ETV Bharat / sports

খোলা যাবে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম

author img

By

Published : May 17, 2020, 8:28 PM IST

লকডাউনে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম খুললেও থাকছে কিছু বিধি-নিষেধ ৷ স্টেডিয়ামে কোনও দর্শক প্রবেশ করতে পারবে না ৷ এছাড়া স্পোর্টস কমপ্লেক্সগুলিতে অযথা ভিড় বাড়ানো যাবে না ৷ তবে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম খুললেও এখনই খুলছে না কোনও জিমনাশিয়াম ।

image
লকডাউনে ছাড়

দিল্লি, 17 মে : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে ফের বাড়ল লকডাউনের মেয়াদ ৷ 31 মে পর্যন্ত বাড়ানো হল মেয়াদ ৷ দেশজুড়ে বন্ধ থাকবে যেকোনও জমায়েত ৷ তবে এর মধ্যেই ভালো খবর ক্রীড়াক্ষেত্রে ৷ লকডাউনে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম খোলার অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক ৷

তবে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম খুললেও থাকছে কিছু বিধি-নিষেধ ৷ স্টেডিয়ামে কোনও দর্শক প্রবেশ করতে পারবে না ৷ এছাড়া স্পোর্টস কমপ্লেক্সগুলিতে অযথা ভিড় বাড়ানো যাবে না ৷ তবে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম খুললেও এখনই খুলছে না কোনও জিমনাশিয়াম ৷ বন্ধ থাকবে সুইমিং পুলও ৷ এছাড়া এন্টারটেনমেন্ট পার্কও খোলা যাবে না এখন ৷

স্টেডিয়াম খোলার সঙ্গে সঙ্গে যে খেলা গুলি মার্চে স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল সরকার,সেগুলি ফের শুরু হওয়ার সম্ভবনা জোরালহল বলেই বিশেষজ্ঞদের মত ৷

মার্চের মাঝামাঝি সময়ে কোরোনা মোকাবিলায় ভারতে লকডাউন জারি করা হয় ৷ যদিও কিছু অ্যাথলিট যাঁরা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বেঙ্গালুরু ও পাতিয়ালা শাখার কাছে বসবাস করেন তাঁরা অনুশীলন শুরু করার দাবি জানান ৷

গত সপ্তাহে ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু অ্যাথলিটদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই ব্যাপারে দফায় দফায় কথা বলেন ৷ 3মে তিনি বলেন সরকার জাতীয় ক্যাম্পগুলি ফের ধাপে ধাপে শুরু করার কাথা ভাবছে ৷

দিল্লি, 17 মে : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে ফের বাড়ল লকডাউনের মেয়াদ ৷ 31 মে পর্যন্ত বাড়ানো হল মেয়াদ ৷ দেশজুড়ে বন্ধ থাকবে যেকোনও জমায়েত ৷ তবে এর মধ্যেই ভালো খবর ক্রীড়াক্ষেত্রে ৷ লকডাউনে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম খোলার অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক ৷

তবে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম খুললেও থাকছে কিছু বিধি-নিষেধ ৷ স্টেডিয়ামে কোনও দর্শক প্রবেশ করতে পারবে না ৷ এছাড়া স্পোর্টস কমপ্লেক্সগুলিতে অযথা ভিড় বাড়ানো যাবে না ৷ তবে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম খুললেও এখনই খুলছে না কোনও জিমনাশিয়াম ৷ বন্ধ থাকবে সুইমিং পুলও ৷ এছাড়া এন্টারটেনমেন্ট পার্কও খোলা যাবে না এখন ৷

স্টেডিয়াম খোলার সঙ্গে সঙ্গে যে খেলা গুলি মার্চে স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল সরকার,সেগুলি ফের শুরু হওয়ার সম্ভবনা জোরালহল বলেই বিশেষজ্ঞদের মত ৷

মার্চের মাঝামাঝি সময়ে কোরোনা মোকাবিলায় ভারতে লকডাউন জারি করা হয় ৷ যদিও কিছু অ্যাথলিট যাঁরা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বেঙ্গালুরু ও পাতিয়ালা শাখার কাছে বসবাস করেন তাঁরা অনুশীলন শুরু করার দাবি জানান ৷

গত সপ্তাহে ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু অ্যাথলিটদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই ব্যাপারে দফায় দফায় কথা বলেন ৷ 3মে তিনি বলেন সরকার জাতীয় ক্যাম্পগুলি ফের ধাপে ধাপে শুরু করার কাথা ভাবছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.