইয়ুথ বিভাগের খেলোয়াড়রা । কর্তারা মানছেন এই ক্ষতির কথা । তাই সামান্য সম্ভাবনা তৈরি হতেই তা কাজে লাগাতে উঠে পড়ে লেগেছেন তাঁরা । ইতিমধ্যে ITTF-এর বৈঠকে রাজ্যে জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে । তবে সেখানে ডাবলস, মিক্সড ডাবলস, টিম ইভেন্ট হবে না । কোন মাসে টুর্নামেন্ট হবে তাও ঠিক হয়নি । বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলেন, ‘‘মিটিংয়ে ন্যাশনাল টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে । তবে কবে হবে সেটা বলা হয়নি । আমরা ফেডারেশনের নির্দেশের দিকে তাকিয়ে আছি । দিনক্ষণ ঠিক হলেই প্রস্তুতি শুরু করতে হবে ।’’

শর্মি সেনগুপ্ত
BSTTA-র সচিব শর্মি সেনগুপ্ত

তাহলে রাজ্য পর্যায়ের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা কি রয়েছে ? শর্মি সেনগুপ্ত বলেন, ‘‘হাতে যা সময় আছে তাতে মরশুমের সব টুর্নামেন্ট করা যাবে না । তাই কেবলমাত্র রাজ্য টেবিল টেনিস করার চিন্তা ভাবনা চলছে । হয়তো নভেম্বর মাসে রাজ্য টেবিল টেনিস টুর্নামেন্ট হবে । ন্যাশনালের জন্য দল গড়তে রাজ্য টেবিল টেনিস টুর্নামেন্ট না করলে দল বাছা হবে কী করে ?’’

সেই নতুন টুর্নামেন্টের ফরম্যাট কী হবে? কটা বিভাগে খেলা হবে? শর্মি সেনগুপ্ত বলেন,‘‘রাজ্য টেবিল টেনিস টুর্নামেন্টে সব বিভাগ হবে না । শুধু প্রতিটি বিভাগের সিঙ্গলস হবে । কোরোনা সংক্রমণের কারণে বিধিনিষেধ রয়েছে । তাই টুর্নামেন্টের সময় জমায়েত কমাতে শুধুমাত্র সিঙ্গলস হবে । তবে সবকিছু রয়েছে পরিকল্পনার স্তরে ।’’

সিঙ্গলস হলে সব খেলোয়াড় কি অংশ নিতে পারবেন ? শর্মি সেনগুপ্ত বলেন, ‘‘এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি । কারণ বিষয়টি কমিটি ঠিক করবে । এখনও পর্যন্ত যা ভাবা হয়েছে, তা হল নির্দিষ্ট ক্রমপর্যায়ে থাকা খেলোয়াড়রা এবারের রাজ্য প্রতিযোগিতায় অংশ নেবে । তবে আবার বলছি সিদ্ধান্ত নেবে কমিটি ।’’ কিন্তু চলতি বছর কোনও টুর্নামেন্ট হয়নি । তাহলে ক্রমপর্যায় ঠিক হবে কী করে? উত্তরে তিনি বলেন, ‘‘ বিষয়টি আমরাও ভাবছি । তবে যা অবস্থা তাতে গত বছরের ক্রমপর্যায়ের উপর ভিত্তি করেই হয়তো করতে হবে । তবে এই ব্যাপারে সিদ্ধান্ত আমি নিতে পারি না । কমিটির সঙ্গে কথা বলে জানানো হবে ।’’

তবে পুরো বিষয়টি এখনও আলোচনার স্তরে । ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলবে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের কর্তারা । রাজ্য টেবিল টেনিস আয়োজন করতে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রাঙ্গণে অবস্থিত বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমির পরিকাঠামো ব্যবহার করার পরিকল্পনা রয়েছে । এই মুহূর্তে অ্যাকাডেমি বন্ধ । তা স্যানিটাইজ় করার কাজও করে নেওয়ার কথা জানিয়েছেন BSTTA-র সচিব শর্মি সেনগুপ্ত ।

কলকাতা, 29 অগাস্ট : কোরোনা পরবর্তী পরিস্থিতিতে খেলা শুরুর তোড়জোড় ইন্ডিয়ান টেবিল টেনিস ফেডারেশনে । আর খেলা শুরুর সম্মতি পাওয়ার সম্ভাবনা দেখা দিতেই বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন সবকিছু গোছাতে শুরু করেছে । কোরোনা সংক্রমণের জেরে চলতি মরশুমে কোনও টুর্নামেন্ট করা সম্ভব হয়নি । ফলে টেবিল টেনিস খেলোয়াড় থেকে শুরু করে কোচরা কার্যত দিশেহারা ।

একটি বছর নষ্ট হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যাডেট, সাব জুনিয়র, জুনিয়র, ইয়ুথ বিভাগের খেলোয়াড়রা । কর্তারা মানছেন এই ক্ষতির কথা । তাই সামান্য সম্ভাবনা তৈরি হতেই তা কাজে লাগাতে উঠে পড়ে লেগেছেন তাঁরা । ইতিমধ্যে ITTF-এর বৈঠকে রাজ্যে জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে । তবে সেখানে ডাবলস, মিক্সড ডাবলস, টিম ইভেন্ট হবে না । কোন মাসে টুর্নামেন্ট হবে তাও ঠিক হয়নি । বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলেন, ‘‘মিটিংয়ে ন্যাশনাল টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে । তবে কবে হবে সেটা বলা হয়নি । আমরা ফেডারেশনের নির্দেশের দিকে তাকিয়ে আছি । দিনক্ষণ ঠিক হলেই প্রস্তুতি শুরু করতে হবে ।’’

শর্মি সেনগুপ্ত
BSTTA-র সচিব শর্মি সেনগুপ্ত

তাহলে রাজ্য পর্যায়ের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা কি রয়েছে ? শর্মি সেনগুপ্ত বলেন, ‘‘হাতে যা সময় আছে তাতে মরশুমের সব টুর্নামেন্ট করা যাবে না । তাই কেবলমাত্র রাজ্য টেবিল টেনিস করার চিন্তা ভাবনা চলছে । হয়তো নভেম্বর মাসে রাজ্য টেবিল টেনিস টুর্নামেন্ট হবে । ন্যাশনালের জন্য দল গড়তে রাজ্য টেবিল টেনিস টুর্নামেন্ট না করলে দল বাছা হবে কী করে ?’’

সেই নতুন টুর্নামেন্টের ফরম্যাট কী হবে? কটা বিভাগে খেলা হবে? শর্মি সেনগুপ্ত বলেন,‘‘রাজ্য টেবিল টেনিস টুর্নামেন্টে সব বিভাগ হবে না । শুধু প্রতিটি বিভাগের সিঙ্গলস হবে । কোরোনা সংক্রমণের কারণে বিধিনিষেধ রয়েছে । তাই টুর্নামেন্টের সময় জমায়েত কমাতে শুধুমাত্র সিঙ্গলস হবে । তবে সবকিছু রয়েছে পরিকল্পনার স্তরে ।’’

সিঙ্গলস হলে সব খেলোয়াড় কি অংশ নিতে পারবেন ? শর্মি সেনগুপ্ত বলেন, ‘‘এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি । কারণ বিষয়টি কমিটি ঠিক করবে । এখনও পর্যন্ত যা ভাবা হয়েছে, তা হল নির্দিষ্ট ক্রমপর্যায়ে থাকা খেলোয়াড়রা এবারের রাজ্য প্রতিযোগিতায় অংশ নেবে । তবে আবার বলছি সিদ্ধান্ত নেবে কমিটি ।’’ কিন্তু চলতি বছর কোনও টুর্নামেন্ট হয়নি । তাহলে ক্রমপর্যায় ঠিক হবে কী করে? উত্তরে তিনি বলেন, ‘‘ বিষয়টি আমরাও ভাবছি । তবে যা অবস্থা তাতে গত বছরের ক্রমপর্যায়ের উপর ভিত্তি করেই হয়তো করতে হবে । তবে এই ব্যাপারে সিদ্ধান্ত আমি নিতে পারি না । কমিটির সঙ্গে কথা বলে জানানো হবে ।’’

তবে পুরো বিষয়টি এখনও আলোচনার স্তরে । ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলবে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের কর্তারা । রাজ্য টেবিল টেনিস আয়োজন করতে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রাঙ্গণে অবস্থিত বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমির পরিকাঠামো ব্যবহার করার পরিকল্পনা রয়েছে । এই মুহূর্তে অ্যাকাডেমি বন্ধ । তা স্যানিটাইজ় করার কাজও করে নেওয়ার কথা জানিয়েছেন BSTTA-র সচিব শর্মি সেনগুপ্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.