ETV Bharat / sports

FIFA World Cup 2022: দিবালাকে ছাড়াই শেষ আটে, তবু রোমা স্ট্রাইকারকে হন্যে হয়ে খুঁজছেন অনুরাগীরা

বিশ্বকাপে (FIFA World Cup 2022) 26 জনের দলে থেকেও প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না পাওলো দিবালা (Paulo Dybala is Not Needed by Argentina) ৷ আর তার পিছনে অন্যতম কারণ লিওনেল মেসি (Lionel Messi) ৷

serie-a-standout-paulo-dybala-not-needed-by-argentina
serie-a-standout-paulo-dybala-not-needed-by-argentina
author img

By

Published : Dec 6, 2022, 9:40 PM IST

Updated : Dec 6, 2022, 10:55 PM IST

দোহা, 6 ডিসেম্বর: পাওলো দিবালা ৷ আর্জেন্তাইন এই সেন্টার ফরোর্য়াড (Argentina Centre Forward) বিশ্বকাপে স্কোয়াডে রয়েছেন ৷ কিন্তু, গ্রুপের তিনটি ম্যাচ ও রাউন্ড সিক্সটিনে লিওনেল স্কালোনির প্রথম একাদশ তো দূর, পরিবর্ত খেলোয়াড় হিসেবেও সুযোগ পাননি এএস রোমা স্ট্রাইকার ৷ আর্জেন্তিনার কোপা আমেরিকা জয়ের পিছনেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তিনি ৷ কিন্তু বিশ্বকাপে বল পায়ে তাঁকে মাঠে না দেখতে পেয়ে দুশ্চিন্তায় অনুরাগীরা ৷ আর্জেন্তাইন কোচও তাঁর প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন না (Paulo Dybala is Not Needed by Argentina) ৷ সম্প্রতি লিওনেল মেসি (Lionel Messi)-র সঙ্গে ইনস্টাগ্রামে দিবালা একটি ছবি পোস্ট করতেই আরও বেশি করে চর্চায় রোমা স্ট্রাইকার ৷

কিন্তু কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রথম একাদশে কেন সুযোগ হচ্ছে না দিবালার? কিন্তু তাঁর সুযোগ না-পাওয়ার পিছনে অন্যতম কারণ কিন্তু লিওনেল মেসিই ৷ যাঁর উপস্থিতিতে মাঠে নামার সুযোগ পাচ্ছেন না দিবালা ৷ এমনটাই দাবি করছেন ফুটবল বিশেষজ্ঞরা ৷ পাওলো দিবালা মূলত 10 নম্বর পজিশনে খেলেন ৷ যে জায়গায় দুর্দান্ত ছন্দে খেলছেন মেসি ৷ ফলে তাঁকে সরিয়ে দিবালাকে খেলানোর কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা ৷ একমাত্র দিবালাকে অন্য পজিশনে খেলাতে পারেন কোচ স্কালোনি ৷ কিন্তু, সেটা কখনই দিবালার মতো স্ট্রাইকারের সঙ্গে মানানসই হবে না ৷

আরও পড়ুন: 'কিলিং কিলিয়ান'-এর মধ্যে মেসি-রোনাল্ডোর উত্তরসূরিকে দেখছে ফুটবল বিশ্ব

এদিন পাওলো দিবালা ইনস্টাগ্রামে মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, "আমরা হাসতে হাসতে এগিয়ে চলেছি ! এগিয়ে চলো ৷" প্রসঙ্গত, আর্জেন্তিনার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার জন্য পাওলো দিবালাকে প্রমাণ করতে হয়েছিল তিনি ম্যাচ ফিট ৷ এর জন্য তাঁকে বিশ্বকাপের আগে রোমাতে ফিরে যেতে হয়েছিল ৷ সেখানে রোমার হয়ে শেষ ম্যাচ খেলে নিজেকে ম্যাচ ফিট প্রমাণিত করতে হয় ৷ তারপর কোচ স্কালোনি নিশ্চিত হলে, দিবালা বিশ্বকাপের 26 জনের দলে সুযোগ পান ৷ তবে, প্রথম একাদশে সুযোগ না-পাওয়া নিয়ে লিওনেল স্কালোনি বলেছিলেন, ‘‘যদি ওকে বের করে দেওয়া হয় ৷ তাহলে সেটা শুধুমাত্র ট্যাকটিক্যাল কারণে হবে ৷’’

দোহা, 6 ডিসেম্বর: পাওলো দিবালা ৷ আর্জেন্তাইন এই সেন্টার ফরোর্য়াড (Argentina Centre Forward) বিশ্বকাপে স্কোয়াডে রয়েছেন ৷ কিন্তু, গ্রুপের তিনটি ম্যাচ ও রাউন্ড সিক্সটিনে লিওনেল স্কালোনির প্রথম একাদশ তো দূর, পরিবর্ত খেলোয়াড় হিসেবেও সুযোগ পাননি এএস রোমা স্ট্রাইকার ৷ আর্জেন্তিনার কোপা আমেরিকা জয়ের পিছনেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তিনি ৷ কিন্তু বিশ্বকাপে বল পায়ে তাঁকে মাঠে না দেখতে পেয়ে দুশ্চিন্তায় অনুরাগীরা ৷ আর্জেন্তাইন কোচও তাঁর প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন না (Paulo Dybala is Not Needed by Argentina) ৷ সম্প্রতি লিওনেল মেসি (Lionel Messi)-র সঙ্গে ইনস্টাগ্রামে দিবালা একটি ছবি পোস্ট করতেই আরও বেশি করে চর্চায় রোমা স্ট্রাইকার ৷

কিন্তু কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রথম একাদশে কেন সুযোগ হচ্ছে না দিবালার? কিন্তু তাঁর সুযোগ না-পাওয়ার পিছনে অন্যতম কারণ কিন্তু লিওনেল মেসিই ৷ যাঁর উপস্থিতিতে মাঠে নামার সুযোগ পাচ্ছেন না দিবালা ৷ এমনটাই দাবি করছেন ফুটবল বিশেষজ্ঞরা ৷ পাওলো দিবালা মূলত 10 নম্বর পজিশনে খেলেন ৷ যে জায়গায় দুর্দান্ত ছন্দে খেলছেন মেসি ৷ ফলে তাঁকে সরিয়ে দিবালাকে খেলানোর কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা ৷ একমাত্র দিবালাকে অন্য পজিশনে খেলাতে পারেন কোচ স্কালোনি ৷ কিন্তু, সেটা কখনই দিবালার মতো স্ট্রাইকারের সঙ্গে মানানসই হবে না ৷

আরও পড়ুন: 'কিলিং কিলিয়ান'-এর মধ্যে মেসি-রোনাল্ডোর উত্তরসূরিকে দেখছে ফুটবল বিশ্ব

এদিন পাওলো দিবালা ইনস্টাগ্রামে মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, "আমরা হাসতে হাসতে এগিয়ে চলেছি ! এগিয়ে চলো ৷" প্রসঙ্গত, আর্জেন্তিনার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার জন্য পাওলো দিবালাকে প্রমাণ করতে হয়েছিল তিনি ম্যাচ ফিট ৷ এর জন্য তাঁকে বিশ্বকাপের আগে রোমাতে ফিরে যেতে হয়েছিল ৷ সেখানে রোমার হয়ে শেষ ম্যাচ খেলে নিজেকে ম্যাচ ফিট প্রমাণিত করতে হয় ৷ তারপর কোচ স্কালোনি নিশ্চিত হলে, দিবালা বিশ্বকাপের 26 জনের দলে সুযোগ পান ৷ তবে, প্রথম একাদশে সুযোগ না-পাওয়া নিয়ে লিওনেল স্কালোনি বলেছিলেন, ‘‘যদি ওকে বের করে দেওয়া হয় ৷ তাহলে সেটা শুধুমাত্র ট্যাকটিক্যাল কারণে হবে ৷’’

Last Updated : Dec 6, 2022, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.