কলকাতা, 2 এপ্রিল : ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় এবং ভারতীয় দলের হয়ে খেলা রাহুল দ্রাবিড়ের মধ্যে কোনও পার্থক্য নেই ৷ একমাত্র দ্য ওয়াল-এর ভূমিকাটা বদলে গিয়েছে ৷ বক্তা তাঁর একদা সতীর্থ তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly says Rahul Dravid is still the same) ।
দুই ভিন্ন প্রেক্ষাপটে দ্রাবিড়কে দেখার নিরিখে সৌরভ বলেন, “শুধুমাত্র ভূমিকা বদল হয়েছে । ও আগের মতই পেশাদার । আগে তিন নম্বরে নেমে পেসারদের সামলাত । এখনও সেই প্রবণতা ওর মধ্যে রয়েছে ৷” একটি বেসরকারি নির্মাণ সংস্থার বানিজ্যিক দূত হিসেবে অনুষ্ঠানে এসেছিলেন ‘প্রিন্স অফ ক্য়ালকাটা’ । আলোচনা সভার মূল লক্ষ্য ছিল অতিমারি পরবর্তী জীবনে সুস্থ থাকার উপায় জানা ।
সৌরভ বলেন, কোভিড পরবর্তী সময় কোনও ঘটনাই অনিশ্চয় নয় । তাই বাঁচার জন্য বাঁচতে হবে । মৃত্যু হলে হবে,তা নিয়ে বাড়তি চাপ নেওয়ার দরকার নেই । নিজের যুক্তির সমর্থনে শেন ওয়ার্নের হঠাৎ মৃত্যুর প্রসঙ্গ টেনেছেন । কিন্তু তাতেও আলোচনায় বারবার ঘুরেফিরে এসেছে ক্রিকেট ।
আরও পড়ুন : দ্রাবিড়কে কিপটে বললেন সৌরভ, নিজে নাকি ইউজলেস !
এসেছে রবি শাস্ত্রীর প্রসঙ্গও । সৌরভ বলেন, ‘‘যখন যা দরকার সেটাই করা হয়েছে । প্রত্যেকেই আলাদা । ধোনি, কোহলি, সৌরভ প্রত্যেকেই আলাদা । কেউ শান্ত, কেউ আগ্রাসী । কিন্তু দিনের শেষে প্রত্যেকেই জিততে চায় ৷”