ETV Bharat / sports

Sania-Shoaib Relationship: সাদামাটা টুইটে স্ত্রী সানিয়াকে জন্মদিনের অভিনন্দন শোয়েবের - সানিয়াকে জন্মদিনের অভিনন্দন শোয়েবের

স্ত্রী সানিয়া মির্জাকে জন্মদিনের অভিনন্দন জানিয়ে টুইট করলেন শোয়েব মালিক (Shoaib Malik Wishes Sania Mirza on Birthday) ৷ সাদামাটা পদ্ধতিতে বাকি 10 জনের মতোই ছিল সেই অভিনন্দন বার্তা ৷

Shoaib Malik Wishes Sania Mirza on Birthday in Social Media
Shoaib Malik Wishes Sania Mirza on Birthday in Social Media
author img

By

Published : Nov 15, 2022, 11:50 AM IST

কলকাতা, 15 নভেম্বর: বিচ্ছেদের জল্পনার মাঝেই স্ত্রী সানিয়া মির্জাকে জন্মদিনের অভিনন্দন জানালেন শোয়েব মালিক (Shoaib Malik Wishes Sania Mirza on Birthday in Social Media) ৷ যেখানে সানিয়ার সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন পাক ক্রিকেটার ৷ তবে, শোয়েবের সানিয়াকে জন্মদিনের এই শুভেচ্ছাবার্তায় আন্তরিকতার থেকে অনেক বেশি সামাজিকতার ছোঁয়া দেখা গেল ৷ আরও বিশ্লেষণ করে বললে, সানিয়াকে জন্মদিনের অভিনন্দন বার্তার শুরু থেকে শেষ পুরোটাতেই ছিল আনুষ্ঠানিকতার ছোঁয়া ৷

এদিন শোয়েব টুইটে লেখেন, ‘‘শুভ জন্মদিন সানিয়া মির্জা ৷ তোমার সুখী জীবন ও সুস্বাস্থ্য কামনা করি ! দিনটিকে খুব করে উপভোগ কর...৷’’ স্পষ্টতই আবেগহীন ও বাকি দশজনের মতো গতে বাঁধা শব্দের প্রয়োগে স্ত্রী'কে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন শোয়েব ৷ ফলে দু’জনের বিচ্ছেদের জল্পনায় আরও যেন বেশি করে ধোঁয়া দিচ্ছে শোয়েবের সাদামাটা এই অভিনন্দন বার্তা ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাকিস্তানের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, বিচ্ছেদের পথে হাঁটছেন ভারতীয় টেনিস সুন্দরী এবং পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ৷ যে খবর ঘৃতাহুতির কাজ করে গত 4-5 মাস দু’জনের মুখোমুখি না-হওয়া ৷ চোট পাওয়ার পর থেকে সানিয়ে ছেলেকে নিয়ে ভারতে রয়েছেন ৷ এই পরিস্থিতিতে এমনও খবর শোনা যায়, একাধিক বিজ্ঞাপন ও টিভি শো-তে দু’জনের স্বামী-স্ত্রী হিসেবে চুক্তির জেরে আইনি জটিলতা তৈরি হয়েছে ৷ ফলে পেশাদারিত্বের প্রশ্নে দু’জনের কেউই বিচ্ছেদের কথা ঘোষণা এবং সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না ৷

আরও পড়ুন: বিয়ে ভাঙবে সানিয়া-শোয়েবের? বিচ্ছেদের গুঞ্জন

আর সেই খবর প্রকাশ্যে আসার 4 দিনের মাথায় সানিয়ার জন্মদিনে শোয়েবের সাদামাটা অভিনন্দন, যেন সেই খবরকেই সত্যি করে তুলছে ৷ তবে, বর্তমানে শোয়েব এবং সানিয়া দুবাইতে একটি টিভি শো’র জন্য রয়েছেন ৷ দু’দিন আগেই তাঁদের ওই শো-তে একসঙ্গে দেখা গিয়েছে ৷ অন্যদিকে নেটিজেনদের একাংশের দাবি, নিজেদের নতুন শো’র প্রচারের জন্য বিচ্ছেদের ধোঁয়া তুলেছেন সানিয়া-শোয়েব ৷

কলকাতা, 15 নভেম্বর: বিচ্ছেদের জল্পনার মাঝেই স্ত্রী সানিয়া মির্জাকে জন্মদিনের অভিনন্দন জানালেন শোয়েব মালিক (Shoaib Malik Wishes Sania Mirza on Birthday in Social Media) ৷ যেখানে সানিয়ার সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন পাক ক্রিকেটার ৷ তবে, শোয়েবের সানিয়াকে জন্মদিনের এই শুভেচ্ছাবার্তায় আন্তরিকতার থেকে অনেক বেশি সামাজিকতার ছোঁয়া দেখা গেল ৷ আরও বিশ্লেষণ করে বললে, সানিয়াকে জন্মদিনের অভিনন্দন বার্তার শুরু থেকে শেষ পুরোটাতেই ছিল আনুষ্ঠানিকতার ছোঁয়া ৷

এদিন শোয়েব টুইটে লেখেন, ‘‘শুভ জন্মদিন সানিয়া মির্জা ৷ তোমার সুখী জীবন ও সুস্বাস্থ্য কামনা করি ! দিনটিকে খুব করে উপভোগ কর...৷’’ স্পষ্টতই আবেগহীন ও বাকি দশজনের মতো গতে বাঁধা শব্দের প্রয়োগে স্ত্রী'কে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন শোয়েব ৷ ফলে দু’জনের বিচ্ছেদের জল্পনায় আরও যেন বেশি করে ধোঁয়া দিচ্ছে শোয়েবের সাদামাটা এই অভিনন্দন বার্তা ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাকিস্তানের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, বিচ্ছেদের পথে হাঁটছেন ভারতীয় টেনিস সুন্দরী এবং পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ৷ যে খবর ঘৃতাহুতির কাজ করে গত 4-5 মাস দু’জনের মুখোমুখি না-হওয়া ৷ চোট পাওয়ার পর থেকে সানিয়ে ছেলেকে নিয়ে ভারতে রয়েছেন ৷ এই পরিস্থিতিতে এমনও খবর শোনা যায়, একাধিক বিজ্ঞাপন ও টিভি শো-তে দু’জনের স্বামী-স্ত্রী হিসেবে চুক্তির জেরে আইনি জটিলতা তৈরি হয়েছে ৷ ফলে পেশাদারিত্বের প্রশ্নে দু’জনের কেউই বিচ্ছেদের কথা ঘোষণা এবং সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না ৷

আরও পড়ুন: বিয়ে ভাঙবে সানিয়া-শোয়েবের? বিচ্ছেদের গুঞ্জন

আর সেই খবর প্রকাশ্যে আসার 4 দিনের মাথায় সানিয়ার জন্মদিনে শোয়েবের সাদামাটা অভিনন্দন, যেন সেই খবরকেই সত্যি করে তুলছে ৷ তবে, বর্তমানে শোয়েব এবং সানিয়া দুবাইতে একটি টিভি শো’র জন্য রয়েছেন ৷ দু’দিন আগেই তাঁদের ওই শো-তে একসঙ্গে দেখা গিয়েছে ৷ অন্যদিকে নেটিজেনদের একাংশের দাবি, নিজেদের নতুন শো’র প্রচারের জন্য বিচ্ছেদের ধোঁয়া তুলেছেন সানিয়া-শোয়েব ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.