ETV Bharat / sports

FIFA World Cup 2022: বিশ্বমঞ্চে ফের ভালোবাসার জয়গান ! রামধনু রঙা পতাকা জড়িয়ে মাঠে ঢুকে পড়লেন দর্শক

অফিসিয়াল গ্রুপ ফোটোতে মুখ চাপা দিয়ে ছবি তুলেছেন ন্যুয়ের, মুলাররা (FIFA World Cup 2022) । এবার পর্তুগাল-সুইৎজারল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়লেন এক দর্শক । পরনে নীল রঙা সুপারম্যান টি-শার্ট । সামনে লেখা 'ইউক্রেনকে বাঁচান', পিঠে 'ইরানের নারীদের প্রতি শ্রদ্ধা' (Spectator with rainbow flag)।

Etv Bharat
রামধনু রঙা পতাকা জড়িয়ে মাঠে ঢুকে পড়লেন দর্শক
author img

By

Published : Nov 29, 2022, 8:21 AM IST

লুসালি, 29 নভেম্বর: কাতার সরকারের নিষেধাজ্ঞার জেরে বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে স্থান হয়নি সমকামীদের ৷ কিন্তু, ভালোবাসা যে বরাবরই আগল ভাঙার জয়গান গেয়েছে । ফতোয়া জারি করে, অচলায়তন গড়ে তাকে আটকানো যে অলীক কল্পনা, তা ফের দেখল ফুটবলের সর্বোচ্চ মঞ্চ । রামধনু রঙা পতাকা জড়িয়ে মাঠে ঢুকে পড়লেন দর্শক (Spectator with rainbow flag runs onto field) ।

Etv Bharat
রামধনু রঙা পতাকা জড়িয়ে মাঠে ঢুকে পড়লেন দর্শক

রামধনু রঙা আর্মব্যান্ড পরে নামতে না-পারলেও 'মানবতা'র স্বার্থে প্রতিবাদে সরব হয়েছে জার্মানি । জাপানের সঙ্গে ম্যাচের বল গড়ানোর আগেই অফিসিয়াল গ্রুপ ফোটোতে মুখ চাপা দিয়ে ছবি তুলেছেন ন্যুয়ের, মুলাররা । এবার পর্তুগাল-সুইৎজারল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়লেন এক দর্শক । পরনে নীল রঙা সুপারম্যান টি-শার্ট । সামনে লেখা 'ইউক্রেনকে বাঁচান', পিঠে 'ইরানের নারীদের প্রতি শ্রদ্ধা' । গায়ে জড়ানো রামধনু রঙের পতাকা (Spectator with rainbow flag) ।

Etv Bharat
তাড়া করেছেন নিরাপত্তাকর্মীরা

আরও পড়ুন: আর্মব্যান্ডে নিষেধাজ্ঞা ! মুখ বন্ধ করেই মাঠে রামধনু আঁকলেন জার্মানরা

লুসালি, 29 নভেম্বর: কাতার সরকারের নিষেধাজ্ঞার জেরে বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে স্থান হয়নি সমকামীদের ৷ কিন্তু, ভালোবাসা যে বরাবরই আগল ভাঙার জয়গান গেয়েছে । ফতোয়া জারি করে, অচলায়তন গড়ে তাকে আটকানো যে অলীক কল্পনা, তা ফের দেখল ফুটবলের সর্বোচ্চ মঞ্চ । রামধনু রঙা পতাকা জড়িয়ে মাঠে ঢুকে পড়লেন দর্শক (Spectator with rainbow flag runs onto field) ।

Etv Bharat
রামধনু রঙা পতাকা জড়িয়ে মাঠে ঢুকে পড়লেন দর্শক

রামধনু রঙা আর্মব্যান্ড পরে নামতে না-পারলেও 'মানবতা'র স্বার্থে প্রতিবাদে সরব হয়েছে জার্মানি । জাপানের সঙ্গে ম্যাচের বল গড়ানোর আগেই অফিসিয়াল গ্রুপ ফোটোতে মুখ চাপা দিয়ে ছবি তুলেছেন ন্যুয়ের, মুলাররা । এবার পর্তুগাল-সুইৎজারল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়লেন এক দর্শক । পরনে নীল রঙা সুপারম্যান টি-শার্ট । সামনে লেখা 'ইউক্রেনকে বাঁচান', পিঠে 'ইরানের নারীদের প্রতি শ্রদ্ধা' । গায়ে জড়ানো রামধনু রঙের পতাকা (Spectator with rainbow flag) ।

Etv Bharat
তাড়া করেছেন নিরাপত্তাকর্মীরা

আরও পড়ুন: আর্মব্যান্ডে নিষেধাজ্ঞা ! মুখ বন্ধ করেই মাঠে রামধনু আঁকলেন জার্মানরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.