ETV Bharat / sports

Hima Das : কোভিড আক্রান্ত হিমা দাস

author img

By

Published : Oct 13, 2021, 6:06 PM IST

অক্টোবরের শেষ সপ্তাহে পাতিয়ালায় শুরু হচ্ছে জাতীয় শিবির ৷ তবে চোট সারিয়ে হিমা সময়ের অনেক আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন নিজেকে প্রস্তুত করে তুলতে ৷ উল্লেখ্য, মার্চে অনুষ্ঠিত ফেডারেশন কাপে অল্পের জন্য টোকিয়ো অলিম্পিকসের (200 মিটার) যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিলেন হিমা ৷

Hima Das
কোভিড আক্রান্ত হিমা দাস

পাতিয়ালা, 13 অক্টোবর : হ্য়ামস্ট্রিংয়ের চোট সারিয়ে ছন্দে ফেরার লক্ষ্যে ছিলেন ৷ সম্প্রতি পাতিয়ালার জাতীয় শিবিরে যোগও দিয়েছিলেন ৷ কিন্তু বাধ সাধল করোনা ৷ জাতীয় শিবিরে যোগ দেওয়ার দিনকয়েকের মধ্যেই করোনায় আক্রান্ত হলেন দেশের তারকা অ্যাথলিট ৷

গত 10 অক্টোবর পাতিয়ালায় জাতীয় শিবিরে যোগ দিয়েছিলেন হিমা ৷ তবে গত 8-9 অক্টোবর গুয়াহাটিতে থাকাকালীনই তাঁর শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছিল বলে জানা গিয়েছে ৷ প্রাথমিকভাবে বিষয়টিকে গুরুত্ব না দেওয়া হলেও শিবিরে যোগ দেওয়ার পর বাধ্যতামূলক পরীক্ষায় হিমার কোভিড-19 রিপোর্ট পজিটিভ আসে ৷ আপাতত আইসোলেশনে রয়েছেন তারকা স্প্রিন্টার ৷

টুইটে বুধবার হিমা লেখেন, "আমার কোভিড আক্রান্ত হওয়ার খবর সম্পর্কে আমি সকলকে অবগত করতে চাই ৷ আপাতত আইসোলেশনে স্থিতিশীল রয়েছি আমি ৷ সুস্থ হয়ে আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরতে চাই ৷" একইসঙ্গে অনুরাগীদের মাস্ক পরা এবং নিরাপদ থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন হিমা ৷

আরও পড়ুন : প্রথম দল হিসেবে ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করল জার্মানি

অক্টোবরের শেষ সপ্তাহে পাতিয়ালায় শুরু হচ্ছে জাতীয় শিবির ৷ তবে চোট সারিয়ে হিমা সময়ের অনেক আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন নিজেকে প্রস্তুত করে তুলতে ৷ উল্লেখ্য, মার্চে অনুষ্ঠিত ফেডারেশন কাপে অল্পের জন্য টোকিয়ো অলিম্পিকসের (200 মিটার) যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিলেন হিমা ৷ হ্য়ামস্ট্রিংয়ে চোট পরবর্তীতে তাঁর টোকিয়ো যাওয়ার স্বপ্ন শেষ করে দিয়েছিল ৷

পাতিয়ালা, 13 অক্টোবর : হ্য়ামস্ট্রিংয়ের চোট সারিয়ে ছন্দে ফেরার লক্ষ্যে ছিলেন ৷ সম্প্রতি পাতিয়ালার জাতীয় শিবিরে যোগও দিয়েছিলেন ৷ কিন্তু বাধ সাধল করোনা ৷ জাতীয় শিবিরে যোগ দেওয়ার দিনকয়েকের মধ্যেই করোনায় আক্রান্ত হলেন দেশের তারকা অ্যাথলিট ৷

গত 10 অক্টোবর পাতিয়ালায় জাতীয় শিবিরে যোগ দিয়েছিলেন হিমা ৷ তবে গত 8-9 অক্টোবর গুয়াহাটিতে থাকাকালীনই তাঁর শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছিল বলে জানা গিয়েছে ৷ প্রাথমিকভাবে বিষয়টিকে গুরুত্ব না দেওয়া হলেও শিবিরে যোগ দেওয়ার পর বাধ্যতামূলক পরীক্ষায় হিমার কোভিড-19 রিপোর্ট পজিটিভ আসে ৷ আপাতত আইসোলেশনে রয়েছেন তারকা স্প্রিন্টার ৷

টুইটে বুধবার হিমা লেখেন, "আমার কোভিড আক্রান্ত হওয়ার খবর সম্পর্কে আমি সকলকে অবগত করতে চাই ৷ আপাতত আইসোলেশনে স্থিতিশীল রয়েছি আমি ৷ সুস্থ হয়ে আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরতে চাই ৷" একইসঙ্গে অনুরাগীদের মাস্ক পরা এবং নিরাপদ থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন হিমা ৷

আরও পড়ুন : প্রথম দল হিসেবে ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করল জার্মানি

অক্টোবরের শেষ সপ্তাহে পাতিয়ালায় শুরু হচ্ছে জাতীয় শিবির ৷ তবে চোট সারিয়ে হিমা সময়ের অনেক আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন নিজেকে প্রস্তুত করে তুলতে ৷ উল্লেখ্য, মার্চে অনুষ্ঠিত ফেডারেশন কাপে অল্পের জন্য টোকিয়ো অলিম্পিকসের (200 মিটার) যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিলেন হিমা ৷ হ্য়ামস্ট্রিংয়ে চোট পরবর্তীতে তাঁর টোকিয়ো যাওয়ার স্বপ্ন শেষ করে দিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.