ETV Bharat / sports

অ্যাড-হক কমিটি কিংবা সাসপেনশনের কোনও গ্রহণযোগ্যতা নেই, সাফ জানালেন বরখাস্ত সঞ্জয় সিং - Sports Ministry

Sports Ministry Unlikely to Rescind WFI Dismissal: সাময়িকভাবে সাসপেন্ড হওয়া ভারতের কুস্তি ফেডারেশন বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনার কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই ৷ সংবাদসংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছে ক্রীড়ামন্ত্রকের একটি সূত্র ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 6:42 PM IST

Updated : Jan 1, 2024, 10:24 PM IST

নয়াদিল্লি, 1 জানুয়ারি: সঞ্জয় সিংয়ের সঙ্গে আলোচনায় বসার কোনও সম্ভাবনাই নেই ৷ এমনটাই জানাল ক্রীড়ামন্ত্রক ৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, ভারতের কুস্তি ফেডারেশনের সাময়িক সাসপেন্ড হওয়া বোর্ডের সভাপতির সঙ্গে তারা এই মুহূর্তে কোনও আলোচনায় যাচ্ছে না ৷ অন্যদিকে, সোমবার সংবাদসংস্থা পিটিআই'কে সঞ্জয় সিং সাফ জানালেন নবগঠিত অ্যাড-হক কমিটি কিংবা সাসপেনশন, কোনওটাই তাঁরা মানেন না ৷

বরখাস্ত কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি সংবাদসংস্থাকে বলেন, "আমরা গণতান্ত্রিক পদ্ধতি মেনেই নির্বাচিত হয়েছি ৷ রিটার্নিং অফিসার প্রয়োজনীয় কাগজপত্রে সই করেছেন ৷ কীভাবে সেগুলো উপেক্ষা করবেন? আমরা অ্যাড-হক কমিটিকে মানি না ৷"

অন্যদিকে, শুধু আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া নয় ৷ একই ভাবে ফেডারেশনের নিয়ম ভেঙে সাসপেন্ড হওয়া সঞ্জয় সিংয়ের সভাপতি পদে ফেরার সম্ভাবনাও নেই বলেও ক্রীড়ামন্ত্রক সূত্রে দাবি ৷ এমনকী তিনি যদি, মন্ত্রকের নির্দেশ মতো সমস্ত নিয়ম মেনে চলেন, তাতেও সঞ্জয় সিংকে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি পদে ফেরানো হবে না ৷ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তৈরি হওয়া অ্যাড-হক কমিটি এই মুহূর্তে ডব্লিউএফআই-এর দৈনন্দিন সমস্ত কাজ চালিয়ে যাবে ৷ এই কমিটিই আগামী দিনে ভারতের কুস্তি ফেডারেশনের স্বচ্ছ নির্বাচনের আয়োজনও করবে ৷

তবে, এক্ষেত্রে সঞ্জয় সিংয়ের ফেডারেশনে ফেরার একটা সম্ভাবনা রয়েছে ৷ তিনি ক্রীড়ামন্ত্রকের বিরুদ্ধে আদালতে যেতে পারেন ৷ সেখানে তাঁর পক্ষে রায় আসলে, সঞ্জয় সিং ক্রীড়ামন্ত্রকের আয়ত্বের বাইরে বেরিয়ে ফের ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতির আসনে বসতে পারবেন ৷ তবে, ক্রীড়ামন্ত্রকের ওই সূত্র জানিয়েছেন, সঞ্জয় সিংকে সভাপতি পদে না ফেরানোর সিদ্ধান্ত খেলার ভালোর জন্য নেওয়া হয়েছে ৷ ফেডারেশনের নানান কাজকর্ম প্রায় এগারো মাস ধরে বন্ধ রয়েছে ৷ সেই কারণে, অ্যাড-হক কমিটির মাধ্যমে পুরো কাজকর্ম মিটিয়ে পুনরায় নির্বাচন করতে চাইছে ক্রীড়ামন্ত্রক ৷

উল্লেখ্য, ভারতের কুস্তি ফেডারেশনের নিয়ম অনুযায়ী, কোনও টুর্নামেন্ট ঘোষণার আগে 2 সপ্তাহের নোটিশ জারি করতে হয় ৷ কিন্তু, নির্বাচনে জেতার দিনেই বোর্ড গঠন করে অনুর্ধ্ব-15 ও অনুর্ধ্ব-10 জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপের আয়োজনের তারিখ ও জায়গা ঘোষণা করে দেয় সঞ্জয় সিংয়ের নেতৃত্বাধীন বোর্ড ৷ তার পরেই বিষয়টিতে হস্তক্ষেপ করে ক্রীড়ামন্ত্রক ৷ সঞ্জয় সিং এবং তাঁর পারিষদদের সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় মন্ত্রক ৷ কিন্তু, বর্তমান পরিস্থিতিতে মন্ত্রকের সূত্রের দাবি অনুযায়ী, সেই সাসপেনশন ওঠার কোনও সম্ভাবনা নেই ৷ বরং, ভূপিন্দর সিং বাজওয়ার নেতৃত্বাধীন অ্যাড-হক কমিটি ফেডারেশেনের সমস্ত কাজ সামলাবে এবং পুনরায় নির্বাচনের আয়োজন করবে ৷

আরও পড়ুন:

  1. 'পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত রাজনৈতিকভাবে প্রভাবিত', রাহুল-প্রিয়াঙ্কাকে নিশানা যোগেশ্বরের
  2. ফেডারেশনের নয়া কমিটিকে সাসপেন্ড করায় ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তকে স্বাগত ববিতার
  3. কেন্দ্রের নির্দেশমতো 3 সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করল অলিম্পিক অ্যাসোসিয়েশন

নয়াদিল্লি, 1 জানুয়ারি: সঞ্জয় সিংয়ের সঙ্গে আলোচনায় বসার কোনও সম্ভাবনাই নেই ৷ এমনটাই জানাল ক্রীড়ামন্ত্রক ৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, ভারতের কুস্তি ফেডারেশনের সাময়িক সাসপেন্ড হওয়া বোর্ডের সভাপতির সঙ্গে তারা এই মুহূর্তে কোনও আলোচনায় যাচ্ছে না ৷ অন্যদিকে, সোমবার সংবাদসংস্থা পিটিআই'কে সঞ্জয় সিং সাফ জানালেন নবগঠিত অ্যাড-হক কমিটি কিংবা সাসপেনশন, কোনওটাই তাঁরা মানেন না ৷

বরখাস্ত কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি সংবাদসংস্থাকে বলেন, "আমরা গণতান্ত্রিক পদ্ধতি মেনেই নির্বাচিত হয়েছি ৷ রিটার্নিং অফিসার প্রয়োজনীয় কাগজপত্রে সই করেছেন ৷ কীভাবে সেগুলো উপেক্ষা করবেন? আমরা অ্যাড-হক কমিটিকে মানি না ৷"

অন্যদিকে, শুধু আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া নয় ৷ একই ভাবে ফেডারেশনের নিয়ম ভেঙে সাসপেন্ড হওয়া সঞ্জয় সিংয়ের সভাপতি পদে ফেরার সম্ভাবনাও নেই বলেও ক্রীড়ামন্ত্রক সূত্রে দাবি ৷ এমনকী তিনি যদি, মন্ত্রকের নির্দেশ মতো সমস্ত নিয়ম মেনে চলেন, তাতেও সঞ্জয় সিংকে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি পদে ফেরানো হবে না ৷ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তৈরি হওয়া অ্যাড-হক কমিটি এই মুহূর্তে ডব্লিউএফআই-এর দৈনন্দিন সমস্ত কাজ চালিয়ে যাবে ৷ এই কমিটিই আগামী দিনে ভারতের কুস্তি ফেডারেশনের স্বচ্ছ নির্বাচনের আয়োজনও করবে ৷

তবে, এক্ষেত্রে সঞ্জয় সিংয়ের ফেডারেশনে ফেরার একটা সম্ভাবনা রয়েছে ৷ তিনি ক্রীড়ামন্ত্রকের বিরুদ্ধে আদালতে যেতে পারেন ৷ সেখানে তাঁর পক্ষে রায় আসলে, সঞ্জয় সিং ক্রীড়ামন্ত্রকের আয়ত্বের বাইরে বেরিয়ে ফের ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতির আসনে বসতে পারবেন ৷ তবে, ক্রীড়ামন্ত্রকের ওই সূত্র জানিয়েছেন, সঞ্জয় সিংকে সভাপতি পদে না ফেরানোর সিদ্ধান্ত খেলার ভালোর জন্য নেওয়া হয়েছে ৷ ফেডারেশনের নানান কাজকর্ম প্রায় এগারো মাস ধরে বন্ধ রয়েছে ৷ সেই কারণে, অ্যাড-হক কমিটির মাধ্যমে পুরো কাজকর্ম মিটিয়ে পুনরায় নির্বাচন করতে চাইছে ক্রীড়ামন্ত্রক ৷

উল্লেখ্য, ভারতের কুস্তি ফেডারেশনের নিয়ম অনুযায়ী, কোনও টুর্নামেন্ট ঘোষণার আগে 2 সপ্তাহের নোটিশ জারি করতে হয় ৷ কিন্তু, নির্বাচনে জেতার দিনেই বোর্ড গঠন করে অনুর্ধ্ব-15 ও অনুর্ধ্ব-10 জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপের আয়োজনের তারিখ ও জায়গা ঘোষণা করে দেয় সঞ্জয় সিংয়ের নেতৃত্বাধীন বোর্ড ৷ তার পরেই বিষয়টিতে হস্তক্ষেপ করে ক্রীড়ামন্ত্রক ৷ সঞ্জয় সিং এবং তাঁর পারিষদদের সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় মন্ত্রক ৷ কিন্তু, বর্তমান পরিস্থিতিতে মন্ত্রকের সূত্রের দাবি অনুযায়ী, সেই সাসপেনশন ওঠার কোনও সম্ভাবনা নেই ৷ বরং, ভূপিন্দর সিং বাজওয়ার নেতৃত্বাধীন অ্যাড-হক কমিটি ফেডারেশেনের সমস্ত কাজ সামলাবে এবং পুনরায় নির্বাচনের আয়োজন করবে ৷

আরও পড়ুন:

  1. 'পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত রাজনৈতিকভাবে প্রভাবিত', রাহুল-প্রিয়াঙ্কাকে নিশানা যোগেশ্বরের
  2. ফেডারেশনের নয়া কমিটিকে সাসপেন্ড করায় ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তকে স্বাগত ববিতার
  3. কেন্দ্রের নির্দেশমতো 3 সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করল অলিম্পিক অ্যাসোসিয়েশন
Last Updated : Jan 1, 2024, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.