ETV Bharat / sports

শুরু প্রথম খেলো ইন্ডিয়া উইন্টার গেমস

গুলমার্গের খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের উদ্বোধন করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজেজু ৷

author img

By

Published : Mar 7, 2020, 1:27 PM IST

image
খেলো ইন্ডিয়া উইন্টার গেমেস

গুলমার্গ, 7 মার্চ : জম্মু-কাশ্মীরের গুলমার্গে উদ্বোধন হয়ে গেল প্রথম খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের ৷ 5 দিন ধরে চলা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় 900 প্রতিযোগী ৷ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের সাহায্যে এই প্রতিযোগিতার আয়োজন করেছে জম্মু-কাশ্মীর স্পোর্টস কাউন্সিল ৷

video
কাশ্মীরের স্থানীয় নৃত্য

গুলমার্গের তুষারাবৃত মাঠে গেমসের উদ্বোধন করেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজেজু ৷ গতকাল ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প আয়োজিত একটি অনুষ্ঠানেও তিনি যোগ দেন ৷ এই ক্যাম্পই উইন্টার গেমসের প্রমোশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷ পরে শ্রীনগর ও গান্দেরবাল জেলার 250টি ক্লাবে খেলার সরঞ্জাম বিতরণ করা হয় ৷

video
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের

দেশের 20টি রাজ্য থেকে প্রায় 900 প্রতিযোগী 10টি খেলায় অংশ নিয়েছে ৷

এই ইভেন্টের প্রথম পর্বের খেলা ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে লাদাখে অনুষ্ঠিত হয়েছিল ৷ ওই ইভেন্টে ছিল ওপেন আইস হকি চ্যাম্পিয়নশিপ, ফিগার স্কেটিং ও স্পিড স্কেটিং ৷ ভারতের শীতকালীন খেলাকে উৎসাহ দেওয়াই এই গেমসের প্রধান লক্ষ্য ৷

গুলমার্গ, 7 মার্চ : জম্মু-কাশ্মীরের গুলমার্গে উদ্বোধন হয়ে গেল প্রথম খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের ৷ 5 দিন ধরে চলা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় 900 প্রতিযোগী ৷ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের সাহায্যে এই প্রতিযোগিতার আয়োজন করেছে জম্মু-কাশ্মীর স্পোর্টস কাউন্সিল ৷

video
কাশ্মীরের স্থানীয় নৃত্য

গুলমার্গের তুষারাবৃত মাঠে গেমসের উদ্বোধন করেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজেজু ৷ গতকাল ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প আয়োজিত একটি অনুষ্ঠানেও তিনি যোগ দেন ৷ এই ক্যাম্পই উইন্টার গেমসের প্রমোশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷ পরে শ্রীনগর ও গান্দেরবাল জেলার 250টি ক্লাবে খেলার সরঞ্জাম বিতরণ করা হয় ৷

video
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের

দেশের 20টি রাজ্য থেকে প্রায় 900 প্রতিযোগী 10টি খেলায় অংশ নিয়েছে ৷

এই ইভেন্টের প্রথম পর্বের খেলা ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে লাদাখে অনুষ্ঠিত হয়েছিল ৷ ওই ইভেন্টে ছিল ওপেন আইস হকি চ্যাম্পিয়নশিপ, ফিগার স্কেটিং ও স্পিড স্কেটিং ৷ ভারতের শীতকালীন খেলাকে উৎসাহ দেওয়াই এই গেমসের প্রধান লক্ষ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.