ETV Bharat / sports

Union Budget 2023: ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে 3397 কোটি টাকা বরাদ্দ বাজেটে - ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে 3397 কোটি টাকা বরাদ্দ

কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2023) ক্রীড়ক্ষেত্রে প্রায় সাড়ে 3 হাজার কোটি টাকার বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ যেখানে ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পে সবচেয়ে বেশি 1 হাজার 45 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র ৷

Union Budget 2023 ETV BHARAT
Union Budget 2023
author img

By

Published : Feb 1, 2023, 9:17 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: এবছর এশিয়ান গেমসে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ আর সেই সঙ্গে চলছে 2024 প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতি ৷ এমনকি সাম্প্রতিককালে ক্রিকেটের বাইরে ভারতের ক্রীড়াক্ষেত্রে সাফল্য বেশি করে নজরে এসেছে ৷ সেই সব সফল ক্রীড়াবিদের পরিশ্রমের ফলে দেখা গেল 2023-24 বাজেট ৷ ক্রীড়াক্ষেত্রে এবারের বাজেটে 3 হাজার 397 কোটি 32 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে অর্থমন্ত্রকের তরফে (Sports Ministry Gets Over Three Thousand Crore) ৷ যা গতবারের থেকে 723.97 কোটি টাকা বেশি ৷

গত অর্থবর্ষে দেশের ক্রীড়া উন্নয়নে বরাদ্দ ছিল 2 হাজার 673 কোটি 35 লক্ষ টাকা ৷ যা এবার অনেকটাই বাড়ানো হয়েছে ৷ উল্লেখ্য, 2022-23 অর্থ বর্ষে ক্রীড়াক্ষেত্রে বাজেট বরাদ্দ ছিল 3 হাজার 62 কোটি 60 লক্ষ টাকা ৷ কিন্তু, বিগত অর্থবর্ষে তার থেকে প্রায় 400 কোটি টাকা কম ক্রীড়ামন্ত্রককে দেওয়া হয়েছিল ৷ এবার সেই বকয়ে বরাদ্দ অর্থটাই 2023-24 অর্থবর্ষের সঙ্গে জুড়ে 3 হাজার 397 কোটি 32 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ৷ অন্তত বরাদ্দের আনুমানিক পরিসংখ্যান তাই বলছে ৷

ক্রীড়ামন্ত্রকের নিজস্ব কর্মসূচি ‘খেলো ইন্ডিয়া-ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট অফ স্পোর্টস’-কে জারি রাখা হয়েছে ৷ এই কর্মসূচিকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ ‘খেলো ইন্ডিয়া’ খাতে 1 হাজার 45 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র ৷ যেখানে গত অর্থবর্ষে বরাদ্দ ছিল 606 কোটি টাকা ৷ প্রায় 439 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে ৷ অতীতে অলিম্পিক্স, কমনওয়েলথ গেমসে ও এশিয়ান গেমস-সহ বিশ্ব মঞ্চে ভারতীয় অ্যাথলিটদের সাফল্যের পর ‘খেলো ইন্ডিয়া’ খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷

আরও পড়ুন: মন্ত্রীদের বেতন-বিদেশ সফরের জন্য বাজেটে কত বরাদ্দ করলেন অর্থমন্ত্রী, জেনে নিন

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই-এর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে মোট 785.52 কোটি টাকা ৷ যা গত অর্থবর্ষে ছিল 749.43 কোটি টাকা ৷ ন্যাশনাল স্পোর্টস ফেডেরেশনের বরাদ্দ গতবারের থেকে 45 কোটি টাকা বেশি করা হয়েছে ৷ এনএসএফ-এর 2023-24 অর্থবর্ষে মোট বরাদ্দ হয়েছে 325 কোটি টাকা ৷ অন্যদিকে, বিশ্ব ডোপিং সংস্থা অনুমোদিত ভারতে যে জাতীয় ডোপিং সংস্থা রয়েছে, সেই সংস্থা আগে সাইয়ের মাধ্যমে বরাদ্দের টাকা পেত ৷ এবার থেকে জাতীয় ডোপিং সংস্থার উন্নয়ন খাতের টাকা সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রক দেবে ৷

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: এবছর এশিয়ান গেমসে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ আর সেই সঙ্গে চলছে 2024 প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতি ৷ এমনকি সাম্প্রতিককালে ক্রিকেটের বাইরে ভারতের ক্রীড়াক্ষেত্রে সাফল্য বেশি করে নজরে এসেছে ৷ সেই সব সফল ক্রীড়াবিদের পরিশ্রমের ফলে দেখা গেল 2023-24 বাজেট ৷ ক্রীড়াক্ষেত্রে এবারের বাজেটে 3 হাজার 397 কোটি 32 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে অর্থমন্ত্রকের তরফে (Sports Ministry Gets Over Three Thousand Crore) ৷ যা গতবারের থেকে 723.97 কোটি টাকা বেশি ৷

গত অর্থবর্ষে দেশের ক্রীড়া উন্নয়নে বরাদ্দ ছিল 2 হাজার 673 কোটি 35 লক্ষ টাকা ৷ যা এবার অনেকটাই বাড়ানো হয়েছে ৷ উল্লেখ্য, 2022-23 অর্থ বর্ষে ক্রীড়াক্ষেত্রে বাজেট বরাদ্দ ছিল 3 হাজার 62 কোটি 60 লক্ষ টাকা ৷ কিন্তু, বিগত অর্থবর্ষে তার থেকে প্রায় 400 কোটি টাকা কম ক্রীড়ামন্ত্রককে দেওয়া হয়েছিল ৷ এবার সেই বকয়ে বরাদ্দ অর্থটাই 2023-24 অর্থবর্ষের সঙ্গে জুড়ে 3 হাজার 397 কোটি 32 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ৷ অন্তত বরাদ্দের আনুমানিক পরিসংখ্যান তাই বলছে ৷

ক্রীড়ামন্ত্রকের নিজস্ব কর্মসূচি ‘খেলো ইন্ডিয়া-ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট অফ স্পোর্টস’-কে জারি রাখা হয়েছে ৷ এই কর্মসূচিকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ ‘খেলো ইন্ডিয়া’ খাতে 1 হাজার 45 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র ৷ যেখানে গত অর্থবর্ষে বরাদ্দ ছিল 606 কোটি টাকা ৷ প্রায় 439 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে ৷ অতীতে অলিম্পিক্স, কমনওয়েলথ গেমসে ও এশিয়ান গেমস-সহ বিশ্ব মঞ্চে ভারতীয় অ্যাথলিটদের সাফল্যের পর ‘খেলো ইন্ডিয়া’ খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷

আরও পড়ুন: মন্ত্রীদের বেতন-বিদেশ সফরের জন্য বাজেটে কত বরাদ্দ করলেন অর্থমন্ত্রী, জেনে নিন

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই-এর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে মোট 785.52 কোটি টাকা ৷ যা গত অর্থবর্ষে ছিল 749.43 কোটি টাকা ৷ ন্যাশনাল স্পোর্টস ফেডেরেশনের বরাদ্দ গতবারের থেকে 45 কোটি টাকা বেশি করা হয়েছে ৷ এনএসএফ-এর 2023-24 অর্থবর্ষে মোট বরাদ্দ হয়েছে 325 কোটি টাকা ৷ অন্যদিকে, বিশ্ব ডোপিং সংস্থা অনুমোদিত ভারতে যে জাতীয় ডোপিং সংস্থা রয়েছে, সেই সংস্থা আগে সাইয়ের মাধ্যমে বরাদ্দের টাকা পেত ৷ এবার থেকে জাতীয় ডোপিং সংস্থার উন্নয়ন খাতের টাকা সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রক দেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.