ETV Bharat / sports

কয়েকমাসের মধ্যেই ফিরবে খেলাধুলো : রিজিজু

দেশের ক্রীড়াবিদদের জন্য সুখবর দিলেন কিরেন রিজিজু ৷ জানালেন, কয়েকমাসের মধ্যে দেশে স্পোর্টিং ইভেন্ট শুরুর চেষ্টা করা হচ্ছে ৷

kiren rijiju
kiren rijiju
author img

By

Published : Jun 8, 2020, 10:15 AM IST

দিল্লি, 8 জুন: অপেক্ষা আর কয়েকমাসের ৷ তারপরই ফাঁকা পড়ে থাকা সবুজ মাঠগুলি আবার প্রাণবন্ত হয়ে উঠবে ৷ সুরক্ষা বিধি মেনে কয়েকমাসের মধ্যেই দেশে ফের শুরু হবে খেলাধুলো, এমনটাই মনে করছেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ দিল্লির টেবিল টেনিস তারকা মণিকা বাত্রার সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে একথা জানিয়েছেন তিনি ৷

এদেশে কোরোনা ভাইরাসের প্রভাব দেখা দেওয়ার পর বন্ধ হয়ে যায় সমস্ত ক্রীড়া ইভেন্ট ৷ পিছিয়ে গেছে IPL, ভারতীয় ফুটবল দলের প্রাক বিশ্বকাপ ম্যাচ-সহ বিভিন্ন স্পোর্টস ইভেন্ট ৷ তবে সম্প্রতি সরকারি নির্দেশিকা মেনে স্টেডিয়াম খোলা ও ক্রীড়াবিদদের অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে ৷ মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছে দেশের ক্রীড়াবিদরা ৷ কিন্তু, দেশে ফের খেলাধুলো কবে শুরু হবে, তা নিয়ে এখনও কিছু স্পষ্ট নয় ৷ দেশের মাঠে কবে বল গড়াতে পারে ? গোল্ডকোস্ট কমনওয়েলথে সোনাজয়ী মণিকা বাত্রার এই প্রশ্নের উত্তরে ক্রীড়ামন্ত্রী বলেন, "এদেশে খুব শীঘ্রই খেলাধুলো ফিরিয়ে আনতে চাই ৷ এর জন্য বেশ কয়েকমাস সময় লাগবে ৷ কয়েকমাসের মধ্যে দেশে বেশ কিছু ক্রীড়া ইভেন্ট আয়োজিত হতে পারে ৷"

যদিও অ্যাথলিটদের স্বাস্থ্য ও সুরক্ষাই যে প্রাধান্য পাবে তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন রিজিজু ৷ তাঁর কথায়, "খেলাধুলোর জন্য আরও ভালো পরিবেশ তৈরি করে স্পোর্টিং ইভেন্ট শুরু করার পক্ষে আমি ৷ কারণ এই প্যানডেমিক ক্রীড়াক্ষেত্রে বড় বাধার সৃষ্টি করেছে ৷" ক্রীড়ামন্ত্রী আরও বলেন, "ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত রয়েছে লাখ লাখ মানুষ ৷ দেশের প্রতিটি খেলোয়াড় যাতে মাঠে ফিরতে পারে তার চেষ্টা করছি ৷ ইতিমধ্যেই অনুশীলনের জন্য অনুমতি দেওয়া হয়েছে ৷ কিন্তু প্রতিযোগিতামূলক ইভেন্ট শুরু হতে একটু সময় লাগবে ৷"

দিল্লি, 8 জুন: অপেক্ষা আর কয়েকমাসের ৷ তারপরই ফাঁকা পড়ে থাকা সবুজ মাঠগুলি আবার প্রাণবন্ত হয়ে উঠবে ৷ সুরক্ষা বিধি মেনে কয়েকমাসের মধ্যেই দেশে ফের শুরু হবে খেলাধুলো, এমনটাই মনে করছেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ দিল্লির টেবিল টেনিস তারকা মণিকা বাত্রার সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে একথা জানিয়েছেন তিনি ৷

এদেশে কোরোনা ভাইরাসের প্রভাব দেখা দেওয়ার পর বন্ধ হয়ে যায় সমস্ত ক্রীড়া ইভেন্ট ৷ পিছিয়ে গেছে IPL, ভারতীয় ফুটবল দলের প্রাক বিশ্বকাপ ম্যাচ-সহ বিভিন্ন স্পোর্টস ইভেন্ট ৷ তবে সম্প্রতি সরকারি নির্দেশিকা মেনে স্টেডিয়াম খোলা ও ক্রীড়াবিদদের অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে ৷ মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছে দেশের ক্রীড়াবিদরা ৷ কিন্তু, দেশে ফের খেলাধুলো কবে শুরু হবে, তা নিয়ে এখনও কিছু স্পষ্ট নয় ৷ দেশের মাঠে কবে বল গড়াতে পারে ? গোল্ডকোস্ট কমনওয়েলথে সোনাজয়ী মণিকা বাত্রার এই প্রশ্নের উত্তরে ক্রীড়ামন্ত্রী বলেন, "এদেশে খুব শীঘ্রই খেলাধুলো ফিরিয়ে আনতে চাই ৷ এর জন্য বেশ কয়েকমাস সময় লাগবে ৷ কয়েকমাসের মধ্যে দেশে বেশ কিছু ক্রীড়া ইভেন্ট আয়োজিত হতে পারে ৷"

যদিও অ্যাথলিটদের স্বাস্থ্য ও সুরক্ষাই যে প্রাধান্য পাবে তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন রিজিজু ৷ তাঁর কথায়, "খেলাধুলোর জন্য আরও ভালো পরিবেশ তৈরি করে স্পোর্টিং ইভেন্ট শুরু করার পক্ষে আমি ৷ কারণ এই প্যানডেমিক ক্রীড়াক্ষেত্রে বড় বাধার সৃষ্টি করেছে ৷" ক্রীড়ামন্ত্রী আরও বলেন, "ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত রয়েছে লাখ লাখ মানুষ ৷ দেশের প্রতিটি খেলোয়াড় যাতে মাঠে ফিরতে পারে তার চেষ্টা করছি ৷ ইতিমধ্যেই অনুশীলনের জন্য অনুমতি দেওয়া হয়েছে ৷ কিন্তু প্রতিযোগিতামূলক ইভেন্ট শুরু হতে একটু সময় লাগবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.