ETV Bharat / sports

Shaji Prabhakaran: এশিয়ান কাপের কোয়ার্টারে পৌঁছতে ব্যর্থ হলে ছুটি হতে পারে স্টিম্যাচের, শহরে এসে জানালেন প্রভাকরণ - Prabhakaran shares his thought about Igor Stimac

ভারতীয় দলে চাকরি টিকিয়ে রাখতে এশিয়ান কাপই শেষ ভরসা ঈগর স্টিম্যাচের (Igor Stimac) ৷ প্রতিযোগিতার শেষ আটে 'মেন ইন ব্লু'-কে পৌঁছে দিতে না-পারলে কোচের পদ থেকে সরানো হবে ক্রোয়েশিয়ানকে ৷ সোমবার ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠক শেষে এমনই বার্তা দিলেন ফেডারেশন সচিব

Etv Bharat
কলকাতায় হয়ে গেল এআইএফএফ-এর নয়া কার্যকরী কমিটির বৈঠক
author img

By

Published : Sep 19, 2022, 6:42 PM IST

Updated : Sep 20, 2022, 10:22 AM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: ভারতীয় দলে চাকরি টিকিয়ে রাখতে এশিয়ান কাপই শেষ ভরসা ঈগর স্টিম্যাচের ৷ প্রতিযোগিতার শেষ আটে 'মেন ইন ব্লু'-কে পৌঁছে দিতে না-পারলে কোচের পদ থেকে সরানো হতে পারে ক্রোয়েশিয়ানকে ৷ সোমবার ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠক (AIFF executive committee meeting) শেষে এমনই বার্তা দিলেন ফেডারেশন সচিব শাজি প্রভাকরণ (Shaji Prabhakaran shares his thought about Igor Stimac)। দীর্ঘদিন পর ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হল কলকাতায়। চলতি মাসে নির্বাচনের পরে নয়া কমিটির দ্বিতীয় বৈঠক এটি ৷

ব্যক্তিগত কারণে প্রথম বৈঠকে উপস্থিত থাকতে না-পারলেও কলকাতায় অনুষ্ঠিত কার্যকরী কমিটির দ্বিতীয় বৈঠকে এদিন উপস্থিত ছিলেন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সময় সচিব শাজি প্রভাকরণের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন 'পাহাড়ি বিছে'। ফলে কলকাতায় বৈঠকে তার যোগ দেওয়া নিয়ে চাপা আশঙ্কা ছিল। ভারতীয় ফুটবলকে উন্নতির পরবর্তী সোপানে পৌঁছে দেওয়ার ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া দরকার, তা নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে ৷ সেখানে ইন্ডিয়ান অ্যারোজকে বন্ধ করে দেওয়ার মত সিদ্ধান্তে যেমন সিলমোহর দেওয়া হয়েছে, তেমনই নতুন প্রতিভার অন্বেষণে ফুটবলার তুলে আনার বিষয়টিও আলোচিত হয়েছে। যদিও এদিন বৈঠকের মূল আকর্ষণ ছিল জাতীয় কোচের চেয়ারে ঈগর স্টিম্যাচের মেয়াদ নবীকরণের বিষয়টি ৷

কী বললেন ফেডারেশন সচিব শাজি প্রভাকরণ?

বর্তমানে ভারতীয় দল নিয়ে আসন্ন বিদেশ সফরের প্রস্তুতিতে ব্যস্ত ক্রোট কোচ ৷ তবে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি কোচের চুক্তি নবীকরণের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার শেষে আপাতত তাঁকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ কিন্তু এশিয়ান কাপের শেষ আটে পৌঁছতে না-পারলে তাঁকে চাকরির বিষয়টি ভেবে দেখা হবে বলে জানিয়েছেন সচিব শাজি প্রভাকরণ।

আরও পড়ুন: 'প্রিয়' সুনীলের সঙ্গে ব্লুজ'দের ডেরায় মধ্যাহ্নভোজ, আবেগে ভাসলেন লাল-হলুদের লজেন্স মাসি

এদিকে অরুণ ঘোষ (Arun Ghosh) এবং আই এম বিজয়নের (I M Vijayan)) নাম পদ্মশ্রী সম্মানের জন্য মনোনিত করা হচ্ছে ফেডারেশনের তরফে। পাশাপাশি মনোরঞ্জন ভট্টাচার্যের নাম ধ্যানচাঁদ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। জেজে লালপেখলুয়ার (Jeje Lalpekhlua) নাম অর্জুন পুরস্কারের জন্য পাঠাচ্ছে ফেডারেশন। এছাড়াও অনুর্ধ্ব-17 মেয়েদের বিশ্বকাপের সময় ভারত সফরে আসা ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের উদ্যোগের কথাও ভাবছে ফেডারেশন ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর: ভারতীয় দলে চাকরি টিকিয়ে রাখতে এশিয়ান কাপই শেষ ভরসা ঈগর স্টিম্যাচের ৷ প্রতিযোগিতার শেষ আটে 'মেন ইন ব্লু'-কে পৌঁছে দিতে না-পারলে কোচের পদ থেকে সরানো হতে পারে ক্রোয়েশিয়ানকে ৷ সোমবার ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠক (AIFF executive committee meeting) শেষে এমনই বার্তা দিলেন ফেডারেশন সচিব শাজি প্রভাকরণ (Shaji Prabhakaran shares his thought about Igor Stimac)। দীর্ঘদিন পর ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হল কলকাতায়। চলতি মাসে নির্বাচনের পরে নয়া কমিটির দ্বিতীয় বৈঠক এটি ৷

ব্যক্তিগত কারণে প্রথম বৈঠকে উপস্থিত থাকতে না-পারলেও কলকাতায় অনুষ্ঠিত কার্যকরী কমিটির দ্বিতীয় বৈঠকে এদিন উপস্থিত ছিলেন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সময় সচিব শাজি প্রভাকরণের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন 'পাহাড়ি বিছে'। ফলে কলকাতায় বৈঠকে তার যোগ দেওয়া নিয়ে চাপা আশঙ্কা ছিল। ভারতীয় ফুটবলকে উন্নতির পরবর্তী সোপানে পৌঁছে দেওয়ার ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া দরকার, তা নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে ৷ সেখানে ইন্ডিয়ান অ্যারোজকে বন্ধ করে দেওয়ার মত সিদ্ধান্তে যেমন সিলমোহর দেওয়া হয়েছে, তেমনই নতুন প্রতিভার অন্বেষণে ফুটবলার তুলে আনার বিষয়টিও আলোচিত হয়েছে। যদিও এদিন বৈঠকের মূল আকর্ষণ ছিল জাতীয় কোচের চেয়ারে ঈগর স্টিম্যাচের মেয়াদ নবীকরণের বিষয়টি ৷

কী বললেন ফেডারেশন সচিব শাজি প্রভাকরণ?

বর্তমানে ভারতীয় দল নিয়ে আসন্ন বিদেশ সফরের প্রস্তুতিতে ব্যস্ত ক্রোট কোচ ৷ তবে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি কোচের চুক্তি নবীকরণের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার শেষে আপাতত তাঁকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ কিন্তু এশিয়ান কাপের শেষ আটে পৌঁছতে না-পারলে তাঁকে চাকরির বিষয়টি ভেবে দেখা হবে বলে জানিয়েছেন সচিব শাজি প্রভাকরণ।

আরও পড়ুন: 'প্রিয়' সুনীলের সঙ্গে ব্লুজ'দের ডেরায় মধ্যাহ্নভোজ, আবেগে ভাসলেন লাল-হলুদের লজেন্স মাসি

এদিকে অরুণ ঘোষ (Arun Ghosh) এবং আই এম বিজয়নের (I M Vijayan)) নাম পদ্মশ্রী সম্মানের জন্য মনোনিত করা হচ্ছে ফেডারেশনের তরফে। পাশাপাশি মনোরঞ্জন ভট্টাচার্যের নাম ধ্যানচাঁদ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। জেজে লালপেখলুয়ার (Jeje Lalpekhlua) নাম অর্জুন পুরস্কারের জন্য পাঠাচ্ছে ফেডারেশন। এছাড়াও অনুর্ধ্ব-17 মেয়েদের বিশ্বকাপের সময় ভারত সফরে আসা ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের উদ্যোগের কথাও ভাবছে ফেডারেশন ৷

Last Updated : Sep 20, 2022, 10:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.