ETV Bharat / sports

FIFA World Cup 2022: নীরবে বিশ্বকাপের মঞ্চ ছাড়লেন ক্রোয়েশিয়ার সর্বকালের সেরা

author img

By

Published : Dec 14, 2022, 12:30 PM IST

মঙ্গলবার রাতে 81 মিনিটের মাথায় তাঁকে মাঠ থেকে তুলে নেন ক্রোয়েশিয়ার কোচ ৷ সেই সঙ্গে ক্রোয়েশিয়ার সম্ভাব্য সর্বকালের সেরা তারকা ফুটবলারের বিশ্বকাপ অভিযানও শেষ হয়ে গেল (Silent Exits of Luka Modric form World Cup Stage With Lionel Messi Glory) ৷

Silent Exits of Luka Modric form World Cup Stage With Lionel Messi Glory
Silent Exits of Luka Modric form World Cup Stage With Lionel Messi Glory

দোহা, 14 ডিসেম্বর: মাঠ থেকে বেরিয়ে সাইডলাইনের ধারে দাঁড়িয়ে হতাশায় শার্ট মুখের উপর টেনে আনেন ক্রোট তারকা লুকা মদ্রিচ ৷ ক্রোয়েশিয়ার লাল-সাদা সমর্থকদের মনের দুঃখ, সেই দৃশ্যের মধ্যে দিয়েই ব্যক্ত করা যায় ৷ তবে, ক্রোয়েশিয়ার সর্বকালের সেরা ফুটবলার এই মিডফিল্ডারকে, তাঁর সম্ভাব্য শেষ বিশ্বকাপের ম্যাচ শেষে মাঠে উপস্থিত সমর্থকরা হাততালিতে বিদায় জানান ৷ আর শুধু ক্রোট সমর্থকরা নন ৷ সেই মুহূর্তে লুসাইল স্টেডিয়ামে উপস্থিত আর্জেন্তিনার সমর্থকরাও মদ্রিচ সম্মান জানাতে ভুললেন না (Silent Exits of Luka Modric form World Cup Stage With Lionel Messi Glory) ৷

এদিন 3-0 পিছিয়ে পড়ার পর 81 মিনিটে লুকা মদ্রিচকে তুলে নেন ক্রোয়েশিয়ার কোচ ৷ আর সেই সঙ্গে সম্ভবত ক্রোয়েশিয়ার হয়ে লুকা মদ্রিচের বিশ্বকাপ সফরের ইতি হল ৷ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে 3-0 গোল হারে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে 2018 বিশ্বকাপের রানার-আপ দলের ৷ চার বছর আগে ক্রোয়েশিয়াকে 4-1 গোলে ফ্রান্সের বিরুদ্ধে হারতে হয়েছিল ৷ এদিন মাঠ থেকে বেরনোর সময় পুরো স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান ৷ তবে, তার প্রত্যুত্তরে কোনও আবেগ প্রকাশ করেননি মদ্রিচ ৷ যাঁকে ক্রোয়েশিয়ার সর্বকালের সেরা ফুটবলার বলা হচ্ছে ৷

Silent Exits of Luka Modric form World Cup Stage With Lionel Messi Glory
হারের হতাশায় লুকা মদ্রিচ
Silent Exits of Luka Modric form World Cup Stage With Lionel Messi Glory
কোচের সান্ত্বনা লুকা মদ্রিচকে

এদিনের প্রথম সেমিফাইনালে দুই তারকা ফুটবলার মাঠে নেমেছিলেন ৷ একজন ম্যাচ শেষে একাধিক রেকর্ডের সঙ্গে, ফাইনালে উঠে কাপ জয়ের স্বপ্ন দেখছেন ৷ তিনি লিওনেল মেসি ৷ যাঁর উপরে বর্তমানে লাইম লাইট ৷ আর দ্বিতীয়জন লুকা মদ্রিচ ৷ যাঁর বিশ্বকাপের ইতি হল নীরবে ৷ এর আগে আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)-র বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে ৷ রিয়াল মাদ্রিদে যাঁর একসময়ের সতীর্থ ছিলেন লুকা ৷

Silent Exits of Luka Modric form World Cup Stage With Lionel Messi Glory
সম্ভবত শেষবার বিশ্বকাপে মাঠ ছাড়ার আগে
Silent Exits of Luka Modric form World Cup Stage With Lionel Messi Glory
ম্যাচ শেষে মেসির সঙ্গে আলিঙ্গন মদ্রিচের

আরও পড়ুন: চেরি অন দ্য কেক ! দেশের জার্সি গায়ে 'শেষ' ম্যাচে নজির ছুঁতে মরিয়া লিও

তবে, এবারের বিশ্বকাপে ক্রোয়েশিয়া আরও বেশি করে লুকা মদ্রিচকে দেখতে চেয়েছিল ৷ মাঠে বল যে প্রান্তেই থাকুক না কেন, লুকা মদ্রিচ সেখানেই পৌঁছে যেতেন ৷ কিন্তু, কাতার বিশ্বকাপে লুকার সেই ছন্দ এবং উপস্থিতি দেখা যায়নি ৷ অন্তত 2018 বিশ্বকাপে তাঁর পারফর্মেন্সের পর, এবার লুকা মদ্রিচের উপস্থিতি আরও বেশি করে চেয়েছিল ফুটবল প্রেমীরা ৷

দোহা, 14 ডিসেম্বর: মাঠ থেকে বেরিয়ে সাইডলাইনের ধারে দাঁড়িয়ে হতাশায় শার্ট মুখের উপর টেনে আনেন ক্রোট তারকা লুকা মদ্রিচ ৷ ক্রোয়েশিয়ার লাল-সাদা সমর্থকদের মনের দুঃখ, সেই দৃশ্যের মধ্যে দিয়েই ব্যক্ত করা যায় ৷ তবে, ক্রোয়েশিয়ার সর্বকালের সেরা ফুটবলার এই মিডফিল্ডারকে, তাঁর সম্ভাব্য শেষ বিশ্বকাপের ম্যাচ শেষে মাঠে উপস্থিত সমর্থকরা হাততালিতে বিদায় জানান ৷ আর শুধু ক্রোট সমর্থকরা নন ৷ সেই মুহূর্তে লুসাইল স্টেডিয়ামে উপস্থিত আর্জেন্তিনার সমর্থকরাও মদ্রিচ সম্মান জানাতে ভুললেন না (Silent Exits of Luka Modric form World Cup Stage With Lionel Messi Glory) ৷

এদিন 3-0 পিছিয়ে পড়ার পর 81 মিনিটে লুকা মদ্রিচকে তুলে নেন ক্রোয়েশিয়ার কোচ ৷ আর সেই সঙ্গে সম্ভবত ক্রোয়েশিয়ার হয়ে লুকা মদ্রিচের বিশ্বকাপ সফরের ইতি হল ৷ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে 3-0 গোল হারে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে 2018 বিশ্বকাপের রানার-আপ দলের ৷ চার বছর আগে ক্রোয়েশিয়াকে 4-1 গোলে ফ্রান্সের বিরুদ্ধে হারতে হয়েছিল ৷ এদিন মাঠ থেকে বেরনোর সময় পুরো স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান ৷ তবে, তার প্রত্যুত্তরে কোনও আবেগ প্রকাশ করেননি মদ্রিচ ৷ যাঁকে ক্রোয়েশিয়ার সর্বকালের সেরা ফুটবলার বলা হচ্ছে ৷

Silent Exits of Luka Modric form World Cup Stage With Lionel Messi Glory
হারের হতাশায় লুকা মদ্রিচ
Silent Exits of Luka Modric form World Cup Stage With Lionel Messi Glory
কোচের সান্ত্বনা লুকা মদ্রিচকে

এদিনের প্রথম সেমিফাইনালে দুই তারকা ফুটবলার মাঠে নেমেছিলেন ৷ একজন ম্যাচ শেষে একাধিক রেকর্ডের সঙ্গে, ফাইনালে উঠে কাপ জয়ের স্বপ্ন দেখছেন ৷ তিনি লিওনেল মেসি ৷ যাঁর উপরে বর্তমানে লাইম লাইট ৷ আর দ্বিতীয়জন লুকা মদ্রিচ ৷ যাঁর বিশ্বকাপের ইতি হল নীরবে ৷ এর আগে আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)-র বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে ৷ রিয়াল মাদ্রিদে যাঁর একসময়ের সতীর্থ ছিলেন লুকা ৷

Silent Exits of Luka Modric form World Cup Stage With Lionel Messi Glory
সম্ভবত শেষবার বিশ্বকাপে মাঠ ছাড়ার আগে
Silent Exits of Luka Modric form World Cup Stage With Lionel Messi Glory
ম্যাচ শেষে মেসির সঙ্গে আলিঙ্গন মদ্রিচের

আরও পড়ুন: চেরি অন দ্য কেক ! দেশের জার্সি গায়ে 'শেষ' ম্যাচে নজির ছুঁতে মরিয়া লিও

তবে, এবারের বিশ্বকাপে ক্রোয়েশিয়া আরও বেশি করে লুকা মদ্রিচকে দেখতে চেয়েছিল ৷ মাঠে বল যে প্রান্তেই থাকুক না কেন, লুকা মদ্রিচ সেখানেই পৌঁছে যেতেন ৷ কিন্তু, কাতার বিশ্বকাপে লুকার সেই ছন্দ এবং উপস্থিতি দেখা যায়নি ৷ অন্তত 2018 বিশ্বকাপে তাঁর পারফর্মেন্সের পর, এবার লুকা মদ্রিচের উপস্থিতি আরও বেশি করে চেয়েছিল ফুটবল প্রেমীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.