ETV Bharat / sports

State Athletics Meet 2022 : রাজ্য অ্যাথলেটিক্স মিটে প্রথম দিনে নজর কাড়লেন পিন্টু-সোনিয়া-অনন্যারা - রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রথমদিনেই (State Athletics Meet 2022 1st Day) চমক দেখালেন সোনিয়া বৈশ্য, সুচিত্রা মাইতি, অনন্যা রাজবংশীরা ৷ নিজ নিজ বিভাগে তাঁরা সোনা ও রূপো জিতেছেন ৷ পুরুষদের লং জাম্পে 6.86 মিটার লাফ দিয়ে সোনা জিতেছেন পিন্টু পাল ৷

State Athletics Meet 2022 News
রাজ্য অ্যাথলেটিক্স মিট
author img

By

Published : May 6, 2022, 11:02 AM IST

কলকাতা, 6 মে : রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রথমদিনে (State Athletics Meet 2022 1st Day) মেয়েদের 400 মিটারের দৌড়ে সোনা জিতলেন সোনিয়া বৈশ্য (Sonia Vaishya Won Gold in The Women's 400 Meters) ৷ ইস্টার্ন রেলের এই অ্যাথলিট 55.3 সেকেন্ড সময়ে স্প্রিন্ট শেষ করে প্রথম হন ৷ এই বিভাগে রূপো জিতেছেন বর্ধমান জেলার সুচিত্রা মাইতি ৷ ব্রোঞ্জ জিতেছেন ইস্টবেঙ্গলের রিয়া হাজরা ৷

অনুর্ধ্ব-20 বিভাগে মেয়েদের 3 হাজার মিটার দৌড়ে প্রথম হয়েছেন মোহনবাগানের অনন্যা রাজবংশী ৷ দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন ইস্টবেঙ্গলের সুমিত্রা মাহাতা এবং নিশা কুমারী শাহ ৷ পুরুষদের লং জাম্পে পুলিশ অ্যাথলেটিক্স ক্লাবের পিন্টু পাল 6.86 মিটার লাফিয়ে সোনা জিতেছেন ৷ এই বিভাগে দ্বিতীয় হয়েছেন ইস্টবেঙ্গলের পার্থ দাস এবং তৃতীয়স্থানে শেষ করেন পুলিশ অ্যাথলেটিক্সের শুভঙ্কর সরকার ৷

অনুর্ধ্ব-23 বিভাগে ছেলেদের লং জাম্পে সোনা জিতেছেন দক্ষিণ দিনাজপুরের পিন্টু রায় ৷ দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন নদিয়ার সৌরাশিস হালদার, শিলিগুড়ি এমকেএম’র প্রসেনজিৎ রায় ৷ অনুর্ধ্ব-20 বিভাগে ছেলেদের শটপুটে প্রথম হয়েছেন চন্দননগরের সুরজিৎ সুরুল ৷ দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন রূপম বোদক এবং ইস্টবেঙ্গলের সায়ন চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন : State Athletics Meet 2022 : রাজ্য অ্যাথলেটিক্স মিট ফিরলেও করোনার কোপে বাদ ডোপ টেস্ট

দুই বছর পরে রাজ্য অ্যাথলেটিক্স মিটের আয়োজন করা হয়েছে ৷ জেলা এবং ক্লাব মিলিয়ে মোট 38টি দলের 743 জন প্রতিযোগী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রাজ্য মিটে অংশ নিয়েছেন ৷ ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে 490 জন পুরুষ এবং 253 জন মহিলা অ্যাথলিটকে ৷ সাই কেন্দ্রে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্রোণাচার্য কোচ কুন্তল রায়, অনিমা ব্রহ্ম, রহমহতুল্লাহ মোল্লা, হরিশংকর রাই এবং সুস্মিতা সিংহ রায় ৷

কলকাতা, 6 মে : রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রথমদিনে (State Athletics Meet 2022 1st Day) মেয়েদের 400 মিটারের দৌড়ে সোনা জিতলেন সোনিয়া বৈশ্য (Sonia Vaishya Won Gold in The Women's 400 Meters) ৷ ইস্টার্ন রেলের এই অ্যাথলিট 55.3 সেকেন্ড সময়ে স্প্রিন্ট শেষ করে প্রথম হন ৷ এই বিভাগে রূপো জিতেছেন বর্ধমান জেলার সুচিত্রা মাইতি ৷ ব্রোঞ্জ জিতেছেন ইস্টবেঙ্গলের রিয়া হাজরা ৷

অনুর্ধ্ব-20 বিভাগে মেয়েদের 3 হাজার মিটার দৌড়ে প্রথম হয়েছেন মোহনবাগানের অনন্যা রাজবংশী ৷ দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন ইস্টবেঙ্গলের সুমিত্রা মাহাতা এবং নিশা কুমারী শাহ ৷ পুরুষদের লং জাম্পে পুলিশ অ্যাথলেটিক্স ক্লাবের পিন্টু পাল 6.86 মিটার লাফিয়ে সোনা জিতেছেন ৷ এই বিভাগে দ্বিতীয় হয়েছেন ইস্টবেঙ্গলের পার্থ দাস এবং তৃতীয়স্থানে শেষ করেন পুলিশ অ্যাথলেটিক্সের শুভঙ্কর সরকার ৷

অনুর্ধ্ব-23 বিভাগে ছেলেদের লং জাম্পে সোনা জিতেছেন দক্ষিণ দিনাজপুরের পিন্টু রায় ৷ দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন নদিয়ার সৌরাশিস হালদার, শিলিগুড়ি এমকেএম’র প্রসেনজিৎ রায় ৷ অনুর্ধ্ব-20 বিভাগে ছেলেদের শটপুটে প্রথম হয়েছেন চন্দননগরের সুরজিৎ সুরুল ৷ দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন রূপম বোদক এবং ইস্টবেঙ্গলের সায়ন চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন : State Athletics Meet 2022 : রাজ্য অ্যাথলেটিক্স মিট ফিরলেও করোনার কোপে বাদ ডোপ টেস্ট

দুই বছর পরে রাজ্য অ্যাথলেটিক্স মিটের আয়োজন করা হয়েছে ৷ জেলা এবং ক্লাব মিলিয়ে মোট 38টি দলের 743 জন প্রতিযোগী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রাজ্য মিটে অংশ নিয়েছেন ৷ ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে 490 জন পুরুষ এবং 253 জন মহিলা অ্যাথলিটকে ৷ সাই কেন্দ্রে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্রোণাচার্য কোচ কুন্তল রায়, অনিমা ব্রহ্ম, রহমহতুল্লাহ মোল্লা, হরিশংকর রাই এবং সুস্মিতা সিংহ রায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.